![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হযরত আলী (৪০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশী হজরত আলী পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আমীর আলীর ছেলে।
সীমান্ত সুত্রে জানা গেছে, ৫/৭ জনের একটি দল দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে যায়। ফিরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) অরুণ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরুর রাখালদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে সীমান্তের এক শতগজ ওপারে মারা যান হজরত আলী। বাকীরা পালিয়ে এলেও হজরত আলীর মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে হজরত আলীর সঙ্গীরা দাবি করেন।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
©somewhere in net ltd.