নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই নাই

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান

অতি সামান্য একজন মানুষ। যা আছে তা নিয়েই সুখী।

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসেন সিলেট

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

অস্বাভাবিক কিছু না হলে জুলাই-আগস্ট মাসে মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হয় সিলেটে। আর সিলেট দেখার জন্যে সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। অনেকই শীতকালে সিলেট ঘুরতে যান। শীতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যের সিকিভাগও দেখা যায়না। এখন সিলেট ঘোরার উপযুক্ত সময়। চলে আসেন। দেখেন। উপভোগ করেন। দেশী ট্যুরিস্টদের একটা অনুরোধ। অবশ্যই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। সাথে সবসময় একটা পলিব্যাগ রাখবেন, সেটাতে চিপস, বিস্কিট ইত্যাদির প্যাকেট ফেলবেন এবং সেই আবর্জনা বহন করে নিয়ে এসে সঠিকভাবে ডাস্টবিনে ফেলবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার পোস্টের আগের পোস্টটা সিলেটের।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৪

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: সুনামগঞ্জের। সিলেট আর সুনামগঞ্জ আলাদা জেলা। যদিও একই বিভাগের।

২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:২২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সিলেট আসলেই খুব সুন্দর বিভাগ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ। রাতারগুল, টাংগুয়া, হাকালুকি, জাফলংয়ের মতো দর্শনীয় জায়গাগুলিতে যেতে অনেক ঝামেলা পোহাতে হয়। যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে চট্টগ্রামকে পেছনে ফেলে সিলেটই হতো বাংলাদেশের এক নাম্বার পর্যটনকেন্দ্র।
হবিগঞ্জে ছিলাম অনেকদিন। শ্রীমঙ্গল হচ্ছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান। বিদ্যুতের বেহাল অবস্থা না থাকলে থেকে যেতাম।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: কথা ঠিক। এবং যোগাযোগ ব্যবস্থা ভালো করার ব্যাপারে তাদের মাথাব্যথাও নাই। চাটগাইয়ারা ট্যুরিজম এবং ব্যবসার গুরুত্ব ভালো বোঝে।

৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

রক বেনন বলেছেন: অবশ্যই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। সাথে সবসময় একটা পলিব্যাগ রাখবেন, সেটাতে চিপস, বিস্কিট ইত্যাদির প্যাকেট ফেলবেন এবং সেই আবর্জনা বহন করে নিয়ে এসে সঠিকভাবে ডাস্টবিনে ফেলবেন।

এই লিখাগুলো কাগজে বড় বড় অক্ষরে লিখে টুরিস্ট দের গলায় ঝুলিয়ে দেয়া উচিত। তাতে যদি কিছুটা কাজ হয়!

৪| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

রক বেনন বলেছেন: আসাদ ভাই, চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা খারাপ হলেই ভাল হতো। অন্তত আমাদের পার্বত্য অঞ্চল আর সামুদ্রিক অঞ্চল আস্তাকুড়ে পরিণত হতো না!

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: হা হা হা। ভালো যোগাযোগ ব্যবস্থা খারাপ না করে খারাপ মানসিকতা ভালো করে ফেললেই সমস্যার সমাধান হয়ে যাবে। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ইনশাল্লাহ আমরা পুরোপুরি আলিফ হয়ে যাবো একসময়।

৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আসাদুজ্জামান ভাই আপনি কি সিলেটের অধিবাসী??

১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:২২

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: নাহ ভাই, সিলেটের লোকাল না। তবে সিলেটবাসী বলেছে যে, আর ৩ বছর থাকলেই তারা আমাকে এলাকার পাসপোর্ট দিয়ে দিবে। ১০ বছর নাকি থাকা লাগে এখানকার পাসপোর্ট পাওয়ার জন্যে। হা হা হা।

৬| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হেহেহে... ১০ বছর লাগবে না আপনি আমার বাসায় আসুন ১ঘন্টায় সিলেটি ভাষা শিখিয়ে পার্মানেন্ট সিলেটি করে দিবো! :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.