![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পরে শরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঈদের দিন (১৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার ভোটমারী – হাজরানী স্কুলের পাশে আকিজ বিড়ি কোম্পানি নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুষড়ত গ্রামের শাইদুল ইসলামের ছেলে এবং ভোটমারী রেল স্টেশনের তার একটি গলামালের দোকান রয়েছে।
সরেজমিনে গিয়ে অত্রাঞ্চলের বিভিন্ন জন এবং নিহতের চাচাত বোন ময়নার ও আমেনার সাথে কথা বলে জানা যায়! ঈদের দিন রাত ১১ টার দিকে শরিফুল ইসলাম বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইলে ভিডিও গান শুনছিল। ঈদের আগের দিনে অধিক রাত পর্যন্ত দোকান করার কারনে, হয়ত পরের রাতে মোবাইলে ভিডিও গান শুনা অবস্থায় কোন একসময় সে রেল লাইনে মাথা রেখে সে ঘুমিয়ে পরে। এমন সময় ঐ রেললাইন দিয়ে ট্রেনে চলে গেলে ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।
রাত ১১ টার পরে ঐ রেললাইন দিয়ে তার বাবা বাড়ি আসার সময় রেললাইনে পাশে শরিফুলের মাথা কাটা ছিন্ন বিছিন্ন লাশ দেখতে পান।
শরিফুলের অসাবধানতা বসত ট্রেনে কাটা পরে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মদাতী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এবং কালিগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
©somewhere in net ltd.