![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Onek onek Khelte, ghumate, khete r majhe majhe porashuna korte valobasi.............
১
আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠা রোজ সকালে
সকাল নাকি দুপুর বোঝা যদিও বড় দায় আলোর দাবদাহে!
অলস সময়, ক্লান্ত মন, কোভিডের আলাপনে,
কেটে যায় সময়, ছুটে চলা মন জানে না কি চাহে!
২
আবোল তাবোল আর অদ্ভুতুড়ে সময়গুলো
ছাদের পানে তাকিয়ে তাকিয়ে ভেবে কাটানো সমস্ত অলসতা।
অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভাবনাগুলো লাগামছাড়া, তবুও
সময় কাটানোই যখন দায়, এগুলোই আজ বিলাসিতা।
৩
আবেগগুলো কি অদ্ভুত বলো!
ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু রয়ে যায় রেশ।
শরীরের মত আকার নাই তবু কেমন অবুঝ মন
ঠিকই আঘাতে রক্ত ঝড়ায় নীরবে, নিভৃতে হয়ে যায় নিঃশেষ।
০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৪
ইয়াসির আরাফাত শুভ্র বলেছেন: কোভিডকাল বলতে এ সময়টা বুঝিয়েছি, আল্লাহর রহমতে এখনো আক্রান্ত হই নি, ধন্যবাদ।
২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৪
ইয়াসির আরাফাত শুভ্র বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২১ রাত ১১:০৭
শেহজাদী১৯ বলেছেন: এটা কি কোভিডকালে লেখা?
কেমন আছেন এখন?