নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ কেন্দ্র রাশিয়া

জাহিদ আহমেদ

। জন্ম বাংলাদেশে। ঐতিহাসিক জন্মভূমি।

জাহিদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তুর্কি- যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪০

সিরিয়ার আকাশে পেট্রোল দেয়ার সময়ে একটি রাশিয়ান সু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক বিমান বাহিনী। এর আগে তারা সারা সীমান্ত খুলে রেখেছিল আইসিসের জন্য, মেডিকেল হেল্প দিয়েছে আইসিসকে, সীমান্ত দিয়ে পালাবার ব্যবস্থা রেখেছে। দুনিয়ার সবার যখন আইসিসের বিরুদ্ধে এক অবস্থায় যাবার দরকার, তখন তারা এই কাহিনী ঘটালো, আর অইদিকে আন্তর্জাতিক কূটনীতিকরা, এবং ফ্রান্সের প্রেসেডেন্ট চেষ্টা করছেন পুতিন-ওবামাকে এক টেবিলে বসাবার জন্য-আইসিসের বিরুদ্ধে লড়বার জন্য।
রাশিয়ার ৭০ ভাগ পর্যটক বেড়াতে যায় তুরস্কে, তুরস্কের হোটেলের বেলবয়ও রাশান ভাষা বলে, এমনই সেখানে রাশান ট্রাফিক, রাশিয়ায় আসে তুরস্কের বানানো কাপড়, কার্পেট, অথচ সেই রুশদের বিমান নামিয়ে দিল তুর্কিরা।
রুশরা চুপ করে থাকবে না, এইটা বিশাল ইন্টারন্যাশনাল প্রভোকেশন হয়ে গেল।
নতুন ছাগলের উথান হয়েছে, ছেড়ে দিতে হবে তাকে স্থান। একেবারে মধ্যিপথে ছাগলা খামি দিয়েছে ছাগলটি।
-
Taosif Hamim
++++++++++++++++++++++্
প্রথমে বিনা উসকানিতে রাশিয়ার সুখোই-২৪ ফাইটার জেট ফেলল তুরস্ক। একজন পাইলটকে হত্যা করেছে বিদ্রোহীরা, ভিডিও প্রকাশ করেছে। আরেক পাইলটকে খুজতে রাশিয়ার রেসকিউ কনভয়ের উপর বিদ্রোহীদের হামলা, হেলিকপ্ট্র ধ্বংস, এক সৈন্য নিহত।
যা হোক, শর্ষের মধ্যে ভুত, জিনিসটা প্রমাণ হল। ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলো।
আইএস এর চোরাই ক্রুড অয়েল এর সবচেয়ে বড় ক্রেতা টার্কি। একজন পানির দামে তেল কিনছে, আরেকজন সিরিয়ার তেল বেচছে সস্তায়, দুজনের লাভ। আইএস, টার্কি; দুজন দুজনার।
জোক এপার্ট, আফটারম্যাথ খুবই ক্রুশিয়াল। ন্যাটো তুরস্কের পাশে থাকবে, তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে। বারাক হুসেইন ওবামা ভাইসাহেব বাছবিচার ছাড়াই টার্কির সাফাই গাইলেন, ঠিক করেছে, বেশ করেছে বলে।
ভ্লাদিমির পুতিন সাহেব মোহনদাস করমচাদ গান্ধি না, প্রতিউত্তর যে দিবে তা তো নিশ্চিত। কিন্তু সেইটা কোন দিক দিয়ে, প্রকাশ্যে না অপ্রকাশে, সেইটাই দেখার বিষয়। টার্কির সাথে সরাসরি কনফ্রন্টেশনে না গিয়েও "খবর" করে দেবার মত উপায় যথেষ্ট আছে। টার্কিস কুর্দিদের হালকা পাতলা সমর্থন দিলেই তুরস্ক পুরাই পাকিস্তান/আফগানিস্তান হয়ে যাবে, বলার অপেক্ষা রাখেনা। কী হয় দেখা যাক------------------Al Hasan


Turkish are the nation, who genocided Armenians and Assurians.
No body belives them. Just like Jews. Never belive them.
See what they did with Russia!
Russia should reply it as soon as possible.

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

গোলক ধাঁধা বলেছেন: আইচছা

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৬

আমাদের ইয়াহু বলেছেন: যে যার স্বার্থ নিয়ে ব্যাস্ত। ফ্রী সিরিয়ান আর্মি রা ওই এলাকায় ততপর। আর আইএস দমনের নামে পুতিন ফ্রী সিরিয়ান আর্মিদের টার্গেট করছেন শুধু আসাদকে রক্ষার জন্য। তুরস্ক কি ছেড়ে দেবে?

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ইসরাইল প্রেমিরা এই ছাড়া আর কি বা করতে পারে?? আইএস এর চিকিৎসালয় শুনেছিলাম ইসরাইলের গোলান হাইটসে! আইএস এর সাথে লড়ছে কুর্দিরা সুতরাং তুরাস্ক কুর্দিদের দমনের জন্য সিরিয়া আর ইরাকে হামলা চালিয়েছে এখন আবার রাশিয়ায় বিমানে হামলা চালালো, নিশ্চিত মিস্টার পুতিন ছেড়ে দেবেন না। আর আইএস যে পশ্চিমাদের তৈরি এটা তো এখন সবার জানা আর নিজেদের তৈরি অস্ত্রকে রক্ষায় অ্যামেরিকা ন্যাটো এক হবে এটাই স্বাভাবিক এমনকি ফ্রান্সে হামলা নিয়েও কিছু কথা থেকে যায় এখনো নাকি মূল হামলাকারী গ্রেফতার হয় নাই!!!

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

কোলড বলেছেন: Foreign policy is not your forte. Before vomitting on the blog read some books on geopolitics, esp the one by Kissinger.

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

শাহাদাত হোসেন বলেছেন: লাভের পথ বন্ধ হইলেতো সবার একটু চুলকানি উঠে

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

বাংলার জামিনদার বলেছেন: দেখা যাক, রাশিয়া কি করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.