![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ছিটমহল ভুক্ত ৭টি ইউনিয়নের সামনে ইউপি নির্বাচন। সেই নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বাউরা ইউনিয়নে প্রতিদন্দিতা করবেন সাবেক চেয়ারম্যান দুলাল বসুনিয়া। নির্বাচনের আর মাত্র একমাস বাকি । কিন্তু তার আগেই নৌকা মার্কার ক্ষমতাবলে অন্যের স্থাপনা ভেঙ্গে দিয়ে নৌকা সাটিয়ে জোড় পুর্বক জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেলো সেই সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ অরফে দুলাল বসুনিয়ার বিরুদ্ধে।
এমনকি দুলাল বসুনিয়া ও তার ছেলে সুমন বসুনিয়া সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে ডিসিআর ভুক্ত সরকারী জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগে থানায় মামলা দায়ের পর্যন্ত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুস সালাম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে পাটগ্রাম উপজেলাধীন বাউড়া বাজারের ব্রীজের মোর এলাকায় ঘটনাটি ঘটে।
অনুসন্ধানে গিয়ে প্রাপ্ত খবরে জানা যায় ! হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠেংঝাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম । তিনি প্রায় ১৫-২০ বছর ধরে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের ব্রীজ মোড় এলাকায় ডিসি আর ভুক্ত সরকারী জমিতে ব্যবসা করে আসছেন।
দীর্ঘদিন ব্যবসা বানিজ্য করার সুবাদে ২০০৯ সালে ১৯.৪৮ বর্গমিটার জমি সরকারের কাছ থেকে নিজ নামে ডিসিআর করে নেন ব্যবসায়ী আব্দুস ছালাম। কিন্তু সেই জমির প্রতি কুনজর পরে বাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল বসুনিয়া ও তার ছেলের । কিছুদিন হতে সেই সরকারী জমি নিজেদের দাবি করে সকল স্থাপনা ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে আসছেন সাবেক চেয়ারম্যান ও তার ছেলে সুমন বসুনিয়া।
তাদের অব্যাহত হুমকিতে ব্যবসায়ী আব্দুস সালাম নিরুপায় হয়ে বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে(ভুমি) লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৭সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে তদন্ত করে ব্যবসায়ী ছালামের ডিসিআর ভুক্ত জমির সীমানা নির্ধারন করে ঘর নির্মানের নির্দেশ দেন সহকারী কমিশনার(ভুমি) টিএমএ মবিন উদ্দিন।
অভিযোগে সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দিনগত গভির রাতে দুলাল বসুনিয়া ও তার ছেলে সুমন বসুনিয়া ৭/৮ জন লোক নিয়ে ওই দোকান ঘর ভেঙ্গে মালামাল লুটপাট করে এবং দোকান ঘরে নতুন তালা লাগিয়ে দেন। সেই সাথে পুলিশী ঝামলা এড়াতে ওই ঘরের উপর কাঠের তৈরী একটি নৌকা সাটানো হয়।
বৃহস্পতিবার(২৯সেপ্টেম্বর) দিনগত রাতে পাটগ্রাম থানায় অভিযোগটি দায়ের করেন অধুনালিপ্ত ছিটমহলের সাথে যুক্ত হওয়ায় বাউরা বাজারের সালাম টেলিকটের মালিক আব্দুস ছালাম।
বৃহস্পতিবার সকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে বৈঠকে বসলে তাতে কোন সাড়া দেন নি দুলাল বসুনিয়া ও তার ছেলে সুমন বসুনিয়া। অবশেষে ব্যবসায়ী আব্দুস ছালাম বাদি হয়ে বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) দিনগত রাতে প্রাক্তন চেয়ারম্যান আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দুলাল বসুনিয়া ও তার ছেলে সুমন বসুনিয়াসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সুমন বসুনিয়া বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমরা নৌকা মনোনয়ন পেয়েছি। নির্বাচনী অফিস করার জন্য আমরা ওই জমিতে নৌকা সাটিয়েছি। ওটা আমাদের নিজের ঘর তাই নৌকা সাটিয়েছি। সরকার কাকে ওই জমি ডিসিআর দিয়েছে, তা আমাদের দেখার বিষয় নয়।
নাম প্রকাশ না করার শর্তে অত্র এলাকার অনেকেই বলেন! নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হবার আগে দুলাল বসুনিয়া ও তার ছেলে যে ক্ষমতার দাম্ভির্য দেখাচ্ছে। না জানি তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর আর কত জনের জমি ও বসত ভিটা দখল করেন। চেয়ারম্যানের এই ভুলের কারনে দলের অনেক ক্ষতি হতে পারে।
বাউরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল হক মিলন জানান, নৌকা সাটিয়ে জমি জবর দখলের চেষ্টা করে দলীয় ভাবমুর্তি খুন্ন করা হয়েছে। নৌকা সাটানোর বিষয়টি দলীয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সেই সাথে ওই ঘরে সাটানো নৌকা সড়াতেও নির্দেশ দেয়া হয়েছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী সংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ক্ষয় ক্ষতির তালিকা করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনারকে(ভুমি) টিএমএ মবিন উদ্দিন জানান, ব্যবসায়ী ছালামের নামে ১৯.৪৮ বর্গমিটার জমি ডিসিআর হালনাগাত করা রয়েছে। শুনেছি প্রাক্তন চেয়ারম্যান জমিটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তাই থানা পুলিশের সহায়তা নিতে ব্যবসায়ী ছালামকে পরামর্শ দেয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বাবুল জানান, ঘর দখলের বিষয়টি শুনেছেন তবে তাতে নৌকা সাঁটানোর বিষয়টি তার অজানা। নৌকার ব্যানার দিয়ে কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৬
সজীব মোহন্ত বলেছেন: ডিজিটাল বাংলাদেশে এসব মামুলি ঘটনা।