নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা না বললেই নয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

গত কয়েকদিন হতে আমি ফেসবুকে একটা বিষয় খুবই ভালো করে লক্ষ্য করলাম! কোরবানির ঈদ মানুষের মাঝে কতই না খুশি আর আনন্দের ছিলো।
ঈদের আগে দেখলাম অনেকেই কোরবানির গরু, খাশি, নতুন জামা - কাপড়, ফ্রিজ, টিভি, গাড়ি ইত্যাদি ক্রয় করে তার ছবি ফেসবুকে পোস্ট করে।
আবার ঈদের পরে দেখছি গরু ছাগল কোরবানির ছবি, মাংস কাটার ছবি, কোরমা - পোলাও খাবার ছবি, নতুন জামা-কাপড় পরে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন যায়গায় ভ্রমণেত ছবিও ফেসবুকে পোস্ট করেছে।

কেউ কেউ তো আবার জবাইকৃত গরুর উপরে জমিদারী স্টাইলে বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। একজন সুস্থ্য মস্তিষ্কের মানুষ কিভাবে জবাইকৃত পশুর উপর বেয়াদবের মত বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে পারে তার উত্তর আজও খুজে পেলাম না।
এটাকে আপনার কি বলে সম্বোধন করেন তা আমি জানি না, তবে আমি খাস বাংলা ভাষায় এটাকে বলি,!
কাঙ্গালের,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
থাক আর বলব না, বললে হয়ত আপনারাও আমার উপর রাগ করতে পারেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে!
আজ পর্যন্ত আমি একজনকেও দেখলাম না, গরিব দুঃখীকে নতুন জামা - কাপড়, ঈদে খাবার জন্য মাংস, বাজার কিনে দিয়ে তার ছবি ফেসবুকে পোস্ট করেছে।
আপনারা কি জানেন! নতুন কাপড় - চোপড়, গরু ছাগল কোরবানি দেওয়া তো দুরের কথা, এই ঈদে কতজন লোক না খেয়ে অনাহারে ছিলো! জানি এর উত্তর হয়ত আপনারা কেউ দিতে পারবেন না। তার সঠিক হিসাব আমিও জানিনা, তবে এর সংখ্যা যে নেহাত লক্ষ্যাধিক হবে না। এই চ্যালেঞ্জ কে করতে চান!
বিশেষ করে চড়াঞ্চলের লোকজন এবারের বন্যায় তাদের ভিটেমাটি সব হারিয়ে খুবই কষ্টের মাঝে মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে জাওয়ায় মধ্যবিত্ত পরিবারে অধিকাংশ লোকেই এবার ঈদে কোরবানি দিতে পারেন নাই। তাদের জীবন যাত্রার মান উন্নয়ন যে কতই কষ্টকর হয়ে পরেছে তা ভাষায় প্রকাশ করার মত ক্ষমতা আমার নাই। মেডিকেল, জেলখানা সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা আত্মগোপনে আছেন, তাদের কাছে ঈদের আনন্দ যে কতই কষ্টকর ছিলো, তার উত্তর কয়জনেই বা জানেন।

কোরবানি হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্য, কিন্তু সেই কোরবানিকে পুজি করে ক্ষমতা আর অর্থবিত্বে ঐশ্বর্যের বাহাদুরি প্রকাশ করার জন্য নয়।

মানুষ কোরবানির জবাইকৃত পশুকে নিয়ে কত প্রকার বেয়াদবি করতে পারে এটাই তার প্রমান। এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম ঝড় হচ্ছে না, ছবিটি বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েগেছে।
আবার একটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করছে দাড়িওয়ালা যুবকটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করার পরে বিকালে তার মৃত্যু হয় http://bangla.moralnews24.com/archives/140332
ঘটনাটি যদি সত্যিকার হয়ে থাকে, তাহলে আমাদের এটা আর বুঝার অপেক্ষা রাখেনা যে, আল্লাহ তায়ালার পছন্দের জিনিস নিয়ে কেউ রং তামা করলে আল্লাহ তার সাস্থ্যি কিভাবে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.