![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাট আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন সরল খাঁ গ্রামের ৪ সন্তানের এক জননী যৌতুকের বলি হয়ে স্বামী ও শশুর,শশুড়ী কতৃক নির্যাতিত হয়ে আদিতমারী হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানা যায় আদিতমারী উপজেলার সরল খাঁ গ্রামের মনছুর খাঁ এর ছেলে মোক্তার আলী ভেলা (৩৬) সহিত প্রায় ১৮ থেকে ১৯ পূর্বে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত অবার আলীর মেয়ে সুফিয়া বেগম (৩৫) এর সহিত বিবাহ হয় । যৌতুকের জন্য প্রায় সব-সময় সুফিয়ার উপর চাপ প্রয়োগ এবং নির্যাতন করত যৌতুক লোভী তার স্বামী ভেলা ও পরিবারের লোকজন। এনিয়ে সুফিয়ার পরিবারের লোকজনের অভিযোগে চেয়ারম্যান ,মেম্বারদের উপস্থীতে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক আপোষ মিমাংসা হয়েছিল কিন্তু কোন সুরাহা হয় নি। অবশেষে গত ১৪ সেপ্টেম্বর সুফিয়া বেগমের উপর পুনরায় পূর্বের মত শুরু হয় নির্যাতন এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা যৌতুক দাবী করে কিন্তু তার বাবা গরীব এত টাকা না দিতে পারায় তার স্বামী, শশুর -শাশুড়ি বাড়ীর সবাই একে,একে শুরু করে দেয় লৌহ মর্ষক নির্যাতন । যৌতুকের জন্য সুফিয়াকে বাড়ীর সবাই চাপ প্রয়োগ করে এবং প্রতিবাদ করলে স্বামী-স্ত্রী দুজনে ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়ে। এক পূর্যায়ে তার শাশুড়ি মোমেনা বেগম (৬০) পিছন থেকে এসে চুলের মুটি ধরে তাকে মাটিতে ফেলে দেয় তখন তার শশুর ও স্বামি ,ভাসুর,দেবর ও ননদ সবাই মিলে তাকে মেরে ফেলার উদ্দেশ্য চাকু দারা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে সে অজ্ঞান মাটিতে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালের ৯ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং মৃত্যূর সহিত পাঞ্জায় লড়ছে এবং পাষন্ড স্বামী ও তার শশুর -শশুড়ী,ননদ,ভাসুর, দেবরের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। এব্যাপারে সুফিয়া বেগম বাদী হয়ে ৮ জনের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আদিতমারী থানার অফিসার (ইনচার্জ) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
©somewhere in net ltd.