| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Yami No Tenshi
অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিতভাবে দুশ্চিন্তিত।
দেখে শেষ করলাম কামিসামা হাজিমেমাশিতা সিজন ১। বাবার খামখেয়ালিপনার কারণে গৃহহারা হওয়া নানামি হঠাৎ করে পেয়ে বসে আস্ত একটা শ্রাইন আর সেইসাথে আর্থ গড হবার সম্মান। সেই শ্রাইনের হেরাল্ড তোমোয়ের সাথে নানামির সম্পর্কের ধীরে ধীরে উন্নতি, তাদের দৈনন্দিন জীবন ও অন্যান্য হেরাল্ড এবং ইয়োকাইদের সাথে তাদের ইন্টের্যাকশন নিয়ে এগিয়ে চলে অ্যানিমের কাহিনী, এবং অবশ্যই সাথে রোমান্সের খুনসুটি।
প্রথমেই যে কথাটা মাথায় এল শেষ করার পর, শৌজো অ্যানিমের ক্লিশে- কোন একটা ছুতা বাইর করাই লাগবে সবকয়টা বিশৌনেনের সাথে রোমান্টিক মোমেন্ট দেখানোর। -_- এই কন্ট্র্যাক্ট সিল করার ছুতায় যে কত কাহিনী করল :v :v যাহোক, সেটা বড় কোন সমস্যা না, কারণ ওভার অল অ্যানিমেটা অনেক ভাল লেগেছে আমার। আর্ট ডিসেন্ট, কমেডি অনেক ভাল, হেসেছি অনেক; সবচেয়ে বড় কথা একেবারেই ফোর্সড কমেডি লাগেনি।
এবার বলি যে জিনিসটা আমার সবচেয়ে ভাল লেগেছে - ওএসটি। আমি সাধারণত ওপেনিং এন্ডিং স্কিপ করে যাই, এই অ্যানিমেটার ক্ষেত্রে একটাও স্কিপ করতে পারিনি। গান দুটো যতবার শুনেছি, আমার নাচতে ইচ্ছা করেছে!! আর অ্যানিমের ভেতরের ব্যাকগ্রাউন্ড মিউজিকও সুন্দর; বিশেষ করে একেবারে শেষ এপিসোডের কাগুরা ডান্সটা অসম্ভব ভাল লেগেছে, রিপিট করে করে দেখেছি। কাহিনীটা কোথাও থমকে যায়নি, একটা নির্দিষ্ট পেসিং ধরে রেখেছে। আর তোমোয়ে যেভাবে নিজের জেদ বিসর্জন দিয়ে নানামিকে মন থেকে আসা কথাটা বলে দিল, এটা আমার সবচেয়ে ভাল লেগেছে।
সবমিলিয়ে বেশ ভাল একটা শৌজো অ্যানিমে ছিল এটি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। 
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৬
Yami No Tenshi বলেছেন: ধন্যবাদ আপনাকে।
একটা মজার কথা বলি, আপনি যে প্রসেসটা বললেন, সেটা আসলে আমার ফলো করা প্রসেসের ঠিক উলটো প্রসেসটা। আমি অ্যানিমে গ্রুপেই লিখি, সেখানেই আমার লেখাগুলোর আসল ফীডব্যাক পাই, কাউন্টও করি ওটাই। ব্লগে লেখা দেয়া শুরু করেছি অনেক পরে, আর উদ্দেশ্য ভিউ পাওয়া বা এই টাইপ কিছুই নয়, জাস্ট একটা জার্নালের মত করে ব্যবহার করি আমি ব্লগটা।
দ্বিতীয়ত, আমি শুধু তা নিয়েই লিখি যা আমার ভাল লাগে। মেইনস্ট্রিম অ্যানিমে গুলো আমার মোটেই ভাল লাগে না, কাজেই ওগুলো নিয়ে লেখার প্রশ্নও ওঠে না, লিখিও না। আপনি এনিমখোর গ্রুপে থেকে থাকলে আমাকে চেনার কথা। নেই বোধহয়।
কোন এক অদ্ভুত কারণে আমি রিপ্লাই দিতে পারছি না, তাই আলাদা কমেন্ট দিলাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
অজানা দার্শনিক বলেছেন: আপনার লেখা কয়েকটা পড়লাম ... ভালোই লাগলো ... চালিয়ে যান ...
দুটা উপদেশ ।
১। যেহেতু আমাদের দেশে খুব কম মানুষ অ্যানিমে দেখে বা অ্যানিমে কি তা জানে , তাই আপনাকে আপনার ব্লগের একটু মার্কেটিং করতে হবে । অ্যানিমে গ্রুপ গুলোতে গিয়ে আপনি নিজেই করতে পারেন ।
একথা বলছি কারন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ভিউ পাচ্ছেন না ।
২। মেইনস্ট্রিম অ্যানিমে যেগুলো আছে ( নারুটো , ওয়ান পিস , ব্লিচ , সোর্ড আর্ট অনলাইন ইত্যাদি ) সেসবের রিভিউ গুলো দিবেন । কারন সেগুলো বেশি রিডারকে আকর্ষণ করতে পারে । এমনি এমনি বলছি না , আমি যে মারণাস্ত্র সিরিজ শুরু করেছি , সেটার ভিউ কাউন্ট চেক করলেই বুঝবেন । একে-৪৭ এর ভিউ তিনটা আলাদা আলাদা অস্ত্রের চেয়েও বেশি । যদিও সবাই সেটা চিনে এবং জানে ।