![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে কোথায় কোথায় ফরমালিন ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ফল বিক্রি হয় কেউ কি জানাবেন?
ফরমালিন ও অন্যান্য প্রিজারভেটিভ এবং পাকানোর কেমিক্যাল যুক্ত ফল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই ভয়ে বলতে গেলে বাজার থেকে এখন ফলই কেনা হয় না। কিন্তু ফল খাওয়াতো খুব প্রয়োজন বাচ্চাদের ও গর্ভবতী মায়েদের জন্য।
তাই কারও যদি জানা থাকে, প্লিজ ঠিকানা সহ জানাবেন কোথায় কিনতে পাওয়া যাবে। দাম একটু বেশী হলেও কিনতে যাব। মতিঝিল বা এর কাছাকাছি এলাকায় হলে ভাল হয়ে, তবে দুরে হলেও যাব।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
মোহাম্মদ জাকারিয়া বলেছেন:
ধন্যবাদ, আপনার কথা সত্য। তবে কলা মনে হয় চেষ্টা করলে পাবেন যদি আপনার বাসার কাছাকাছি কোন ফলের আড়ৎ থাকে। সেখানে কলা প্রথম কাঁচাই আসে। পরবর্তীতে তারা কেমিক্যাল দিয়ে পাকায়। সারাদিনই সেখানে কাঁচা কলা আসে, আমি অনেকবারই কিনেছি।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
বনসাই বলেছেন: দেশি ফলের জন্য আগোরা যেতে পারেন।
বিদেশী ফল না খাওয়া ভালো।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
চারশবিশ বলেছেন: - তূর্য হাসান এর সাথে এক মত
আমার জানা মতে কিছু দেশি ফলে এখনো ফরমালিন চলেনা
বেল, পানিফল, আমড়া, জলপাই, কামরাংগা, আখ, মিষ্টি আলু, আমলকি, বাদাম,
যেই সময়ের ফল সেই সময়ে কিনবেন, কেননা ঐ সময়ে ঐ ফল বেশি পাওয়া যায় এবং ফরমালিন দেওয়ার প্রয়োজন হয়না
ফল যত কম খাবেন বুঝবেন আপনার শরীরে বিষ তত কম গেল
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ, আপনি ৪২০ হলেও আপনার পরামর্শ খুব ভাল
আমার বাসায়ও দেশী ফল অনেক খাওয়া হয়, বিশেষ করে বেল, জলপাই, মিষ্টি আলু ও আমলকি। গ্রাম থেকে নিয়ে আসি। তবে মাঝে মাঝে আঙ্গুর, আপেল, কমলা, নাশপাতি এগুলোও খেতে ইচ্ছা করে। কি করব বলেন, ছোট বেলার অভ্যাস। আগেতো আর বিষ দেয়া থাকত না।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
হেডস্যার বলেছেন:
আমি নিশ্চিত নই তবে কচুক্ষেতের "রজনীগন্ধা সুপার মার্কেট" ফরমালিন মুক্ত বাজার এরকম সাইনবোর্ড ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে লাগানো আছে। ঐখানে দেখতে পারেন।
ওদের কাচাবাজার ফরমালিন মুক্ত এটা মোটামুটি বলতে পারি।
তুর্য হাসান যা বললো তার সাথেই আসলে আমি একমত।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। যদিও কচুক্ষেত আমার বাসা থেকে অনেক দুর, তবুও তথ্যটা অন্যের কাজে লাগতে পারে।
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
বেকার সব ০০৭ বলেছেন: আমি মনে করি কোথাও বেরাতে গেলে ফলের যায়গায় সবজি নিয়ে যান অনেক ভাল হবে।
সবজি কেমিক্যাল মুক্ত পাবেন কাওরান বাজার, যাতাবাড়ি আরদে এবং সাভার
(জাস্ট ফান)
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ভাই আপনার ফান পুরাপুরি ফানি না। কারন শাক-সবজি সব কিছুতেই ঐ জিনিস মেশানো হয়।
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
নীরব দর্শক্ বলেছেন: ভাই, নিজে চাষ করা ছাড়া নিশ্চিত ভাবে ফরমালিন ও অন্যান্য প্রিজারভেটিভ এবং পাকানোর কেমিক্যাল মুক্ত ফল !!!!............. বিশ্বাস করা কঠিন।
যাই হোক, চলেন সবাই অন্তত একটা ফলের গাছ লাগাই যেন আজ থেকে পাঁচ বাছর পর আপনার কেউ একটা কেমিক্যাল মুক্ত ফল পায়।
এছাড়া আর উপায় নাই।
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
নীরব দর্শক্ বলেছেন: ও ভাল কথা আমার বাসায় একটা কামরাঙ্গা-গাছ আছে তাতে কিছু কামরাঙ্গা-ও আছে আমি উত্তরা-তে থাকি। চাইলে নিতে পারেন।
ও পেয়ারাও আছে কিন্ত এখনো ছোট।
এছাড়া আপনাকে আর কোন ভাবে সাহায্য করতে পারছিনা। sorry.
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: আপনার আহ্ববানটি খুব ভাল। আমার ঢাকার বাসায় জায়গা নাই। গ্রামের বাড়ীতে জায়গা আছে। কিন্তু দাদার আমলের লাগানো গাছ বেশিরভাগই পরপারে চলে গেছে। সামনের বর্ষা মৌসুমে ইনশাআল্লাহ অনেকগুলো গাছ লাগাবো।
দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ। আমার বাসার ছাদেও পেয়ারা গাছ ছিল। কিন্তু খাওয়ার সুযোগ কমই পাইতাম। ভাড়াটিয়ারা হজম করত। তাই এখন আর যত্ন নেই না।
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: চায়না সব ফলেই কেমিক্যাল আছে,ভারতীয় কমলা,আংগুর,আম(আম্রুহা জেলার),টমেটো আর কিছু কিছু অস্ট্রেলিয়া জাতের আপেলে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না,গাছে থাকতেই যা কীটনাশক ব্যবহার করা হয়।আমি নিজে সরাসরি বাগান থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাঠাই।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ভাই মোহাম্মদ মজিবর রহমান, আপনি কি বাংলাদেশের বাইরে থেকে বলছেন? আপনার পাঠানো ফল ঢাকায় কোথায় পাওয়া যায় দয়া করে বলবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
তূর্য হাসান বলেছেন: আমার ধারণা বাংলাদেশের কোন দোকানেই পাওয়া যায় না। অবশ্য অনেকেই কেমিক্যাল মুক্ত বলে দাবি করে। সবচেয়ে অবাক লাগে কোথাও কেমিক্যাল দিয়ে পাকানো ছাড়া কলা পাওয়া যায় না। বাড়তি টাকা দিয়েও না।