নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমানুয়েল নিমো

ইমানুয়েল নিমো › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন একটি কবিতা এবং ভালোলাগার কিছু কথা।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

আগে কবিতাটি পড়ুন। শিরোনামেই বলেছি কবিতাটির কোন শিরোনাম নেই।



'বলো আমাকে রহস্যময় মানুষ-

কাকে তুমি সবচেয়ে ভালবাস?

তোমার পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নীকে?'

পিতা, মাতা, ভ্রাতা ভগ্নী- কিছুই নেই আমার।

'তোমার বন্ধুরা?'

- ঐই শব্দের অর্থ কখনও জানিনি।

'তোমার দেশ?'

-জানিনা কোন দ্রাঘিমায় তার অবস্থান।

'সৈন্দর্য?'

পারতাম বটে, তাকে ভালবাসতে- দেবী তিনি অমরা।

'কাঞ্চন?'- ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমারা ঘৃণা কর ভগবানকে।

'বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালবাস তুমি?'

আমি ভালবাসি মেঘ ..... চলিষ্ণু মেঘ .....

মেঘ ..... উঁচুতে ..... ঐই উঁচুতে .....

আমি ভালবাসি আশ্চার্য মেঘদল।







অনেক অনেকগুলো বছর আগের কথা। আমার বই পড়ার নেশা অনেক পুরনো। যতদূর মনে পড়ে, E. M. Forster এর A Passage to India বইটি ছিল আমার। এই উপন্যাসটি আমার এত ভালো লেগেছিল যে, বইটি প্রিয় একজনকে পড়তে দিই। এখানে তার নাম উল্লেখ করছি না, তবে তাকে আমি কসাই বলে ডাকতাম। ডাক্তার তো, তাই ডাক্তার হবার আগেই আমি তাকে এই কসাই নামটা দিয়েছিলাম ! বইটি সে আমাকে ফেরত দিয়েছিল এবং অনেকদিন পরে কি মনে করে বইটি খুলতেই প্রচ্ছদের পরের খালি সাদা পৃষ্টায় পেন্সিল এ লেখা এই কবিতা খানি পাই। তার হাতের লেখা আমার মুখুস্থ, তাই বুঝতে পারি সে লেখেছে এটি। ততদিনে তার সাথে আমার সব যোগাযোগ শেষ হয়ে গেছে তাই আর জিজ্ঞাসা করতে পারিনি কবিতাটি কার লেখা। যাই হোক, কবিতাটি আমার খুবই প্রিয় এবং এতবার পরেছি যে মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে যখন এলোমেলো হয়ে যাই সৃতির পিছুটানে ..... মনে পড়ে কবিতাটি ..... চুপচাপ একা বসে থাকি .....



..... আমি ভালবাসি মেঘ ..... চলিষ্ণু মেঘ .....

মেঘ ..... উঁচুতে ..... ঐই উঁচুতে .....

আমি ভালবাসি আশ্চার্য মেঘদল।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটি শার্ল বোদলেয়ারের কবিতা। এখানে ওটি পাবেন। শুভ কামনা।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ইমানুয়েল নিমো বলেছেন: আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই। আমার যদি ১০ টি প্রিয় কবিতা কবিতা থেকে থাকে, তবে তার মাঝে এই কবিতাটি অবশ্যই থাকবে। কবিতার সাথে আমার ব্যক্তিগত কিছু সৃতি জড়িয়ে আছে ..... এ জন্যই হয়তবা এত প্রিয়।



যাই হোক, আপনার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ইমানুয়েল নিমো বলেছেন: শার্ল বোদলেয়ার এর সব লেখা(কবিতা) কাল থেকেই পড়া শুরু করব .....



শুভকামন রইল।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: 'বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালবাস তুমি?'

আখোনে চোখ আটকে গেল। :)

দারুন প্রশ্ন। :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতাটা সুন্দর।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

বশর সিদ্দিকী বলেছেন: কবিতাটা সে তার মন থেকে লিখেছিল। আপনি সময় মত ধরতে পারেননি। এটাই জীবন। যখন প্রয়োজন তখন চোখে লাগে না। আর যখন সময় শেষ তখন তা চোখের সামনে পরে থাকে।
ভাল লাগল পরে।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতাটা অসাধারন !!

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

অস্পিসাস প্রেইস বলেছেন:
কবিতা ভালো লাগলো। আর সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর নলেজের প্রশংসা করতে হয়!

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

হৃদয় রিয়াজ বলেছেন: অস্পিসাস প্রেইস বলেছেন:
কবিতা ভালো লাগলো। আর সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর নলেজের প্রশংসা করতে হয়!

সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.