নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

মাহফুজা পুষ্প এর " ফূল কুমারী "

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩



"ফুলকুমারী"
মাহফুজা পুস্প

বাবা মায়ের কোলে জন্ম নিলো ছোট্ট একটি মেয়ে,
বাড়ির সবাই খুশি হলো
ছোট্ট মেয়েটিকে পেয়ে ।

ছোট্ট মেয়েটি শান্ত নয় যে চঞ্চল ছিল ভারী,
তাইতো সবাই ডাকত তাকে
ছোট্ট ফুলকুমারী ।
ছোট্ট মেয়েটি সারাদিন
শুধু দুষ্টুমি করত,
একাই সে নিজের বাড়ি
মাথায় করে রাখত ।

দাদুর সে ছিল যে
খুবই আদরের নাতনি,
তাইতো দাদু বলত তাকে
তুই আমার ছোট গিন্নি । ছোট্ট মেয়ে ফুলকুমারী
ছিল কল্পনাবিলাসী,
কল্পনার মাঝে জগৎ গড়ত স্বপ্ন সাজাতো রাশি রাশি ।

বাবা মায়ের ছোট্ট মেয়েটি আজ বড় হয়েছে ঠিকি
কিন্তু তার জানা ছিলনা জীবন মানে কি...??
জীবন হলো কষ্টের আঁধার
তা বড়ই কালো,
তার মাঝে জ্বালাতে হবে
আশার নতুন আলো ।

বুঝল যখন ফুলকুমারী
জীবন যুদ্ধক্ষেত্র,
সে ভাবল সব পেছনে ফেলে
গড়বে নতুন সূত্র ।
বাবা মায়ের স্বপ্ন পূরণ করে হবে সে একজন মানুষ,
নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে সে ওড়াবে রঙের ফানুস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.