নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবরী চুলের এক সাদামাটা ছেলে\nআমিকি লালন?\nএখনো কেবলই বুকে\nতোমায় করেছি পালন।

zazafee

যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।

zazafee › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদী শাহবাগ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

প্রতিবাদী শাহবাগ



আঘাতের পর আঘাত সয়েছি

সেই দিন আজ শেষ

আবারো দুহাতে অস্ত্র ধরবো

বাচাবো বাংলাদেশ।



ঘাতকেরা আজো তোমার এই দেশে

দম্ভেতে পথ চলে

শহীদ মিনারে দাড়িয়ে এখনো

উচু স্বরে কথা বলে।



ওদের কপালে খড়ম ঠেকিয়ে

এবার মারবো লাথি

গোরস্থানের কবরেতে যেন

শুতে হয় রাতারাতি।



দেখবে তখনও কাফন বাধিয়া

আমিও রয়েছি পাশে

ভরে ফেল পথ সারা বাংলার

দেশদ্রোহীর লাশে।



বঙ্গবন্ধু তর্জনী নেড়ে

নাইবা ডাকুক তোমায়

তাই বলে তুমি মুক্তিযোদ্ধা

থাকবেকি তবু ঘুমায়।



আবার তোমাকে জাগতেই হবে

জেগে ওঠো মহাবীর

আকাশের পানে আরো উচু করো

তোমার উদ্ধত শির।



জেগে ওঠো সব বীর যোদ্ধা

হাতে নাও হাতিয়ার

স্বাধীন দেশের শত্রু যাহারা

করে দাও ছারখার।



অপমানের এই জ্বালা বুকে নিয়ে

কত কাল বেচে রবে

একাত্তুরের মুক্তিযোদ্ধা

কবে তুমি খ্যাতি পাবে।



আবার একটা মুক্তিযুদ্ধ

এই দেশে হতে হবে

সোনার বাংলা সত্যি হয়তো

সেইদিনই সোনা হবে।



বজ্রমুষ্ঠি করেছি যখন

আর নয় ছাড়াছাড়ি

মানবোনা আর নিরবে আমরা

তোমাদের বাড়াবাড়ি।



অত্যাচারিকে আঘাতে আঘাতে

ভূলুন্ঠিত করে

তবেই আমরা শান্ত হবো

ফিরবো আপন ঘরে।



মুক্তিযোদ্ধা কতকাল তুমি

অপমান সয়ে যাবে

মরণের ক্ষণ এসেইতো গেল

কবে স্বাধীনতা পাবে।



নয় মাস তুমি যুদ্ধ করেছ

সেই যুদ্ধ কি শেষ

সেই যুদ্ধেকি শত্রু মুক্ত

হয়েছে বাংলাদেশ!





আজো এই দেশে আনাচে কানাচে

শত্রুর চলাফেরা

আজো এই দেশ স্বাধীন কিনা

বলতে পারিনা মোরা।



একাত্তরের অপরাধী যেথা

উচু স্বরে কথা বলে

তিরিশ বছর পরেও এখনো

নির্ভয়ে পথ চলে।



সেই দেশে তুমি মুক্তি যোদ্ধা

বলো যুদ্ধকি শেষ

তিরিশ বছরে পেয়েছকি খুজে

স্বাধীন বাংলাদেশ।



বৃদ্ধ বয়সে আবারো বন্ধু

জেগে ওঠো জেগে ওঠো

আবার যুদ্ধ করতেই হবে

সম্মুখ পানে ছোটো।



আর কারো কাছে বিচার চাহিয়া

করবোনা নত শির

সবার উর্ধে উঠবো আমরা

আমরাই মহাবীর।





(জাজাফী)

এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

Click This Link

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

মো কবির বলেছেন: আমরা ফাসি ছাড়া আর
কিছুতেই রাজপথ ছাড়বোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.