![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।
ওদের ফাসী চাই
শহীদ বেদীটা আরেকটু উচু হলো
ওখানে আজ ফুল দিতে এসেছিল কিছু তরুন
ভাইয়ের হাত ধরে এসেছিল তের বছরের মুনা
মাথায় লাল ফিতা বেধে আরও এসেছিল মুক্তিযোদ্ধা।
শাহবাগ থেকে কতইবার দূর
একটু হেটে গেলেই মেডিকেল মোড়
সেখানে ঠায় দাড়ানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদবেদী
ফুলে ফুলে ভরে ওঠা বেদীর পাশের দেয়ালে দেয়ালে
শোভা পাচ্ছে চল্লিশ বছরের ফিকে হয়ে যাওয়া দাবী
ওদের ফাসী চাই।
আম্রকাননে নতুন মুকুল আসার আগে
গাছি গাছ থেকে খেজুর রসের ভাড় নামানোর আগে
নবগঙ্গার মাঝি নৌকায় পালতোলার আগে
ওদের ফাসী চাই।
গগণ বিদারী চিৎকারে এ আকাশ ফাটিয়ে দাও
শাহবাগ মোড় থেকে যে কন্ঠে কবির সুমন গান গেয়েছিল
সেই কন্ঠের ধ্বনি প্রতিধ্বনিতে বীণার তার ছিড়ে ফেল
এক সাথে বলে ওঠো ওদের ফাসী চাই।
জাজাফী
উত্তরা,ঢাকা-১২৩০
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
zazafee বলেছেন: ধন্যবাদ। অবশ্যই সবাই মিলে আমরা এগিয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
হিমরাজ ব্লগ বলেছেন: আসুন একতাবদ্ধ হই। আমাদেরকে সমৃদ্ধ করুন, সহযোগিতা করুন, সমর্থন দিন, পরামর্শ দিন। জয় বাংলা। আমাদের ব্লগ এর লেখা পড়ুন এবং শেয়ার করুন।
http://www.somewhereinblog.net/blog/Himraz