![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় ধরলা নদীর অব্যহত ভাঙ্গন থেকে রক্ষা পেতে গত শুক্রবার জুম্মার নামাজের পর এলাকাবাসী নদীর তীরে বিশেষ মোনাজাত করেছে।
স্থানীয়রা জানান,গত এক মাসে ধরলার অব্যাহত ভাঙ্গনে ওই এলাকার দুই শতাধিক বসতবাড়ি ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড প্রথম দিকে ভাঙ্গন রোধে কিছু জিও ব্যাগ ফেললেও তা আবার বন্ধ করে দেয়। এতে নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলো ওই এলাকার ওয়াপদা বাঁধে আশ্রয় নিলেও আয়-রোজগার বন্ধ হওয়ায়
ভিটেমাটিহারা মানুষগুলো অর্ধাহারে অনাহারে মানবেতর দিন যাপন করছে।
নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে শুক্রবার দুপুরে জুম্মার নামায শেষে ওই এলাকার শতাধিক মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে রহমতের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, শুধু ঈদ নয় কোন উৎসবই নদীভাঙ্গা মানুষগুলোর জন্য আনন্দ বয়ে নিয়ে আসে না। গৃহহারা মানুষগুলো তাই সৃষ্টিকর্তার কাছেই প্রতিকার চেয়ে মোনাজাতে অংশ নিয়েছে।
©somewhere in net ltd.