![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালানোর সময় জুয়ারির আঘাতে রেজাউল করিম মানিক (৩৫) নামের এক গ্রাম পুলিশ গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঐ উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এমপির খামার নামক এলাকায় ঘটনাটি
ঘটেছে।
এ ঘটনায় এরশাদ আলী নামে একজন জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটককৃত এরশাদ আলী উত্তর শিংগীমারী গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
আহত গ্রাম পুলিশ রেজাউল করিম জানান, প্রতিদিনের ন্যায় ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার শিংগীমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শিংগীমারী গ্রামে ইজমুল চোরের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়া খেলার আসর বসে।
এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের এস,আই হাকিম, এস,আই আব্দুল হালিম, এ,এস,আই আতিক ও সিঙ্গিমারী ইউপির সকল গ্রাম পুলিশসহ জুয়া খেলার আসরে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সকল জুয়ারি পালিয়ে যায়। কিন্তু সে সময় ঐ এলাকার লুৎফর রহমানের ছেলে জুয়ারি রশিদুল ইসলাম (৩৫) কে আটক করে হাত কড়া পরান গ্রাম পুলিশ আজিজুল ইসলাম ও এস,আই আব্দুল হালিম।
এসময় স্থানীয় শতাধিক নারীপুরুষ রশিদুল ইসলামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রশিদুল পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
জুয়ারি রশিদুলের পিছনে ধাওয়া করলে ঐ এলাকার ছকদ্দি চোরের ছেলে সাকিল (২৮) এসে অতর্কিত ভাবে হামলা চালায়। ঐ হামলায় সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী এলাকার বাবর আলীর ও ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রোজাউল করিম মানিকের চোখের নিচে ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার রেজি রেজিনং ১৩২৪৭/১১, বেড নং ০২।
হাতীবান্ধা থানার ওসি শামীম হোসেন সরদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: জুয়া খেলা আগেও হতো, চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। কিন্তু এখন সেটা চলে দাপটের সাথে, প্রকাশ্যে। যারা হয়তো কদাচিৎ এর বিরোধিতা করে থাকে, তারা সেটা করে মিনমিনে গলায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮
মলাসইলমুইনা বলেছেন: বহু বছর আগেই (যখন এ' সময়ের মতো জনগণ পুলিশ ঝামেলা ছিল না) প্রবাদ ছিল বাঘে ছুলে আঠারো ঘা আর পুলিশ ছুলে ছত্রিশ ঘা |এই যুগে এটাতো আরো অনেক বেড়েছে বলেই মনে হয় | পুলিশ ছুরি মারা এলাকার ছকদ্দি চোরের ছেলে সাকিল (২৮) ভাইয়ের জন্য খারাপই লাগছে |কত ঘা যে অপেক্ষা করছে !