![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।
(প্রেমিকের কাছে নতুন বছর)
নতুন বছর এলে আমি
নতুন স্বপ্ন বুনি
প্রতিবছর কতগুলো
প্রেম হলো তা গুনি।
গুনে গুনে দেখেছি ভাই
হয়েছে সেঞ্চুরী
তবু আমি প্রেমের আশায়
পথে পথে ঘুরি।
এবার আমি নিউ ইয়ারে
এই করেছি পণ
প্রেমের পথে প্রেমিক হয়ে
খেলবো আজীবন।
(ঋণগ্রস্থের কাছে নতুন বছর)
নতুন বছর এলেই আমার
ধুকপুকুনি বাড়ে
না জানি ভাই পাওনাদারে
কখন চাপে ঘাড়ে।
দিনে দিনে চাল ডাল আর
বাড়ছে নুনের দাম
জীবন এখন হাপসে ওঠে
বেরিয়ে আসে ঘাম।
আর একবার ধার নিতে চাই
নেব গলায় দড়ি
কিছু টাকা ধার দাওনা
তোমার পায়ে পড়ি।
(গরীবের নতুন বছর)
নতুন বছর এলেও আমার
যায় আসেনা কিছু
অভাবটা যে তবু সদা
থাকেই পিছু পিছু।
তোমার কাছে নতুন বছর
নতুন স্বপ্ন আকা
ক্ষুধার জ্বালায় আমি কাদি
বুকটা আমার খা খা।
গরীব যারা তাদের কাছে
কিছুই নতুন নয়
নতুন বছর মানেই তাদের
মনেতে সংশয়।
জাজাফী
এস এম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
zazafee
sm hall , Dhaka University
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।