![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের বাড়ি একেবারে সীমানা-সংলগ্ন হওয়ায় বেশ কয়েকবার ভারত সীমান্তে যাওয়ার সুযোগ হয়েছিলো। তবে বর্ডার হাটে যাবার সুযোগ হয়েছিলো ২০১১ সালের জানুয়ারীতে। আব্বার প্রথম মৃত্যুবার্ষিকী। ভারত থেকে আত্মীয়স্বজন আসবে। সীমান্তের যে জায়গায় হাট বসে, সেখানে ভারতীয়রা তাদের আইডি জমা দিলে বাংলাদেশে ঢুকতে পারে। তবে শর্ত হলো ২৪ ঘন্টার মধ্যে আবার ফেরত যেতে হবে। আমাদের জন্যে একইভাবে ভারতে প্রবেশ করার সুযোগ নেই অবশ্য। কিন্তু আমার মেজো ভাই যেভাবেই হোক তাদেরকে ৪৮ ঘন্টা বাড়িতে রাখবেন। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে, এরকম অসম্ভবকে সম্ভব করা জলিল ভাইয়ের পক্ষে সম্ভব না হইলেও, আমার মেজো ভাইয়ের পক্ষে সম্ভব। এই উদ্দেশ্যে উনি দেখলাম দুইদিন আগে থেকেই খোজ-খবর নেয়া শুরু করেছেন।
আমি আরামেই ছিলাম। শীতের মধ্যে উঠানে বসে রোদ পোয়ানো আর রাতের বেলা বড় চাচার ক্যাম্প-ফায়ার মজলিশে হাত-পা সেকে দিনকাল ভালোই কাটছিলো। কিন্তু আমার এ সুখ ওনার সহ্য হলো না। আত্মীয়স্বজন যেদিন আসবে তার আগেরদিন উনি হুংকার ছাড়লেন,
- অ্যাঁই আহাম্মক, এরকম ন্যাড়ত-ভ্যাড়ত করে চললে হবে? কত বড় ঝামেলা সামলাতে হবে কোন খবর আছে?
আমি মিনমিন করে জবাব দিলাম,
- জ্বী, আমিতো কাউকে চিনি না। এসব ব্যাপারতো তুমিই সামলাও সবসময়।
উনি এ কথা শুনে রীতিমতন ধমকে উঠলেন,
- চুপ। কাউকে না চেনা কোন বাহাদুরী না। আজকে আমি বর্ডারে যাবো। তুইও যাবি আমার সাথে। ওখানে আমাদের কন্টাক্ট বকুল সাহেব থাকবে। ঐ এলাকার মোটামুটি প্রভাবশালী সে। তাকে দিয়ে ঐ পারের গ্রাম-পঞ্চায়েতের প্রধানকে ফোন দেয়াবো। সে বিএসএফ এর ইনচার্জকে দিয়ে ৪৮ ঘন্টার অনুমুতির ব্যাপার ম্যানেজ করবে। এছাড়াও হাট এলাকাটাও ভালোমতন রেকি করতে হবে। সবচেয়ে সুবিধাজনক জায়গা দিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে।
আমি আর কি বলবো? কেউ যখন কোনকিছু বলার অপশন রাখেনা, তখন বলতে হয়,
- জো হুকুম জাহাপনা।
দুপুর দুটোর দিকে খাওয়া-দাওয়া করে বের হলাম মিশন ইমপসিবলে। সাইডকিকের মতন বাইকে সাওয়ার হলাম ইথান হান্ট মেজো ভাইয়ের সাথে। দুপুর হওয়ায় মোটামুটি রোদ ছিলো সেদিন। ফুলবাড়ি থানা থেকে যে রাস্তাটা সোজা চলে গিয়েছে নাগেশ্বরীর দিকে, সেটা বরাবর বাইক চলছিলো। বেশ আগের ঘটনা। তবে যতদুর মনে পড়ে, চোত্তাবাড়ি নামক এক জায়গা থেকে বামে সরু রাস্তায় নেমে গেলো মেজো ভাই। রাস্তায় দেখি অনেক লোক হেঁটে হেঁটে কোথায় জানি যাচ্ছে। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই আছে এ দলে। বেশ কিছুদুর যাবার পরে একটা জায়গায় গাছগাছালি আর ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া সরু পিচের রাস্তা শেষ হয়ে গেলো। সে জায়গার একটু পরেই মাটির রাস্তা। মাটির রাস্তা ধরে একটু এগোলেই দেখি এক পাশে বেশ খানিক জায়গা বেড়া দিয়ে ঘিরে পার্কিং এর জায়গা করা হয়েছে। এ জায়গায় ভীড়ও খানিক বেশি। বাইক পার্ক করে আমরা অন্য মানুষজনের মতন হাঁটা ধরলাম। গ্রামের মানুষজনের মধ্যে আমরা দুজন শহুরে পোষাক পরিহিত মানুষ। মনেহয় না বাস্তব স্পাই কাহিনীতে এরকম কাভারে কেউ রেকি করতে আসে। ভেবেছিলাম কথাটা মেজো ভাইকে বলবো। কিন্তু তার দাঁতখিঁচুনি দেয়া ভয়ংকর চেহারার কথা ভেবে আর সাহস করলাম না।
বেশ খানিকটা হাটার পরে দেখলাম যে, আমাদের পাশ দিয়ে একটা সরু খাল বয়ে চলেছে যেটা সামনের একটা বিশাল ময়দানকে আলাদা করে রেখেছে। খাল পার হবার জন্যে দেখলাম একদিকে একটা বাঁশের উঁচু ব্রীজ, আর তার খানিক পরেই আরেকটা বাঁশের ব্রীজ, কিন্তু সেটা একদম পানির ঠিক উপরে বসানো হয়েছে। অনেকটা ভেলার মতন। দুটো ব্রীজেই মানুষের প্রচন্ড ভীড়। আমরা যেটা একদম পানির কাছাকাছি সেটা দিয়েই পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠেলাঠেলি করে ব্রীজে ওঠার সময় মেজো ভাই চোখমুখ খিঁচিয়ে বললো,
- তোকে নয় নাম্বার লোকালে ওঠার সময় যে শিক্ষা দিয়েছিলাম তা অ্যাপ্লাই কর।
আমি তৎক্ষণাৎ আমার কনুই দুটো বাগিয়ে ধরে সামনে থাকা পাবলিকদের গুতিয়ে সরানো শুরু করলাম। মেজো ভাইও আমার ঠিক পিছনে থেকে এগোতে থাকলো। এভাবেই মোটামুটি সেই অসম্ভব ভীড়কে ধাক্কিয়ে আমরা ময়দানের অংশে প্রবেশ করতে পারলাম। ব্রীজ পার হবার সাথে সাথেই মেজো ভাই দরাজ গলায় বললো,
- সাবাশ বাবুলু, আমি জানতাম তুই পারবি।
বুঝলাম যে ওনার মুড ভালো হয়ে গিয়েছে। কারণ মুড ভালো হলেই উনি আমাকে বাবু, বাবলু, বাবুলু ইত্যাদি নামে সম্বোধন করেন।
[চলবে]
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
জুন বলেছেন: বাহ আপনিও এই হাট নিয়ে লিখেছেন ।
সাথে আছি আপনার বিস্তারিত বর্ননার সাথে ।
আমিও ১১ জানুয়ারী১৫ তে লিখেছি এই হাট নিয়ে। অবশ্য আমারটা মুলত ছবি ব্লগ ।
দেখতে পারেন
http://www.somewhereinblog.net/blog/June/30005561
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ ভাই। আমার কাছে ছবিগুলো নাই। সব ভাইয়ের কাছে। অবশ্য বর্ডারহাট তখনো অফিশিয়ালী চালু হয়নি। বছরে দুইদিন মেলা হিসেবে চলতো সেটা। বর্তমানে ওটাই বর্ডারহাট করে দিয়েছে। আমার লেখায় হাটের বর্ণণার চাইতে অভিযান কাহিনী বেশি মূখ্য থাকবে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
জুন বলেছেন: আমি আপা, ভাইয়া নই নীচের লিংকে একটু দেখেন Click This Link
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@জুন আপুঃ
জুন বলেছেন: আমি আপা, ভাইয়া নই
জুনাপ্পি মজা বুঝেন এবার
@লেখক
পড়তে ভালো লাগছে, চলুক, সাথেই আছি।
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: হা হা হা। সাথে থাকার জন্যে ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই/বোন। অলস হওয়ায় কারও প্রোফাইল ইনফরমেশন দেখি না। পোস্ট পড়ে বেরিয়ে আসি।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
সুফিয়া বলেছেন: ভাল লগল। বাকিটার অপেক্ষায় থাকলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২১
সমুদ্র হাওলাদার বলেছেন: ভালো লাগল ।ধন্যবাদ ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
মহান অতন্দ্র বলেছেন: প্রথম পর্ব এটি। দ্বিতীয়টি আগেই পড়েছি। ভাল লাগলো। ভাল থাকবেন। শুভ কামনা জানবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
এনামুল রেজা বলেছেন: কদিন আগে আমিও গেছিলাম এমন এক সীমান্তের হাটে। হিলি ক্রস করে।
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: আপনার অভিজ্ঞতা লিখে ফেলুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
এমএম মিন্টু বলেছেন: চলুক................................২নম্বার ভালো