নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Great Minds Discuss Ideas... Average Minds Discuss Events... Small Minds Discuss People

ফিবোনাকি

.... হায় চিল, ধূসর চোখের চিল, তুমি আর উড়ে উড়ে তাকিয়ো না পৃথিবীর দিকে ......

ফিবোনাকি › বিস্তারিত পোস্টঃ

P2P সফটওয়্যার Ares

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১০

Ares হল P2P (পেয়ার টু পেয়ার) ফাইল শেয়ারিং সফটওয়্যার। হয়তো আপনারা

অনেকেই প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন P2P অথবা bittorrent

সফটওয়্যার ব্যবহার করেছেন। কিন্তু আমার কাছে Ares কে সবচায়তে ভালো মনে

হয়েছে। কেন? কারন এটা ব্যবহার করা সহজ। এখন Ares সম্পর্কে কিছু

সাধারণ তথ্য দিচ্ছিঃ



১) Ares একটি ফ্রি ওপেন সোর্স ফাইল শেয়ারিং প্রোগ্রাম।

২) এর সর্বশেষ ভার্সন BitTorrent এবং Shoutcast Radio Stations সাপোর্ট করে।

৩) আপনি Ares এর মাধ্যমে মিউজিক থেকে মুভি, সবকিছুই ফ্রি ডাউনলোড করতে পারবেন।

৪) সম্পূর্ণ মুভি ডাউনলোড না করেও প্রিভিউ দেখা যায়। এর ফলে ফাইল এর প্রিন্ট কোয়ালিটি সম্পর্কে আগেই ধারনা পাওয়া যায়।

৫) এর সার্চিং সাকসেস রেট খুব ভাল।



বাকিটা এই লিঙ্ক থেকে জেনে নিন http://aresgalaxy.sourceforge.net/



লক্ষ্য করুনঃ

--> যেসব মুভি ফাইল এর এক্সটেনশন .xvid, .DVDrip সেসব ফাইল ডাউনলোড করুন। সাধারন ভাবে তাদের প্রিন্ট কোয়ালিটি ভাল হয়।

--> কিছু Codec ইন্সটল করার প্রয়োজন হতে পারে যেমনঃ "XVid" অথবা "AC3 audio filter" । এই লিঙ্ক হতে প্রয়োজনীয় Codec অথবা plugins খুজে নিন http://www.wmplugins.com/

--> যেকোন ফাইল/কন্টেন্ট ডাউনলোড করার পূর্বে খেয়াল করুন কতজন ইউজার এর কাছে উক্ত ফাইল/ কন্টেন্টটি আছে। ইউজার সংখ্যা বেশি হলে আপনি ডাউনলোড স্পীড বেশি পাবেন।



কোন প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন।



ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৫

আমিই মিরজা বলেছেন: আমার নেটের লাইনে পিটুপি অফ আছে। প্রক্সি দিয়ে কোনোভাবে ইউজ করা যায় না?

২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

নাফিস ইফতেখার বলেছেন: যেসব মুভি ফাইল এর এক্সটেনশন .xvid, .DVDrip সেসব ফাইল ডাউনলোড করুন। সাধারন ভাবে তাদের প্রিন্ট কোয়ালিটি ভাল হয়।

ভুল। .xvid, .DVDrip এগুলো কোন ফাইল এক্সটেনশন নয়। এগুলো ফাইল নেইমেরই একটি অংশ। My Computer এ গিয়ে Tools > Folder Options > View এ গিয়ে Hide file extensions for known file types এর টিক মার্ক তুলে দিয়ে Apply দিলে ফাইলের আসল এক্সটেনশন পাওয়া যাবে। টরেন্টে এ্যাভেলেবল ম্যুভি ফাইলগুলো নাধারণত .avi, .mp4, .mkv এক্সটেনশনের হয়ে থাকে।

Codec এর জন্য মাথাব্যথা দূর হয়ে যাবে নিম্নোক্ত Player গুলোর যেকোন একটি ইন্সটল করলেই। কষ্ট করে খুঁজতে হবে না:

১. KMPlayer
২. VLC media player
৩. K-Lite Codec Pack

ইউজার সংখ্যা বেশি হলে আপনি ডাউনলোড স্পীড বেশি পাবেন।

এটাও ঠিক নয়। ইউজার সংখ্যা বেশি হলে ডাউনলোড স্পীড বেশি একমাত্র তখনই হবে যখন Seeder এর সংখ্যা Leecher এর চাইতে বেশি হবে। Seeder এর সংখ্যা Leecher এর চাইতে কম হলে ডাউনলোড স্পিড অনেক কম হবে.........

৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

আমিই মিরজা বলেছেন:

৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০

নাফিস ইফতেখার বলেছেন: @আমিই মিরজা: আপনার সমাধান এই পাতায় আছে: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.