নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিতভাবে দুশ্চিন্তিত।

Yami No Tenshi

অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিতভাবে দুশ্চিন্তিত।

Yami No Tenshi › বিস্তারিত পোস্টঃ

জাদুর লাঠিতে দুনিয়া ঘোরা

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯

স্টুডিও জিবলীর আরেকটি সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক মুভি এটি।

ছোট্ট সুন্দরী উইচ কিকি, তার পরিবারের সাথে একটি গোছানো গ্রামে থাকে এবং জাদুবিদ্যা চর্চা করে। কিকির পরিবারের নিয়ম, সব উইচকেই তেরো বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে একবছরের জন্য অনেক দূরের কোন একটি এলাকায় থাকতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য। পোষা বিড়াল জিজিকে সাথে নিয়ে কিকি তাই বেরিয়ে পড়ে ভ্রমণে।

জাদুর লাঠিতে চড়ে প্রতিকূল পরিবেশ পার হয়ে অবশেষে সমুদ্রের ধারে এক গোছানো শহরে এসে পৌছায় সে। এখানে এসে অনেক ঘটনা এবং সমস্যার সম্মুখীন হয় সে। জীবিকা নির্বাহের জন্য কিকি শুরু করে এক স্পেশাল ডেলিভারী সার্ভিস। এবং এই কাজ করার মাঝেও অনেক রকম অভিজ্ঞতা অর্জন করে সে।

হায়াও মিয়াজাকির ডিরেকশনে তৈরি যেকোন মুভিই আসলে চমৎকার, কিছু বললে কমই বলা হয়। ক্যারেক্টারগুলো খুবই সুন্দর এবং যত্ন নিয়ে তৈরি, দেখতে দেখতে একটা কানেকশন তৈরি হয়ে যায় খুব সহজেই। আর্টওয়ার্ক অত্যন্ত সুন্দর, চোখ জুড়িয়ে যায়।

আমার সবচেয়ে ভালো লেগেছে সাজানো গোছানো শহরের ছবি এবং কিকির স্পিরিট। পুরো মুভিটাই প্রতিটি মূহুর্ত উপভোগ করে দেখেছি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Majo-no-Takkyuubin

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮

মায়াবী রূপকথা বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.