নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমানুয়েল নিমো

ইমানুয়েল নিমো › বিস্তারিত পোস্টঃ

আমার এবারের ঈদ যাপন। :( :( :( :( :(

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

ঈদ এর আগের রাত সারারাত ঘুমাইনি- ল্যাপটপ গুতাগুতি করছি, তাই ফজরের নামাজের পূর্বেই ওযু- গোছল সেরে ঈদের জন্য রেডি আমি! কম্পাউন্ডের ছোট মসজিদ এ ফজরের নামাজ সেরে গাড়ি হাকালাম পাবলিক বড় মসজিদের উদ্দেশে, যেখানে প্রতিবারের মত ঈদের জামাত হবে। আমাদের এখানে ফজরের নামাজের মোটামুটি ঘণ্টাখানিক পরেই ঈদের নামাজ শুরু হয়। মসজিদে পৌঁছে এক কোনায় সুবোধ বালকের মত বসে ঝিমুতে লাগলাম! এখানে, ঈদ এর নামাজের পূর্বে খুতবা বা এ ধরনের কিছুর বালাই নেই- নেই পাবলিকের হৈ হট্টগোল, তাই সারারাতের না ঘুমানের ক্লান্তি তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না! নামাজ যখন শুরু হল, তড়িঘড়ি করে উঠে আমিও কাতারে দাড়িয়ে গেলাম। এবং নামাজ শেষ হওয়া মাত্রই ফের গাড়ি হাকিয়ে সোজা রুমে এসে দে ঘুম! যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে ঈদ শেষ!



রাতে, ডিনার সেরে বন্ধুদের সাথে ঈদের ইস্পেশাল ব্যাটমিন্টন খেললাম টানা ১০ টা পর্যন্ত। তারপর গাড়ি নিয়ে বের হলাম রাতের শহরে একা একা ঘুরবো বলে। আসলে, আমার মত একা-একলা প্রবাসি যারা, তাদের জন্য ঈদের কোন বৈচিত্র্য নেই। ঈদ আমাদের কাছে অন্য সব দিনের মত একই।



সবাই কে অনেক অনেক ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদের শুভেচ্ছা নিমো ||

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

ইমানুয়েল নিমো বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও।

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদের শুভেচ্ছা নিমো ||

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

ইমানুয়েল নিমো বলেছেন: আপনাকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

কালোপরী বলেছেন: ঈদের শুভেচ্ছা

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

ইমানুয়েল নিমো বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। কেমন কাটল এবারের ঈদ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.