![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
হৃদয় রুপক কিছুনেই কিছুনেই
নেই বেলি ফুল রজনি গন্ধা জুঁই
চুপকরে শুধু চেয়ে থাকি ঐ মুখে
চোঁখদিয়ে ঐ কালো চোঁখদুটি ছুঁই ৷
(২)
কালোমেয়ে,কিছু দিতে তো পারলেনা
নিতেও পারলেনা কিছু
শুধু শুধু অহঙ্কারের কস্ট নিয়ে
নস্ট হলে ৷
(৩)
ছোট ছোট চিড়কুট
খুচরো আলাপচারি
কাচেঁর চুড়ির মত ভেঙ্গে
হয়েযাক জানাজানি
তুমি আমি দুজনেই
ভালোবাসা জানি ৷
(৪)
চিরন্তন এই অলক্ষ অভিষার
পার হয়ে এসে তুচ্ছের বঞ্চনা
বলি কানে কানে
এ মোর অঙ্গিকার
ভুলবোনা অামি কোনদিন ভুলবোনা ৷
©somewhere in net ltd.