নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন শ্রমিক

জার্জীস আহমেদ

স্বপ্ন শ্রমিক

জার্জীস আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুদিবসের প্রাথর্না।

০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৫

হে মালাকুল মউত, হে বিশ্বব্রহ্মান্ডের অধিকর্তা.. হে আমার প্রভু.. আমার পাপ পুন্যের হিসাব নিয়ে আমাকে দোজখে নিক্ষিপ্ত করো.. আর পুন্যের পাল্লা ভারি হলে বেহেশতের তালিকা থেকে আমার নাম মুছে দিও। আমি বেহেশতে যেতে চাইনা আমার দয়াল প্রভু.. বেহেশতের দুধের নহর, আপেল নাশপাতি আর লক্ষ লক্ষ হুরিদের সাথে আদিমতার কোন ইচ্ছাই আমার নেই। তার বদলে আমার পুন্যের উছিলায় আমাকে বন্ধুদের সাথে একটি বারের জন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সুযোগ করে দিও আমার দয়াল প্রভু, হে দোজাহানের মালিক। আমি বন্ধুদের সাথে ভিসির বাসার সামনের তেতুল তলা দিয়ে হাটব। টিএসসির বিস্বাদ চা ও পুরি খাব। সুলতানা রাজিয়া হলের নবাগত হুরদের জন্যে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকবো।

সন্ধ্যা নামলে বন্ধুদের হাত ধরে সুলতানা রাজিয়া তওয়াফ করবো.. বৈতরনী নদী ব্রহ্মপুত্রের তীর ধরে হাঁটব। ফেরার পথে সুলতানা রাজিয়ার রুমগুলোর দরজায় লাগানো সেলিব্রেটিদের পোস্টার বা তারও ওপারে হুরিদের ‌'বিছানায় শুয়ে থাকা' দেখার তীব্র বাসনায় উকি দিতে দিতে রুমে ফিরব। চৈত্র সংক্রান্তি বা থার্টি ফাস্টের রাতে থালা বাটি বাজাতে বাজাতে সুলতানা রাজিয়ার সামনে রোজ হাশরের গনজমায়েত করবো। ওরা তখন হলের ছাদ থেকে আমাদের তারুন্যকে উৎসাহিত করবে।

ফাস্ট ইয়ারের পান্না, ফাস্ট ইয়ারের তানিয়া, ফাস্ট ইয়ারের ছন্দা, ফাস্ট ইয়ারের শিখা ও ফাস্ট ইয়ারের অন্যান্য হুরিদের দিকে তাকিয়ে থাকব আর রাতের পর রাত ওদের কথা ভাবব.. (কারন সেকেন্ড ইয়ারের পর থেকেই ওরা নিজেদের বড়দের জন্যে ঘোষনা দিয়ে বড়দের সাথে সখ্যতা করে)। হে মালাকুল মউত, হে দোজাহানের মালিক, হে অসম্ভবকে সম্ভবকারি.. একটি বারের জন্যে তুমি যার যার সংসার থেকে ছুটির ব্যবস্থা করে এক জোছনা রাতে রেলগেট পার হয়ে খামার পর্যন্ত একসাথে 'প্লেটনিক হাঁটা'র সুযোগ করে দাও।

রোজ হাশরের উত্থানের দিনে আমার চারপাশে যেন কেবল আমার বন্ধুরাই থাকে দয়াল প্রভু। সকল কর্মক্ষেত্রে আমার বন্ধুরাই যেন কেবল সফল হয়। অর্থ-সম্পদ-ব্যক্তি প্রতিষ্ঠার এই যুগে কেবল আমার বন্ধুরাই যেন সম্পদশালী হয়। ওদের সবার বয়স যেন আটকে থাকে চির তারুন্যে ম্যাজিক সময়ে। শুন্য পয়সা মিনিটের এফএনএফ, ইয়াহু, গুগল, এফবি, স্কাইপি নেটওয়ার্কে অনবরত হৃদয়িক ডাটা ট্রান্সফারের ব্যবস্থা করে দাও। ওরা ওদের স্বামী অথবা স্ত্রীদের যেন সফলভাবে বশীভুত করতে পারে। ডমেস্টিক পার্টনার ও সন্তানদের নিয়ে ওদের সংসার যেন জান্নাতুল ফিরদাউস হয়ে যায়।

আমিন আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২৯

tzahid বলেছেন: Vai, apnar moto nissartho bondhu ami ever never dekhi nai, je kina bondhuder jonno behest, gulman huri sob tag kore. Apnar moto bondhu Provu sobar jibone firiye din.

২| ১২ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: অদ্ভুত সুন্দর একটা পোস্ট। একটা মানুষ ক্যাম্পাসে কতোটা মজা করলে এরকম একটা পোস্ট দিতে পারে তাই ভাবছি, আর নিজের ক্যাম্পাস লাইফের সাথে তুলনা করছি ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫০

জার্জীস আহমেদ বলেছেন: এটা নস্টালজিয়া। ক্যাম্পাস ও আমার বন্ধুরা আমার কাছে স্বর্ণসম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.