নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারীদের নিয়ে লিখি , আমি সংসারের গল্প লিখি , সেই সংসার নদীর মতো , প্রমত্তা জলে দুকূল ভাসায় আবার নতুন স্বপ্ন দেখায় । আমার গল্পও তাই , আমি স্বপ্ন দেখি ভালো থাকার , আমি গল্প লিখি ভালোবাসার .।.।.।।।

জাকিয়া মৌ

দুরন্ত , দুর্বার.।.।

জাকিয়া মৌ › বিস্তারিত পোস্টঃ

বেকার

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

আজকে ভাগ্নিকে আনতে স্কুলে গেলাম । এক ভদ্রমহিলা আমাকে দেখে বলতেছে - আপনি কি পড়াশুনা করেন ? বললাম - না , শেষ । তিনি বললেন - জব করেন ? বললাম - না । উনি বললেন - হাউজ অয়াইফ ??? বললাম - না , তাও না । এমন ভাবে তাকালেন যেন নতুন প্রজাতির প্রানী দেখছেন । আমি বুঝলাম আল্লাহর দুনিয়ায় কেবল তিন শ্রেণীর প্রানী বর্তমান রয়েছে - ছাত্র , চাকুরীজীবী আর গৃহবধূ । আমি তাকে সগ্রাহে বললাম - আপা , আমি একজন বেকার । সে ভ্রু কুচকে তাকাল , তারপর অত্যন্ত তুচ্ছভরে বলল - ওহ ! আমার মনে হল আমি বিরাট পাপী । একটা মেয়ে মাস্টার্স পাশ করে চাকরির বাজারে লাত্থি খেয়ে খেয়ে সংসার না করে বেকার বসে আছে তা হয়ত সমাজের মেনে নেওয়া কষ্টকর । আমার এক আপুকে একবার একজন বলেছিল - এত কষ্ট করে পড়াশুনা করে কি লাভ , যদি ভালো একটা বিয়েই না হয় ! আহা ! তখন সে মাত্রই মাস্টার্স পাশ করেছে এবং অনার্স মাস্টার্স দুটোতেই ফাস্ট ক্লাস ফাস্ট । আসলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উদ্দেশ্য এখন দুইটা মনে হচ্ছে - হয় খুব ভালো একটা চাকরী করতে হবে , নাহলে বিয়ের জন্য ভালো একটা বর পাওয়া যাবে । সেই বর আবার বিয়ের পর বলবে এত কষ্ট করে জব করার কি দরকার সংসার করো , সংসার করা শুরু করলে সেই মেয়ের টাইটেল হবে গৃহবধূ । জামাইয়ের কাছে হাত খরচ নেওয়ার সময় মন খচখচ করবে , আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ভাববে , বান্ধবীরা কত ভালো জব করছে । সময় বদলে যাবে , সন্তান বড় হবে কিন্তু মেয়েটির মনে আফসোসের জায়গা কিন্তু ঠিকই রয়ে যাবে । আমি স্কুলে দেখি অনেক মহিলা খুব সাজগোজ করে দামী গাড়িতে করে মেকি হাসি দিয়ে গল্প করছে , চোখে মুখে সুখ ফুটিয়ে তোলার কি অদ্ভুত প্রচেষ্টা । অন্যের উপর নির্ভরশীল জীবন আমার কাছে কখনই আনন্দের মনে হয়নি , আমি কখনই গৃহবধূ হতে চাইনি । আমার নিজের একটা কাজের জায়গা থাকবে , নিজের একটা পরিচয় তৈরি করবো । এজন্য নাহয় আমি সমাজের চতুর্থ শ্রেণীর প্রানী হয়েই থাকবো , হ্যা >>>আমি একজন উচ্চশিক্ষিত বেকার । তবে বলতে চাই এর দায়ভার আমার একার না , এটা দেশের দায়ভার । দেশ আমাকে শিক্ষা দিয়েছে , চাকরি দেয়নি । আমার মতো আরও হাজার হাজার মানুষকে ঠেলে দিয়েছে বেকারত্বের অভিশাপে । (

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: বেকার নিয়ে চমৎকার লিখেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.