নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতৃপ্ত একজন

মানুষের ভেতরটা যদি সুন্দর না হয়, তবে বাহ্যিক সৌন্দর্য্যের মুল্য শুধু বাজারেই মেলে।

রিচার্ড পার্কার

আমি মোঃ জাকির হোসেন। জন্মেছি ফেনী জেলার ছবির মত সুন্দর ছোট্ট একটি গ্রামে। জন্মের পর থেকেই বাবা চট্টগ্রাম নিয়ে আসে। এখানেই বড় হওয়া। দেখতে শ্যামবর্ণ। মাঝারি লম্বা। দিনের বেশিরভাগ সময় কেটে যায় অনলাইলে, ব্লগে ঘুরে, গল্প পড়ে, কবিতা লিখে, ফেসবুকে, আড্ডা দিয়ে। আমি খুব সাধারন একটি ছেলে। কবিতা পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি। কষ্টের নানা রঙ আছে। সেই রঙ গুলো তুলে ধরতে ভালোবাসি। তাই বলে নিজের আবেগ বিলিয়ে বেড়াইনা। নিজেকে গুটিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আমার জীবনে যে কয়টা বিষয় নিয়ে কনফিউশন আছে তার মধ্যে অন্যতম হল আমার জন্ম তারিখ। আমি কোথায় আমার জন্ম তারিখ সম্পর্কে ভরসা যোগ্য তথ্য পাইনি। পকৃতপক্ষে কেও দিতে পারেনি। বাবা-মা ও আত্মীয় স্বজনদের ভাষ্যমতে একটি দিন ঠিক করেছি। এটাই সবখানে ব্যবহার করি। আমি খুব নগণ্য ছিলাম তাই কেও আমার জন্মদিন মনে রাখেনি, এমন কিছু করে রেখে যেতে চাই যেন সবাই মৃত্যু তারিখটি স্মরণ রেখে দেয়। এটাই মোটামুটি আমার জীবিনের লক্ষ্য। এই সাধারন কথা গুলো পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

রিচার্ড পার্কার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বিষময় মন।

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

আমি তোমার দ্বারে যাবার নয়কো আর,

তোমার কাছে চাইবোনা আর মনের আহার।

তোমার কাছে চাইবেনা এ মন দুহাত পেতে,

বড়ই ক্ষুধা মনে, কিছু দাও খেতে।





মনকে আমি বুঝিয়ে নিয়েছি এবার,

যাবেইতো সে, থাকেই যদি যাবার।

যদি থাকবারই হয়, তাড়াতে পারতেনা,

দূর দূর করলেও কী? সে তো ছাড়তোনা।





ছেড়ে দিলাম, যদি আমারই হয়ে থাকে

তবে ফিরে আসবে বার বার,

যাদি না আসে ফিরে বুঝে নিবো

কখনো ছিলনা আমার।



জাকির হোসেন

০৬।০২।১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৫

ক্লান্ত তীর্থ বলেছেন: সামুতে স্বাগতম!

ভালো লেগেছে কথাগুলো!

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

রিচার্ড পার্কার বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো,। ধন্যবাদ ভাই, শুভ কামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.