নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবরী চুলের এক সাদামাটা ছেলে\nআমিকি লালন?\nএখনো কেবলই বুকে\nতোমায় করেছি পালন।

zazafee

যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।

zazafee › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সাহসে ভর করে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১



ভালবাসার সাহসে ভর করে



ভালবাসতে গেলে একটু আধটু বাধা আসবেই

বন্ধুত্বের মধ্যে দূরত্ব বাড়বে,হয়তো সে শত্রু হয়ে যাবে

ভাই হয়ে দাড়াবে পথের কাটা

হয়তো অতি আদরের বোনটাও মুখ ফিরিয়ে নেবে

তাই বলে ভালবাসা থমকে দাড়ালে তা আর ভালবাসা হলো কি করে।





তুমি যাকে ভালবাসলে তাকে বলে দাও

ভালবাসা হয়ে ওঠার আগের সম্পর্কটা ভুলে যাও

যা ছিল সেটাতো অতীত,সামনে তোমার সীমাহীন আকাশ

মুক্ত বিহঙ্গের মত ডানাই যদি মেলতে না পার

তবে এই সমুদ্রসম ভালবাসা তুমি জমিয়ে রেখেছ কার জন্য।



কথা গুলো বলার পর ভালবাসার মানুষটি কি বলবে

মূখ ফিরিয়ে নেবে কিংবা ঘৃণা করবে সেটা ভেবে অস্থির কেন তুমি?

ভেবে নাও সে তোমার আহ্বানের জন্যই অপেক্ষায় আছে

ভেবে নাও সে তোমার জন্যই জন্মেছে

না হয় মূখ ফিরিয়েই নিল,তাওতো জীবনে একবার হলেও

তুমি তাকে বলতে পেরেছ,আমি তোমাকে ভালবাসি।



এখানেই সমাপ্তি ভেবে বসে পড়া মানে বোকামী

শেষ নিঃশ্বাস তুমি এখনো নাওনি

তবে কেন তুমি ভালবাসার কথা বলতে আজ দ্বিধান্বিত?

বুক ভরা যার এতো ভালবাসা, সে কিনা ভীতু বালকটির মত বসে আছে

বুকের ভালবাসার সাহসে ভর করে মাত্র এক বার বলেই দেখনা

চন্দ্রমূখী আমি তোমাকে ভালবাসি,দেখইনা সে কি বলে।





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.