নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

আহসান হাবীব (আমি কোনো আগন্তুক নই)

০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৪

আসমানের তারা সাক্ষী

সাক্ষী এই জমিনের ফুল, এই

নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী

সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী

পূবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের পালে স্থিরদৃষ্টি

মাছরাঙা আমাকে চেনে

আমি কোনো অভ্যাগত নই

খোদার কসম আমি ভিনদেশী পথিক নই

আমি কোনো আগন্তুক নই

আমি কোনো আগন্তুক নই, আমি

ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে

এখানেই থাকি আর

এখানে থাকার নাম সর্বত্রই থাকা -

সারা দেশে।



আমি কোনো আগন্তুক নই। এই

খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের

পাখিরা আমাকে চেনে

তারা জানে আমি কোনো অনাত্মীয় নই।

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী

সাক্ষী তার চিরোল পাতার

টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা

নিশিন্দার ছায়া

অকাল বার্ধক্যে নত কদম আলী

তার ক্লান্ত চোখের আঁধার

আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি

জমিলার মা'র

শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি

সে আমাকে চেনে।



হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো

আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো

মাটিতে আমার গন্ধ, আমার শরীরে

লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।



আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।



দু'পাশে ধানের ক্ষেত

সরু পথ

সামনে ধু ধু নদীর কিনার

আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর

মুগ্ধ এক অবোধ বালক।





**ধ্রূপদী, আপনার অনুরোধের পর নেট ঘেটে আহসান হাবীবের কবিতা এই একটাই পেলাম। কবিতাটি victorian.fortunecity.com থেকে পাওয়া।***

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৩২

মৃন্ময় আহমেদ বলেছেন: একটা সংশোধন প্রয়োজন- অনুরোধ করেছিলেন ধ্রুপদী।
কবিতার জন্য ধন্যবাদ।

২| ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৪৭

ধ্রূপদী বলেছেন: :) ধন্যবাদ মৃন্ময় ও বই পাগল।
এই কবিতাটা আমিও পেয়েছি নেটে কিন্তু আহসান হাবিবের আর কোনো নাই সেখানে। আপনি কি অন্য কোনো কবিতা দিতে পারবেন?

৩| ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫৭

ভাস্কর চৌধুরী বলেছেন: দারুন ছবি @ দারুন কবিতা
ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৪২

বইপাগল বলেছেন: ধন্যবাদ মৃন্ময় আহমেদ, সংশোধনের জন্য। আসলে এই পোস্টের আগে আমি আপনার পোস্টের থেকে ঘুরে এসেছিলাম বলে মাথায় আপনার নামটাই ঘোরপাক খাচ্ছিলো।

ধ্রূপদী, আশা করি কিছু মনে করেননি। ইনশাল্লাহ, আমি আরো আহসান হাবীবের আরো কবিতা পেলে সাথে সাথে পোস্ট করে দেবো। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাস্কর চৌধুরী, ছবিটা নেট ঘেটেই পাওয়া, সোর্সটা ভুলে গেছি তাই উল্লেখ করতে পারিনি।

৫| ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৫২

চানাচুর বলেছেন: দারুন।

৬| ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:১৫

বইপাগল বলেছেন: ধন্যবাদ চানাচুর

৭| ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৪

আশফাকুর রহমান বলেছেন: ধন্যবাদ বইপাগল আহসান হাবীবের কবিতা দেয়ার জন্য।
তা ভাইয়া বাউন্ডুলের প্রতিশব্দ জানেন নাকি? আমার ঐ লেখাটা বাউন্ডুলে টাইপ। নাম পাচ্ছিলাম না, তাই রম্যরচনা দিয়েছিলাম। আপনি যদি এবার বাউন্ডুলে হিসাবে আরেকবার পড়তেন তাহলে ভালো হত। Click This Link

৮| ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০১

মৃন্ময় আহমেদ বলেছেন: তুমি
- আহসান হাবীব

আমার একটাই গন্তব্য ছিলো, তুমি।
তোমারও গন্তব্য আছে তাই
বার বার তোমাকে হারাই
ভুল পথে ক্লান্ত হই, নিজেরই অজ্ঞাতে বার বার
নিজের দরজায় এসে দাঁড়াই এবং
আমার একটাই গন্তব্য থাকে, তুমি।

৯| ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৪

বইপাগল বলেছেন: সঙ্কলন-সমাচার
- আহসান হাবীব

বন্ধু চায় কবিতা, সে নাকি মনস্থির করেছে আবার।
সাহিত্যের সঙ্কলন প্রকাশের গুরুতর ভার
আবার নিয়েছে তার ভাঙা কাঁধে, প্রতিজ্ঞা অটল,
কাঁধের অস্তিত্ব যাক, তবুও সাহিত্য-শতদল
কিঞ্চিত সিঞ্চনে হোক সঞ্জীবিত - অধম জীবন
যায় যাক, বেঁচে থাক জীবনের এ অমূল্য ধন।

কাজেই কবিতা চাই পত্রপাঠ। সেই পত্রপাঠে
গৃহিণী কঠিন কর বারবার হানেন ললাটে,
বলেন, আহারে বাছা, কেই নেই দেখার-শোনার
তাই বুঝি কাজ ফেলে অকাজের এমন কারবার।
তুমি তো এদেরই বল বিজ্ঞজন, বুঝি আমি সব -
বয়স্ক অবোধ শিশু - এরাই তো তোমার বান্ধব !

বুদ্ধির সুফল কিছু তুলে দিয়ে খোলা হাতে তার
বললাম বিনয়ে তাকে, শিশুদের যা কিছু কারবার
শিশুরাই ভালো বোঝে; খুশিমতো ওরা যাক খেলে
পারে যদি, সংসারের কঠিন এ-পথে কিছু ফুল যাক ফেলে।

১০| ০৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:০৪

ধ্রূপদী বলেছেন: দারুন।
মৃন্ময় ও বইপাগলকে ধন্যবাদ।
আরো দেয়া যায়না?

১১| ০৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:০৯

এক পশলা বৃষ্টি বলেছেন: ভাল লাগলো...

১২| ০৬ ই জুলাই, ২০০৭ রাত ১১:৩৪

বইপাগল বলেছেন: আসছে, অপেক্ষা করুন, আবারও কবিতা পড়ার নেশায় পেয়েছে আপনার কারণে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.