![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি সরকারী ব্যাংকে চাকরি করি। অবসরে ক্রিকেট খেলি, বই পড়ি। রাজনীতি পছন্দ করি না। ঘুরতে ফছন্দ করি কিন্তু ঘুরার সামর্থ্য নেই।
অনেক দিন ধরে গবেষনা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর একটা র্যাংকিং তৈরী করলাম। এখানে যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে সেগুলো হলো:
ক) বিশ্ববিদ্যালয়ের বয়স, পাঠ্য বিষয়সমূহের বৈচিত্র, বিভাগ/অনুষদ সংখ্যা, ল্যাবোরেটরি সুবিধা, ছাত্র-শিক্ষক অনুপাত, ভর্তি পরীক্ষায় কোটার উপস্থিতি/অনুপস্থিতি এবং গবেষনা।
খ) শেসনজট।
গ) ভর্তিচ্ছু ছাত্রদের পছন্দক্রম।
ঘ) গ্রাজুয়েটদের ভালো চাকরি প্রাপ্তির হার।
নীচে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দিলামঃ
১) ঢাকা বিশ্ববিদ্যালয়
২) রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪) বুয়েট (BUET)
৫) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮) চুয়েট (CUET)
৯) নর্থ সাউথ ইউনিভার্সিটি
১০) খুলনা বিশ্ববিদ্যালয়
১১) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (AIUB)
১২) কুয়েট (KUET)
১৩) ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি
১৪) রুয়েট (RUET)
১৫) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)
১৮) ডুয়েট (DUET)
১৯) ব্র্যাক বিশ্ববিদ্যালয়
২০) ইনডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)
আপনাদের মতামত পেলে ভবিষ্যতে তালিকাটি সমৃদ্ধ করতে পারব আশা করি।
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১০
ইয়াজিদ সিকান্দার বলেছেন: আপনার কথার সংগে অনেকাংশেই একমত। কিন্তু এনএসইউ-এর উপরেরগুলো অনেক পুরানো প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোর ছাত্ররা দেশে বিদেশে একটা অবস্থান তৈরী করে নিয়েছে। তাছাড়া প্রথম ৮টি প্রতিষ্ঠানই পাবলিক বিশ্ববিদ্যালয়। ওগুলোকে দেশের গরিষ্ঠ সংখ্যক মেধাবী ছাত্র প্রথম পছন্দতেই রাখে।
২| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৬
মাহমুদহাসান বলেছেন: বিরাট গবেষণা করেছেন। ধন্য হয়ে গেলাম।
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২০
ইয়াজিদ সিকান্দার বলেছেন: শুকরিয়া।
৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৮
কথা সত্য বলেছেন: ঘরে বসইসা র্যাকিং করলে এর থেকে ভালো আশা করা যায় না...নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ের নামই তো নাই...
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৯
ইয়াজিদ সিকান্দার বলেছেন: বাদ পড়েছে বলে মনে করছেন এমনগুলোর মধ্য থেকে মাত্র একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলুন যেটা উপরের যে কোনটা থেকে বেশি নামকরা?????????????
৪| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১১
সীমানা পেরিয়ে বলেছেন: বিশ্ববিদ্যালয়ের বয়স কি কামে লাগে !!!
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৭
ইয়াজিদ সিকান্দার বলেছেন: একটা বিশ্ববিদ্যালয়ের বয়স যদি ৫০ বছর হয়। তাহলে সেই প্রতিষ্ঠানের অনেক ছাত্রই কর্ম জীবন শেষে অবসরে চলে গিয়েছেন। দীর্ঘ কর্ম জীবনে তারা অনেকেই উচ্চ পদে আসীন হয়েছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সমাজ ও দেশের কল্যানে অবদান রাখার সুযোগ পেয়েছেন।
অন্য দিকে ১০ বছর বয়সী একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরানো ছাত্রও কর্ম জগতে অনেক জুনিয়র। সে নিজের প্রতিষ্ঠার জন্যেই যুদ্ধ করে যাচ্ছে। এখনো সমাজকে তেমন কিছু দেয়ার সুযোগ পায়নি।
৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১১
রিজু বলেছেন: এই আবালটা কোনহান থাইকা আইলো...............
৬| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৮
আশীষ কুমার বলেছেন: দিলেনতো একটা কাইজ্জা লাগাইয়া...থাইকেন কিন্তু...রেটিং খারাপ হয় নাই।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৬
ইয়াজিদ সিকান্দার বলেছেন: কাইজ্জার কি আছে? খোলামনে আলোচনা করলেই হলো।
৭| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৯
অদ্ভুত বলেছেন: ভুয়া
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৬
ইয়াজিদ সিকান্দার বলেছেন: হতে পারে।
৮| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২১
আমি মিথ্ বলেছেন: বুয়েট এত পরে কেন ?
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৫
ইয়াজিদ সিকান্দার বলেছেন: কারণঃ
১) বুয়েট বিশেষায়িত প্রতিষ্ঠান। জ্ঞানের একটি বিশেষ শাখায় তাদের বিচরণ। ঢাবি ও রাবি বিজ্ঞান, প্রযুক্তি ছাড়াও কলা, সামাজিক বিজ্ঞান, বানিজ্য ইত্যাদি জ্ঞানের অনেক বেশি শাখায় বিচরণ করে।
২) দেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতিতে ঢাবি, রাবি এর প্রভাব বেশি।
৩) বুয়েটের থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় মানব কল্যানে অনেক বেশি অবদান রেখে চলেছে।
৯| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২২
নাঈমূল হাসান বলেছেন: ইউনিভার্সিটি এর নাম আগে ঠিক মতো জানুন তারপর র্যাংকিং করতে আসুন, (IUT) মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি না, (IUT) মানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
ফালতু লোক কোথাকার!!!
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৯
ইয়াজিদ সিকান্দার বলেছেন: একটা টাইপিং মিসটেকের জন্য এত বেশি উত্তেজিত হওয়া শুভ লক্ষন না।
মাইন্ড খাইয়েন না। শ খানেক ভার্সিটির তালিকা করলে ইয়োলো ইউনিভার্সিটি, আপ-ডাউন ইউনিভার্সিটি'র নাম আসলেও আসতে পারে।
১০| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৪
রোবট ভিশন বলেছেন: যদিও আমি রাবি এর প্রাক্তন ছাত্র, কিন্তু কিছু মনে কইরেন না, এইটা কোন রেটিং হয় নাই... ফালতু হয়েছে... ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৮
ইয়াজিদ সিকান্দার বলেছেন: ফালতু কেন সেটা বললে ভালো হতো।
১১| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৪
নিরবতা বলেছেন: ঘরে বসইসা র্যাকিং করলে এর থেকে ভালো আশা করা যায় না...নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ের নামই তো নাই...
১২| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৬
আব্দুল্লাহ ইবনে শহীদ বলেছেন: কথা সত্য বলেছেন: ঘরে বসইসা র্যাকিং করলে এর থেকে ভালো আশা করা যায় না...নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ের নামই তো নাই..
পুরাই এক মত। সবাই সব বিষয়ে ভালো না; তাই গড়পড়তা র্যাংকিং এর কোন মানে হয়না। চেষ্টা করা ভালো।
১৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৭
রোবট ভিশন বলেছেন: এমন সব কিছু প্রাইভেট ইউনিভার্সিটির নাম দিয়েছেন, যেখানে মাস্টার্স হয় না, পিএইচডি তো দূরের কথা... তাদের কেও র্যাঙ্কিং এ ফেলে দিয়েছেন...
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৩
ইয়াজিদ সিকান্দার বলেছেন: Masters বা উচ্চতর শিক্ষা একটা ফ্যাক্টর। কিন্তু পাবলিক ভার্সিটি থেকে মাস্টার্স করেও অনেকেই জব মার্কেটে নিজের জায়গা করে নিতে পারছে না। আবার কোন কোন প্রাইভেট ভার্সিটির ছাত্ররা মাস্টার্স না করেও জব মার্কেটে মোটামুটি একটা জায়গা করে নিচ্ছে। এটা তাদের পজিটিভ সাইড।
১৪| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৮
মোটামানুষ বলেছেন: জ্বিনের অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিক ব্যাখ্যা ------- এই লিখাটাও আপনার, আচ্ছা, এই রেংকিং কি আপনি জ্বীন দ্বারা আদিষ্ট হয়ে করেছেন?
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫২
ইয়াজিদ সিকান্দার বলেছেন: জ্বিন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত একটি সত্ত্বা। এটা নিয়ে এখানে বিতর্ক করতে চাই না।
১৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩১
কানন শাহ বলেছেন: মাইনাস খুইজা পাইতাছিনা
রিজু বলেছেন: এই আবালটা কোনহান থাইকা আইলো...............
১৬| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৩
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ওরে, নতুন জাকারিয়া ভাই আইছে রে!!!! তোমরা সকলে র্যাংকিং নিয়া চিন্তা কর এবং ঘরে বসিয়া র্যাংকিং বানাও!!!!!!!!
ভাইজান , আপনে যে আবাল তা ব্লগে এরকম পোষ্ট দিয়া প্রমান করার কি দরকার!
১৭| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৩
মেহদী১০ বলেছেন: বাড়িতে বসে তালিকা এটা কোন কথা হল ...........
১৮| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪০
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ওরে, নতুন জাকারিয়া ভাই আইছে রে!!!! তোমরা সকলে র্যাংকিং নিয়া চিন্তা কর এবং ঘরে বসিয়া র্যাংকিং বানাও!!!!!!!!
ভাইজান , আপনে যে আবাল তা ব্লগে এরকম পোষ্ট দিয়া প্রমান করার কি দরকার!
১৯| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৪
রুদ্রপ্রতাপ বলেছেন: ভালৈ! আপনেরে গ্রীন ইউনিভার্সিটিতে ভর্তি করতে মন চায়।
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৮
ইয়াজিদ সিকান্দার বলেছেন: ঘটে কি কোন যুক্তি বুদ্ধি নাই?
২০| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫২
নিস্তব্ধ বিস্ময় বলেছেন: ভাইজান , আপনে যে আবাল তা ব্লগে এরকম পোষ্ট দিয়া প্রমান করার কি দরকার!
২১| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪
রোবট ভিশন বলেছেন: লেখক বলেছেন: Masters বা উচ্চতর শিক্ষা একটা ফ্যাক্টর। কিন্তু পাবলিক ভার্সিটি থেকে মাস্টার্স করেও অনেকেই জব মার্কেটে নিজের জায়গা করে নিতে পারছে না। আবার কোন কোন প্রাইভেট ভার্সিটির ছাত্ররা মাস্টার্স না করেও জব মার্কেটে মোটামুটি একটা জায়গা করে নিচ্ছে। এটা তাদের পজিটিভ সাইড।
আপনার উত্তরের ধরন আর জ্ঞানের মহীমা দেখিয়া জাতি আজ মুগ্ধ। তাই আপনাকে মুকাদ্ধস কি সিকান্দার পুরস্কারে ভূষিত কর হইল...
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৬
ইয়াজিদ সিকান্দার বলেছেন: আজকাল দেখি রোবোটেও মানুষের বুদ্ধি নিয়া কথা বলে!
কি কলিকাল আইলো!
২২| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৭
ইমন কুমার দে বলেছেন: জিন সর্দারের সাথে একসাথে বসে তালিকাটি করলেন মনে হচ্ছে। বালা বালা। এতোদিন কোথায় ছিলেন? মিসেস জিনের সাথে হানিমুনে নিশ্চয়?
২৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৮
সবখানে সবাই আছে বলেছেন: উনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং করেছেন। কোন ফ্যাকাল্টির র্যাঙ্কিং করেন নাই।
আর ইউনি র্যাঙ্কিং এ পেপার আর জার্নাল সাইটেশন এবং আল্যাম্নাই একটা গুরত্বপূর্ন অংশ। সে হিশাবে খুবই ভাল হয়েছে।
২৪| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৮
একরামুল হক শামীম বলেছেন: একজন র্যাংকিং দিতেই পারেন। উনি কিসের ভিত্তিতে র্যাংকিং করেছেন তা শুরুতেই ব্যাখ্যা করেছেন। এই র্যাংকিং নিয়ে দ্বিমত, তৃমত, এমনকি নানামতও আসতে পারে। তাই বলে এইখানে গালাগালি করার কি আছে বোধগম্য নয়।
কারও এই তালিকা পছন্দ না হলে নতুন একটা তালিকা দেন। আমরা দেখি। ব্লগ মানেই তো এইরকম। এখানে সবাই বলতে পারেন নিজের মতো করে।
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১২
ইয়াজিদ সিকান্দার বলেছেন: ব্লগে এই একজনকে পেলাম সত্যিকারের মুক্তমনা। অনেক ধন্যবাদ ভাই।
আমার কথা হলো আপনি আমাক সমর্থন করেন না না করেন কোন অসুবিধা নাই। তর্ক করতে চাইলে যুক্তি নিয়ে আসুন। কিন্তু অযথা গালাগালি কেন?
আবারও অনেক ধন্যবাদ।
২৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৮
মনে নাই বলেছেন: আপনার এই রেটিং ইন্টারন্যাশনাল কোন জার্নালে প্রকাশ করেছেন- নামটা জানালে রেফারেন্স হিসেবে আমার মতো সবাই ইউজ করতে পারতো। কাইন্ডলি জার্নালের নামটা জানাবেন।
আপনার এই রেটিংয়ের জন্য আপনি চিরদিন বাংগালীসহ বিভিন্ন ভাষাবাসীর অন্তরে চিরস্মরনীয় হয়ে থাকবেন।
২৬| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৯
আমি শুভ্র বলেছেন: অনেকদিন আগে একটা র্যাংকিং হয়েছিলো(ভার্সিটি এডমিশন ডটকম করেছিলো) । আপনি যে ফ্যাক্টগুলা বিবেচনা করছেন তারাও তা করছিলো,তাদের আরো অনেক বেশী ফ্যাক্ট ছিলো। সেই র্যাঙ্কিং এর প্রথম পাচটা হলো
১।ঢাবি
২।বুয়েট
৩।বাকৃবি
৪।কুয়েট
৫। রাবি
আচ্ছা BSSMU তিন নাম্বারে কিভাবে হয়,আমার জানামতে ঐখানে শুধু পোস্ট গ্রাজুয়েট করা যায়,আর তাও আবার মেডিকেল রিলেটেড সাবজেক্টের উপর। আপনি জিন পরীদের নিয়ে গবেষনা ছেড়ে হটাৎ ভার্সিটির র্যাঙ্কিং করতে গেলেন কেনো? আপনার ঐ গবেষনাটাই ভালো
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৪
ইয়াজিদ সিকান্দার বলেছেন: আপনার উল্লেখিত ভার্সিটি এডমিশন ডটকমের র্যাংকিং নিয়েই কথা বলি। তাদের টপ ফাইভের তিনটিই বিশেষায়িত প্রতিষ্ঠান।
বুয়েট, বাকৃবি আর কুয়েটের থেকে মেডিক্যাল ভার্সিটির পার্থক্য হলো মেডিকেল ভার্সিটি কেবল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেয়।
এই জায়গাটিতে তারা পিছিয়ে আছে। কিন্তু বুয়েট/কুয়েটে একজন লোক আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েই শিক্ষক হিসেবে চাকরি পায়। যেখানে মেডিকেল ভার্সিটিতে সেই সুযোগ নেই।
তাছাড়া বুয়েট বা অন্য ভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি আর ১০/১২ বছরের অভিজ্ঞতা থাকলেই একজন প্রফেসর হতে পারে। কিন্তু মেডিকেলে লাগে ডিগ্রি+ প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা। ফলে অনেকেই ২০ বছরেও প্রফেসর হতে পারে না।
তাছাড়া এই ভার্সিটির ছাত্ররা দেশের জন্যে অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুলনায় ব্যাপক ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
২৭| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১৪
আমি শুভ্র বলেছেন: শোনের ভাই, আপনার র্যাঙ্কিং পুরাই ফালতু। যেহেতু আপনি জিন পরীদের নিয়ে গবেষনা করেন ,তাই আপনার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়না।
ভালো কথা এই র্যাঙ্কিং কি আপনাকে কোন জিন বা পরী বলে গেছে?
২৮| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২২
নীল_পদ্ম বলেছেন: ১৭) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)
জনাব, আমি ঢাবি'তে পড়েছি। IUT'র স্থান দেখে অবাক হলাম। IUT'তে একটু ভর্তি হতে যাবেন দিলে যদি সাহস থাকে। আর বিশ্ববিদ্যালয়ের বয়স কি কোন মানদন্ড হতে পারে!!! র্যাঙ্কিং কোত্থেকে শিখেছেন, শুনি!!!
২৯| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩০
আমি শুভ্র বলেছেন: কিন্তু বুয়েট/কুয়েটে একজন লোক আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েই শিক্ষক হিসেবে চাকরি পায়
ঢাবিতে পায়না?
৩০| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮
গরম কফি বলেছেন: নিস্তব্ধ বিস্ময় বলেছেন: ভাইজান , আপনে যে আবাল তা ব্লগে এরকম পোষ্ট দিয়া প্রমান করার কি দরকার!
can we know about your graduate history?
৩১| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৯
রোবট ভিশন বলেছেন: একজন ব্যাংকার হয়ে সর্ব বিষয়ে জ্ঞানী হইলেত সমস্যা... আপনার চিন্তা ভাবনা এক জাইগাতেই ঘুর ঘুর করতেছে এবং আপনি নিজেই প্রচুর স্ববিরোধী কথা বলছেন। আসলে আপনি নিজেই কনফিউজড...
এইসব বাদ দিয়ে ব্যাংকের টাকা পয়সা হিসাব করেন... আচ্ছা আজকে কলামানি রেট কত???
৩২| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪২
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে বিএসসি ডিগ্রি নিয়েই শিক্ষক হওয়া যায়, অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে মাস্টার্স ডিগ্রি'র প্রয়োজন হয়। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে বিএসসি ডিগ্রি নিয়েই শিক্ষক নিয়োগের যৌক্তিকতা আছে, অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে।
৩৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার মতামতে এই Ranking। খারাপ হয়েছে বলবোনা, বরং ভালোই। তবে এভাবে জেনেরালাইজ করা যায়না। একেক ইউনিভার্সিটি একেক বিষয়ে ভালো। আপনি বরং ইন্জিনিয়ারিং, মেডিক্যাল, বিজনেস, ফাইন আর্টস এভাবে করতে পারেন। নাহলে বুয়েট কেন পরে এবং BSMMU কেন এত আগে এইসব বিতর্ক আসবেই। আমার জানামতে বাংলাদেশে রিসার্চ টাইপ কাজকর্ম সবচেয়ে ভালো হয় বাকৃবি এবং BSMMU তে। এটা কিন্তু Ranking এ অনেক গুরুত্বপূর্ণ।
আর আমার মতামত হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয়ে ৫টার বেশী ডিপার্টমেন্ট নেই, তাদের জেনেরাল র্যাংকিং এ আনা উচিত হবেনা।
@ নীল_পদ্ম: এটা ঠিক, আই ইউ টি খুবি ভালো পড়াশুনার জন্য, ভর্তিও হওয়াও অনেক কঠিন। কিন্তু যেভাবে সারা দুনিয়াই Ranking হয়, আপনি ইউনিভার্সিটির সব মানদন্ড চিন্তা করলে মাত্র ৩টা সাবজেক্ট পড়ানো হয় এবং শুধুই ইন্জিনিয়ারিং পড়ানো হয় এরকম কোন ইউনিভার্সিটি জেনেরাল Ranking এ বিবেচনা করা হতনা।
৩৪| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: 32 নং কমেন্টটা আমি শুভ্র'র ২৯ এর জবাবে দেওয়া।
৩৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৫
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার মতামতে এই Ranking। খারাপ হয়েছে বলবোনা, বরং ভালোই। তবে এভাবে জেনেরালাইজ করা যায়না। একেক ইউনিভার্সিটি একেক বিষয়ে ভালো। আপনি বরং ইন্জিনিয়ারিং, মেডিক্যাল, বিজনেস, ফাইন আর্টস এভাবে করতে পারেন। নাহলে বুয়েট কেন পরে এবং BSMMU কেন এত আগে এইসব বিতর্ক আসবেই। আমার জানামতে বাংলাদেশে রিসার্চ টাইপ কাজকর্ম সবচেয়ে ভালো হয় বাকৃবি এবং BSMMU তে। এটা কিন্তু Ranking এ অনেক গুরুত্বপূর্ণ।
আর আমার মতামত হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয়ে ৫টার বেশী ডিপার্টমেন্ট নেই, তাদের জেনেরাল র্যাংকিং এ আনা উচিত হবেনা।
@ নীল_পদ্ম: এটা ঠিক, আই ইউ টি খুবি ভালো পড়াশুনার জন্য, ভর্তিও হওয়াও অনেক কঠিন। কিন্তু যেভাবে সারা দুনিয়াই Ranking হয়, আপনি ইউনিভার্সিটির সব মানদন্ড চিন্তা করলে মাত্র ৩টা সাবজেক্ট পড়ানো হয় এবং শুধুই ইন্জিনিয়ারিং পড়ানো হয় এরকম কোন ইউনিভার্সিটি জেনেরাল Ranking এ বিবেচনা করা হতনা।
৩৬| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫১
অন্ধ দাঁড়কাক বলেছেন: আরেকটা ব্যাপার, রাবি ২ নাম্বারে কেন? শাহজালাল বা এত পরে কেন? আর ডুয়েট এর ব্যাপারটা...........আমি শুনেছিলাম এটা শুধু ডিপ্লোমাদের জন্য। ভুল জেনে থাকলে দু:খিত।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০৪
ইয়াজিদ সিকান্দার বলেছেন: প্রায় ৬ দশক ধরে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে অবদান রেখে চলেছে রাবি। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র/ছাত্রীর সংখ্যা লক্ষাধিক; যাদের অনেকেই মন্ত্রী,বিচারপতি, সংসদ সংদস্য, মেয়র, উপদেষ্টা পদসহ প্রশাসনের উচ্চ পদসমূহে আসীন হয়েছেন।
ঢাবি'র পরে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ, ছাত্র, শিক্ষক, কর্মচারী সংখ্যায়ও এটি সর্বোচ্চ। প্রতি বছর ছাত্র ভর্তির সংখ্যায়ও দ্বিতীয় সর্বোচ্চ। ভৌত অবকাঠামো বিবেচনায় এটি অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান।
ফলে রাবি স্বভাবতই এগিয়ে থাকবে।
ডুয়েট অবশ্যই ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান। তবে যে বিবেচনায় অন্য প্রকৌশল বিদ্যালয়গুলো এই তালিকায় এসেছে সেই একই বিবেচনায় ডুয়েটও অনায়াসে যে কোন তালিকায় স্থান পেতে পারে।
৩৭| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৪
েতজপাতা বলেছেন: "বুয়েট বিশেষায়িত প্রতিষ্ঠান। জ্ঞানের একটি বিশেষ শাখায় তাদের বিচরণ। ঢাবি ও রাবি বিজ্ঞান, প্রযুক্তি ছাড়াও কলা, সামাজিক বিজ্ঞান, বানিজ্য ইত্যাদি জ্ঞানের অনেক বেশি শাখায় বিচরণ করে।"
তাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মে.বি কি?? এইডা যতদুর জানি পোষ্ট গ্র্যাজুয়েশন করায় শুধু... এইডার নিচে বুয়েট কেমনে আসে?? এইডাতো এহানে আসারই কথা না।
"ভর্তি পরীক্ষায় কোটার উপস্থিতি/অনুপস্থিতি" র্যাংকিং এর সাথে কেমনে রিলেটেড???
প্রতিটা ইউনির ল্যবারেটরী সুবিধা, ছাত্র-শিক্ষক অনুপাত, এবং গবেষনা ইত্যাদির ব্যাপারে আপনে কী কী জানেন???
বুয়েটের ল্যাব আর রাজশাহী ইউনির ল্যাব এর মধ্যে কি কি তফাত বলেন।।
যদি সব ডিটেইলে জেনে লেখেন তাইলে তার লিঙ্ক অথবা সোর্স দেন।
আর যদি না জানেন তাইলে এই র্যাংকিং টারে সময় থাকতে নিজেই বলদ মার্কা র্যাংকিং বইলা ঘোষনা দিয়া মান-ইজ্জত লইয়া ফুটেন।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১৪
ইয়াজিদ সিকান্দার বলেছেন: বুয়েট দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তবে একমাত্র এবং তুলনাহীন নয়। দেশে প্রকৌশল শিক্ষার জন্যে বুয়েট ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানে মান সম্পন্ন শিক্ষার ব্যবস্থা আছে।
কিন্তু BSMMU দেশের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের কাছে তীর্থ। এখানে যারা ছাত্র হিসেবে ভর্তি হয় তারা অন্য কোন ভার্সিটির ছাত্রদের চেয়ে মেধায় পিছিয়ে নেই। তারা শুধু শিক্ষা প্রদানই করছে না, চিকিৎসা সেবার মাধ্যমে মানব কল্যানে গভীর ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই BSMMU এগিয়ে আছে বুয়েট থেকে। তাছাড়া গবেষনায়ও BSMMU এগিয়ে।
৩৮| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৩
শোভন এক্স বলেছেন: র্যাংকিং কিভাবে করলেন? কিসের ভিত্তিতে?
৩৯| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮
সাকিন উল আলম ইভান বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
৪০| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪০
সুদীপ্ত কর বলেছেন: এই রাংকিং এর আম্মুকে আব্বু.........
৪১| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৯
আনোয়ার খোকন বলেছেন: রাবি ২ নাম্বারে কেন? শাহজালাল বা এত পরে কেন
শাহজালাল সমন্ধে কতটুকু খোজ নিয়েছেন ?
যত্তসব ফালতু কাজ।
এমন কাজ করার দুসাহস আপনাকে কে দিল ?
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২০
ইয়াজিদ সিকান্দার বলেছেন: আপনি সম্ভবত শাহজালাল ছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুই জানেন না। আপনার মধ্যে হয়তো ধারনা হয়েছে যা কিছু শাবিপ্রবি-তে আছে তা রাবি-তে নেই!!! আজব ধারনা!
রাবি শাবিপ্রবি থেকে ৪০ বছরের মুরুব্বী। রাবি'কে টপকাতে শাবিপ্রবি'র আরো ৪০ বছর লাগতে পারে।
৪২| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:২১
দুখ বিলাসি বলেছেন: র্যাংকিংটা ভালো লেগেছে। অবশ্য আমি করলে একটু এদিক ওদিক হত। সবার র্যাংকিং এক হবে না-এটাই স্বাভাবিক। সব মিলিয়ে খারাপ হয়নি। যারা ওনার র্যাংকিং নিয়ে সন্তুষ্ট নন, তারা নিজেদের তৈরি র্যাংকিং দিলে খুশি হব। আর একটা কথা-দেশে র্যাংকিং করে কী হবে? বিদেশে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর গ্রহনযোগ্যতা খুবই কম।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১
ইয়াজিদ সিকান্দার বলেছেন: সহমত।
৪৩| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩০
আব্দুল্লাহ ইবনে শহীদ বলেছেন: নিঃসন্দেহে আপনার প্রচেষ্টা ভালো। আপনার ক্রাইটেরিয়া গুলো প্রাসংগিক। সবাই সব বিষয়ে ভালো না; তাই গড়পড়তা র্যাংকিং এর কোন মানে হয়না। তবে যদি সময় পান নীচের বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন কি?
"ভর্তিচ্ছু ছাত্রদের পছন্দক্রম।" --এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কীভাবে সারভে করা হয়েছে। যদি করে থাকেন তাহলে কিভাবে জানেন ওরা পপুলেশন এর প্রতিনিধিত্ব করছে।
"গ্রাজুয়েটদের ভালো চাকরি প্রাপ্তির হার।" এই তথ্য আপনি কোথায় পেলেন। পরিসংখ্যান যদি শেয়ার করেন তাহলে অনেক বিতর্কের অবসান ঘটবে।
"গবেষনা" কে বিবেচনার করায় আপনাকে সাধুবাদ জানাই। কিন্ত গবেষনার প্রোডাক্টিভিটি কীভাবে নিরুপন করেছেন।
উপসংহারে বলবো আপনি বিস্তারিত তথ্য এবং তার সোর্স প্রকাশ করলে অনেকেই এটা থেকে উপকৃ্ত হতে পারেন।আশা করছি বিশ্ববিদ্যালয়সমূহের র্যাংকিং এর মত স্পর্শকাতর বিষয়ে আপনার স্বনির্ধারিত ক্রাইটেরিয়ার যথার্থ নির্ভরযোগ্য তথ্যপ্রমান আপনার কাছে আছে।
কারো কথায় মাইন্ড কইরেন না। সবাই কোন না কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। এজন্যই ঘরের ডাইরিতে না লিখে ব্লগে লিখা মজার বেশি। মারজিত ভাষা কামনা করছি।
ভালো থাকুন। শুভকামনা ও শুভ নব্বর্ষ রইল সবাইকে।
৪৪| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৫
অ্যামাটার বলেছেন: ওহ, শুরুতে খেয়াল করিনি, আপনি যে জ্বিন গবেষক সিকান্দার ভাই! এই সার্ভেটা কি আপনার অনুগত কোনও জ্বীন করে দিয়েছে?
৪৫| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৭
হাসান ইকবাল বলেছেন:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার বোধ হয় কোন ধারনাই নাই।
এই বিশ্ববিদ্যালয়ের গবেষনা, প্রণীত সিলেবাস, পড়াশোনর মানসহ এখন অনেক দুর এগিয়ে গেছে। প্রতিটি সেমিস্টার নিদৃষ্ট সময়ে শেষ হয়। সেখান থেকে পাশ করে বের হওয়া গ্র্যাজুয়েটরা পিছিয়ে নেই দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে।
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে মোট ছয়টি অনুষদ বা স্কুলের অধীনে সর্বমোট পঁচিশটি বিভাগ রয়েছে। প্রত্যেক বছরে মোট ১৩৯০জনের মতো শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। বিভাগগুলোর মধ্যে স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এর অধীনে বিভাগ হচ্ছে ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস। স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি এর অধীনে বিভাগগুলো হচ্ছে, আর্কিটেচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সেস,সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং,কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং ,ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি , ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং , প্রেট্রোলিয়াম এন্ড জিওরির্সোস ইঞ্জিনিয়ারিং । স্কুল অব লাইভ সায়েন্সেস এর অধীনে বিভাগ হচ্ছে জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি, স্কুল অব মেনেজম্যান্ড এন্ড বিজনেস এডমিনিস্টিশন এর অধীনে বিভাগ হচ্ছে ব্যবসা প্রশাসন।
স্কুল অব পিজিক্যাল সায়েন্সেস এর অধীনে বিভাগগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান , রসায়ন, গণিত, পরিসংখ্যান। স্কুল অব সোশাল সায়েন্সেস এর অধীনে বিভাগগুলো হচ্ছে সমাজকর্ম, নৃ-বিজ্ঞান, সমাজ বিজ্ঞান,বাংলা , ইংরেজী, অর্থনীতি, রাজনীতি বিদ্যা ও লোক প্রশাসন বিভাগ। তাছাড়া এ বছর থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা , মলিকুলার বায়োলজি এবং ইলেক্ট্রিক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে।
দেশের প্রথম আন্তর্জাতিক মান সম্পন্ন সিলেবাসে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে।এবং পরবর্তীতে শাবি থেকে দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ প্রক্রিয়ায় পাঠদান শুরু হয়। শাবিতে প্রায় সকল বিভাগের পাঠদানের মাধ্যম হচ্ছে ইংরেজী। বছরে দুই সেমিস্টারে তথা জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর এই সেশনে শিক্ষাবর্ষ শেষ হয় । আন্তর্জাতিক মান বজায় রেখে ফলাফল হয় গ্রেডিং পদ্ধতিতে, সিজিপিএ ৪.০০ কে এ+ ধরে নিচের দিকে প্রতি ৫ নম্বরে গ্রেডিং বিন্যাস করা হয়েছে। শাবিতে স্নাতক শ্রেণীতে মোট ১৪০ ক্রেডিট এবং স্নাতকোত্তর শ্রেণীতে ৪০ ক্রেডিং সম্পন্ন করলেই সার্টিফিকেট মিলে। সিলেবাসের সর্বক্ষেত্রে বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় গুলোকে অনুসরণ করা হয়।
দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে মোবাইলের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া পদ্ধতি চালু করে শাহজালাল বিশ্ববিদ্যালয়। যার ফলশ্রুতিতে এখন থেকে শাবির অনুকরণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও মোবাইল ফোনে ভর্তি প্রক্রিয়া পদ্ধতি চালু করে। একাডেমিক কাউন্সিলের নীতিমালা অনুযায়ী সেমিস্টার সম্পন্ন করার জন্য ১৩ সপ্তাহের ক্লাস করার বিধান রয়েছে। সে নিয়মানুযায়ী সারা বছর শিক্ষার্থীদের পড়াশুনার ব্যস্ততায় সময় পার হয়। প্রত্যেক বিভাগে ক্লাসে উপস্থিতির জন্য ১০ এবং প্রত্যেক কোর্সের জন্য দুইটি টার্মটেস্টে ১০ করে মোট ৩০ নম্বর নির্ধারণ করা হয় ফাইনাল পরীক্ষার আগে। এজন্য নিয়মিত ক্লাস করা ও পাঠদানের ব্যাপারে কোনরুপ অবহেলার সুযোগ থাকেনা কোন শিক্ষার্থীদের জন্য।
দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে একমাত্র শাবিতে আবাসিক হল থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাসে তারবিহীন ওয়াইফাই নেট্ওয়াকের্র আওতাভুক্ত। সেই হিসেবে এখানে সব শিক্ষার্থীরা ইন্টারনেটসহ ও বিভিন্ন ল্যাব সুবিধা ভোগ করেন। তাই তারা দেশ বিদেশের প্রয়োজনীয় বিভিন্ন জার্নাল ও বই ডাউনলোড করতে পারেন। এতে করে এখানকার শিক্ষার্থীরা আধুনিক ও যুগ উপযোগী শিক্ষা গ্রহনে সমর্থ হয়।
শাবিতে একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি পড়াশুনার সুবিধাও আছে। এখানে কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে সিসিএনএ ও পিজিডি কোর্স এবং ইংরেজী বিভাগের অধীনে ইএলপিসি কোর্স পরিচালিত হয়। উক্ত কোর্স গুলোতে বাহিরের ছাত্র ছাত্রীরাও অংশগ্রহন করতে পারে। তাছাড়া আগামী সেশন থেকে সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক পাশকৃতরা দুই বছর মেয়াদী আন্তর্জাতিক মানের ডিজাস্টার এন্ড এনভায়রনমেন্টাল এর উপর হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কোর্স করে ডিগ্রী অর্জন করতে পারবে। শাবিতে উচ্চ শিক্ষার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রীরর জন্য স্কলারশীপ নিয়ে অস্ট্রেলিয়া , লন্ডন , আমেরিকা , জাপান , কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশুনা করতে পারেন। শাবির শিক্ষা কার্যক্রম ইংরেজী মাধ্যম হওয়ায় এখান থেকে পাশকৃতরা সহজে চাকরিতে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।
৪৬| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৯
সাজ্জাদ হোসেন শান্ত বলেছেন: মনের মাধুরি মিশিয়ে রেংকিং
৪৭| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:০১
সাজ্জাদ হোসেন শান্ত বলেছেন: প্রাইভেট ইউনির রেংকিং এ প্রথম "আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" হবে। যারা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তে চান্স না পায় তারাই এন.এস.ইউ., এ.আই.ইউ.বি, ইস্ট ওয়েস্ট তে ভর্তি হয়। আমাদের ১ম সেমিষ্টার (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এ আমাদের ক্লাশ এর ২ টা ছেলে ফেল করেছিল পরে তারা এ.আই.ইউ.বি তে ভর্তি হয়েছিল এবং তারা এ.আই.ইউ.বি তে গি্যে সি.জি.পি.এ. ৩.৯ পেয়েছিল
। শুধু বি.বি.এ তে এন.এস.ইউ. ভালো।
৪৮| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৬
অশুভ বলেছেন: মুড়ি খাও। জ্বীনের আছড় পড়ছে? আবাল কোথাকার।
৪৯| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৭
অশুভ বলেছেন: মুড়ি খাও। জ্বীনের আছড় পড়ছে? আবাল কোথাকার।
৫০| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২১
কিশু বলেছেন: আপনাকে সাধুবাদ এমন একটি পোস্ট দেওয়ার জন্য।আমি বুঝলাম না কারো যদি দ্বিমত থাকে তো উপযুক্ত যুক্তি সহকারে তা দেখালেই পারে।তানা করে শুধু ক্যাচাল পারে।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
ইয়াজিদ সিকান্দার বলেছেন: সহমত। শুকরিয়া।
৫১| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৮
মধ্যরাতের অশ্বারোহী বলেছেন: মনে নাই বলেছেন: আপনার এই রেটিং ইন্টারন্যাশনাল কোন জার্নালে প্রকাশ করেছে। "মনে নাই" এর ধারণা র্যাংকিং জার্নালে পাবলিশড হয়। আবাল আর কারে কয়?
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২২
ইয়াজিদ সিকান্দার বলেছেন:
৫২| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৪
কাজিম কামাল বলেছেন:
৫৩| ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৯
শামিউল হক রনি বলেছেন: DU এর চেয়ে জব মার্কেটে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন এগিয়ে আছে।
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪০
ইয়াজিদ সিকান্দার বলেছেন: সহমত।
৫৪| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:৫৩
সুদীপ্ত কর বলেছেন: শাবিপ্রবির ছাত্র আমি। ২০০৮ ব্যাচ (সি.এস.ই.)। ক্লাস শুরু হয়েছিল ২৭ জানুয়ারী ২০০৯এ। আমার ৩/১ এর ফাইনাল আরম্ভ হবে ৩ জুন ২০১১তে। বাকী সব ডিপার্টমেন্ট এর একই অবস্থা। আমি যতদুর জানি এ দেশের কোন বিশ্ববিদ্যালেয়ই ২/২ এর ফাইনাল পুর্নাঙ্গভাবে শেষ হয় নি। আর ক্যাম্পাসের অবস্থা জানার জন্য হাসান ইকবাল এর পোষ্ট টা পড়েন। তারপর শাবিপ্রবির রাংক করতে আসেন। আর জব মার্কেট এর কথা একটু বলি। আমাদের ডিপার্টমেন্ট থেকে এ বছর যে ব্যাচ বের হল তাদের অধিকাংশই জব শুরু করেছে থিসিস প্রেজেন্টেশনের জাষ্ট পরের দিন। আপনি কিভাবে বলেন যে আমাদের আরো ৪০ বছর লাগবে? বিশ্বাস না হলে ক্যাম্পাসে এসে ঘুরে যান। আর সৎসাহস থাকলে যুক্তি সহ একটা উত্তর দেন যে কেন ৪০ বছর লাগবে?
৫৫| ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ভাই আর র্যাংকিং দিয়েন না, যে জিনিস নিয়ে জ্ঞান নেই তা না দেওয়াই ভাল
৫৬| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২৮
নুভান বলেছেন: সবাই এই র্যাঙ্কিং লইয়্যা কাইজ্জা করতাছে কেন বুঝলাম না। জ্বীনের বাদশাহ কর্তৃক প্রদত্ত র্যাঙ্কিং-কে বরখেলাফ করে কোন সে নালায়েক কমবখত?
৫৭| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
চানাচুর বলেছেন: Hm
৫৮| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০২
স্পেলবাইন্ডার বলেছেন:
আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটা বুঝতে পারছি। নিজের নামের বানান শুদ্ধভাবে লিখতে পারেন তো?
৫৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
সরল জীবন বলেছেন: NSU এর অবস্তান ৯ এ দেখে ব্যাথিত হলাম, অন্তত কয়েকটা ব্যাপার অনুধাবন করলে আরেকটু মনে হয় উপরে তুলতে পারতেন, সেগুলো হচ্ছেঃ
১. বিভাগ/অনুষদ সংখ্যা
২. ল্যাবোরেটরি সুবিধা
৩. ছাত্র-শিক্ষক অনুপাত
৪. শেসনজট
৫. ভর্তিচ্ছু ছাত্রদের পছন্দক্রম
৬. গ্রাজুয়েটদের ভালো চাকরি প্রাপ্তির হার