নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি

১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫১

বইয়ের নামঃ দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি
লেখক ঃ গাজী সাইফুল হাসান।
প্রকাশক ঃ কামরুল বুক হাউস
রিভিউঃ
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে এসে খুলনার শিরোমণিতে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় একেবারে চেপে ধরে বিগ্রেডিয়ার হায়াত খানের কমান্ডে থাকা প্রায় চারহাজার হানাদারকে। ১২ই ডিসেম্বর রাত থেকে হানাদারদের অবস্থানকে লক্ষ্য করে টানা দুদিন প্লেন থেকে বোমাহামলা চালায় মিত্রবাহিনী। ১৪ই ডিসেম্বরে শত্রু শিবিরের দুদিনের কবরের নিস্তব্ধতায় অস্থির হয়ে, স্থানীয় মুক্তিযোদ্ধাদের হাজার মানা সত্ত্বেও ২৮টি সাজোয়া যান নিয়ে এই যুদ্ধটা পুরোপুরি শেষ করার জন্যে রওনা দেন মিত্রবাহিনীর মেজর মাহেন্দ্র সিং আর বাংলাদেশের মেজর গণি। স্থানীয় মুক্তিযোদ্ধাদের আংশকাকে সত্যি করে অ্যামবুশের শিকার হন তারা। মাত্র দুটি গাড়ি ফেরত আসতে পারে সেই মৃত্যুফাঁদ থেকে। শহীদ হন মেজর গণি। এই অপূরণীয় ক্ষতির আঘাতে ক্ষিপ্ত হয়ে ওঠে মেজর মঞ্জুরের কমান্ডে থাকা মুক্তিযোদ্ধারা আর মিত্রবাহিনী। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পনের জন্যে আকাশ থেকে লিফলেট ফেলা হয়। কিন্তু ব্রিগেডিয়ার হায়াত খান, তার ট্যাংক বহরের আত্মবিশ্বাসেই কিনা জানিনা, তাতে রাজি হয় নাই।

১৬ই ডিসেম্বর রাতে মেজর মঞ্জুর সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা আর ভারতীয় বাহিনীর সমন্বয়ে গড়া যৌথবাহিনীর কমান্ড নিজ কাঁধে নেন। মিত্রবাহিনীর গুটিকয়েক ট্যাংক সামনে রাখেন আর তারও সামনে নিজের সাথে মৃত্যুর জন্যে প্রস্তুত এমন ১২ জন কমান্ডোর ডেথ স্কোয়াডকে নিয়ে হারিয়ে যান এনিমি লাইনের পিছনে। তারপর? তারপরের ঘটনাগুলো জানা যাবে গাজী সাইফুল হাসানের লেখা "দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি" গ্রন্থে। এই যুদ্ধের ইতিহাস, কলাকৌশল, ফলাফল ইত্যাদি বিষয়গুলো তিনি সামনে তুলে এনেছেন তৎকালীন সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের মতন মানুষদের উপযুক্ত রেফারেন্স সহকারে।

ব্যক্তিগতভাবে কিছু তথ্যের ঘাটতি চোখে পড়েছে। যেমনঃ হানাদারদের ট্যাংকের সংখ্যা বা মিত্রবাহিনীর ট্যাংকের সঠিক সংখ্যা উল্লেখ নেই। খুব সম্ভবতন লেখক নিজেও হয়তোবা এই তথ্যগুলো খুঁজে পান নাই। সবশেষে একটা তথ্য দেই যেটা আমাকে চমকিত করেছে, শিরোমণির ট্যাংক ব্যাটেল কৌশলগত দিক দিয়ে এতোটাই গুরুত্বপূর্ণ যে, এটির স্ট্র্যাটেজির দিক্গুলো বাংলাদেশ আর্মি, ভারতের দেরাদুন আর্মি একাডেমি এবং ব্রিটেনের স্যান্ড হার্স্ট আর্মি একাডেমিতে পাঠ্য!
রকমারির লিঙ্কঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.