নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

খুচরা পয়সার নারী

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮



খুচরা পয়সায় নারী -
ইবন মিজান

খুচরো পয়সায় কিনছি নারী
ওজন পোয়া কিংবা সের
এমনি করে গেল কতযুগ
পায়নি তো কেউ টের!

নারী সেতো ফুলের মতন
মন যেভাবে চায় ছিঁড়বি
কিছু নারী অন্য মতন!
তাঁদের হিসেব করেই চলবি।

নারী আবার মানুষ কি রে?
কেবা তারে বলছে মানুষ!
যেমন খুশি ওড়াও নারী
সেতো অনেক মজার ফানুস!

একটু বুদ্ধি খরচা করে
দিবি নারী মুক্তির ডাক
হাঁক ফুরোতেই দেখবি চেয়ে
চারদিকে নারী ঝাঁকেঝাঁক।

উঁচুতলার বাবু যত সব
কিছু আছে আমার সাথে
নারী যদি করে প্রতিবাদ
সে নিজেই পড়বে ফাঁদে!

ওরে মদন করিস না ভয়
তুই চালিয়ে যা নিশ্চিন্তে
ফুলের মধু চুষেই নিবি
যেন থাকেনা আর বৃন্তে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছন্দ গুলো অারেকটু দেখে নিয়েন কবি।

২| ২৪ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৮

জগতারন বলেছেন:
চায়নিজ এ মেয়েটির ছবি আজ থেকে অনেক আগেই সংগ্র করে রেখেছিলাম শুধু এ টুক বুঝার জন্য যে মাধবী মেয়ের চোখ অনেক কথা বলে বা বলতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.