নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বর্ডার হাট অভিজ্ঞতা, পর্ব-২

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

পূর্বেঃ বর্ডার হাট অভিজ্ঞতা

খালের ওপার থেকে যেটাকে ময়দান ভেবেছিলাম, সেটা আসলে আদৌ কোন ময়দান নয়। এ পাশে এসে ভুলটা ভাংলো। ব্রীজ পার হয়ে একটা মাটির রাস্তা ধরে অল্প একটু এগোলেই রাস্তা শেষ। রাস্তার মাথায় একটা পিলার যার একপাশে লেখা বাংলাদেশ, আরেকপাশে ভারত। রাস্তার পাশেই একটু নিচু থেকে শুরু হয়েছে ক্ষেত। শীতকাল জন্যে ক্ষেতগুলো বিরান। ফসল নেই। শুধুমাত্র এবরো-থেবড়ো শুকনো মাটিগুলো আগের মৌসুমের চাষের চিহ্ন বয়ে চলেছে। এরকম অনেকগুলো ক্ষেত একত্রে বিশাল একটা ময়দানের মতন তৈরী করেছে। দূর থেকে দেখে বুঝতে পারিনি। ক্ষেতের ময়দানের অন্য একপ্রান্তে একটা একতলা ঘরের মতন যা আবার বেড়া দিয়ে ঘেরা। ঐ ঘরের ঠিক পিছন থেকেই সীমান্তের কাটা-তারের বেড়া শুরু। তার মানে হলো, ক্ষেত অংশটা হচ্ছে নো-ম্যানস ল্যান্ড। ক্ষেতের ময়দানে মধ্যে লোকজন টুকরীতে করে নানারকমের পণ্য সাজিয়ে বসেছে। চুড়ি, গয়না, কাপড়, সাবান, চিপস, মিষ্টি ইত্যাদি নানারকমের

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

এহসান সাবির বলেছেন: ঐ গাঁজাই বিক্রি করে জ্যামাইকার গাঁজা বলে ;)
চলুক......

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: তাই নাকি? আরও ইনফো জানা গেলো আপনার কাছ থেকে। ধন্যবাদ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা। ভাল লাগলো। ভাল থাকবেন। শুভ কামনা জানবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.