নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

আদিতমারীতে বজ্রপাতে ০৭ জন আহত

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩



লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বজ্রপাতে একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুটিরপাড় গ্রামের আব্দুল হাই (৫০), তার স্ত্রী ওজেনা বেগম (৪২), বড় ছেলে এজিয়ার রহমান (২৮), ছোট ছেলে রবিউল ইসলাম (১২), মেয়ে শেফালী বেগম (৯), নাতনী নাহিদা আক্তার (৭) ও নাতি নীরব (৩)।

এ বিষয়ে মহিষখোচা ইউপি পরিষদ সদস্য মজমুল হক জানান, শুক্রবার সকালের দিকে বৃষ্টির সময় তারা বাড়িতে নিজ নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন। প্রতিবেশীরা খবর পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে এ সময় একটি গরু মারা যায় বলেও জানান তিনি।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. সৌরভ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করানো হয়েছে। এছাড়া তারা সবাই শঙ্কা মুক্ত আছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.