নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইউনুস খান

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।

ইউনুস খান › বিস্তারিত পোস্টঃ

একটি পূজার মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্য চাহিয়া আকুল আবেদন

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬

শিরোনামে হয়তো অনেকেই চমকে উঠেছেন। কিন্তু হ্যাঁ হত দরিদ্র কিছু হিন্দু ভাই/বোনদের আকুল আবেদন এটা। প্রার্থনা/অর্চনা/পূজার জন্য একটা মন্দিরের বড় প্রয়োজন। একটা মন্দিরের মতো ঘর করে প্রার্থনা/অর্চনা/পূজা করা হতো। কিন্তু সেটাও ঝড়-বৃষ্টিতে ভেঙ্গে গেছে। আর ভাঙ্গবেই না কেন মন্দিরটি ছিলো ছোট বেলায় পড়া রহিম উদ্দিনের বাড়ীর মতো।

গরীব হিন্দুদের তাই দীর্ঘশ্বাস আর হাহাকারে ভরে উঠেছে।

তা দেখে স্থানীয় কয়েকজন বিভিন্নভাবে চেষ্টা করেছে অর্থ যোগাড়ের। কিন্তু গণ প্রতিনিধিরা সহ সমাজের গণ্যমান্যরা বরাবরই হতাশ করেছে।



সবুজে শ্যামলে ভরা একটি ইউনিয়ন শাকুয়াই। ময়মনসিংহ শহর থেকে ৫২ কিলোমিটার দূরে হালুয়াঘাটের একটি ইউনিয়ন এটি। প্রায় এক তৃতীয়াংশ মানুষ হিন্দু। এর মাঝে রয়েছে হিন্দুদের মাঝে বিভিন্ন গোত্র,দল,উপদল। এইবার দূর্গা পূজায় ৮ টি পূজা অনুষ্টিত হয়েছে ইউনিয়নটিতে। কিন্তু দরিদ্র বলে আমার উল্লেখিত হিন্দু-ভাইরা অচ্ছুতই রয়ে গেছে। ঈদের পর-পরই বলে সবগুলো পূজাতে ঘুরতে গিয়েছিলাম। অর্থ-সাহায্যও করেছি। কিন্তু ওদের মলিন মুখটি দেখে মনে জিদ চেপেছে যে করেই হোক তাদের জন্য একটা মন্দিরের ব্যবস্থা করবোই করবো।



হালুয়াঘাটের এমপি বর্তমান সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের দৃষ্টি আকর্ষণ করলে উনি ৫০০০ টাকা বরাদ্দ করেন। যা আমাদের আশাকে বড় করে তুলেছে। আমি আমারও সাধ্যমতো চেষ্টা করবো মন্দিরটি গড়ে তুলতে এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। সামনে কালীপূজা। তার আগেই মন্দিরের মাটি কাটানো সহ, ইটের বেড়া, টিনের ছাউনি সব কিছু শেষ করার ইচ্ছা আছে। হিন্দু ভাই/বোনদের প্রার্থনার নিশ্চয়তা দিতে চাচ্ছি।



ব্লগে অনেক মানবিক গুণে ভরা ভাই-বোন আছে। আমি কখনোই কোনদিন কারো জন্য হাত পাতেনি। আজকে কিছু দরিদ্র, বড়লোকদের চোখে অচ্ছুত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আকুল আবেদন করছি। তাদেরকে নিবিড় মনে প্রার্থনা করার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

মন্তব্য ১০ টি রেটিং +৯/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০

হমপগ্র বলেছেন: ভাল উদ্যোগ।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫

ইউনুস খান বলেছেন: ভাইরে আমিযে ব্লগার হিসাবেও অনেক গরীব। এটাও বুঝতে পারছি।
ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯

অমিত হাসান বলেছেন: মন্ত্রিরা খালি ধর্ম-নিরপেক্ষতার কথা বলেন, সংবিধান সংশোধন করতে চান। কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হবার পরেও এখনও যে হিন্দু-মুসলিম ভাই-ভাই হয়ে বসবাস করছে, একে অপরের দুঃখ ভাগাভাগি করছে এই পোষ্ট হচ্ছে তার প্রমান। কাগজে কলমে অনেক আইন-কানুন করা যাবে কিন্তু এই ভালবাসা পাওয়া যাবে না।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩২

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২

যীশূ বলেছেন: দারুন উদ্যোগ। সাফল্য কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮

শিরোনাম বলেছেন: যীশূ বলেছেন: দারুন উদ্যোগ। সাফল্য কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭

ইউনুস খান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪২

পল্লী বাউল বলেছেন: সুন্দর উদ্যোগ।

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ বাউল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.