নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

টাঙ্গাইলের বাস দুর্ঘটনায় পাটগ্রামের ০৫ জন নিহত

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১


টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামকস্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ৫জন নিহত হয়েছে। আর এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাট জেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গাজীপুরের কালিয়াকৈর ও শফিপুর যাচ্ছিল। এ সময় মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামকস্থানে এসে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী শিশু, মহিলাসহ ০৫ জন নিহত হয়। নিহতরা হলো- আসাদুল হাবিব (১৫) পিতা- আব্বাস আলী, আসমা বেগম (৩৫) স্বামী- ফিরোজ মিয়া, মমিনুর (৪০) পিতা- করিম উদ্দিন, রিপন (৩০) পিতা- সিদ্দিক হোসেন ও সুমন (৩৫)। এদের সকলের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকায়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালায়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত ও আহতরা সকলেই শ্রমজীবী বলে পুলিশ জানিয়েছেন। এরা সকলেই ঈদ শেষে ঢাকা-কালিয়াকৈর সড়কের প্রভাতি পরিবহন নামে একটি লোকাল বাস ভাড়া নিয়ে কর্মস্থলে ফিরছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.