নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

বইবার শক্তি নেই এমন বোঝা কারও ওপর চাপিয়ে দেন না আল্লাহ তায়ালা

১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৪

- হারুন ইয়াহিয়া



পরম করুণাময় সহৃদয় ও ন্যায়বিচারক আল্লাহ তায়ালা সবকিছুর মধ্যেই স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন এবং মানুষকে পরীক্ষা করেন তার সামর্থ্যের সীমার মধ্যেই। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে যে ধরনের প্রার্থনার নির্দেশ দেন, তাকে পরীক্ষা করার জন্যে যেসব দুর্বিপাকের সৃষ্টি করেন এবং যে সকল দায়িত্বে তাকে দায়বদ্ধ করেন সেসবই ব্যক্তিগতভাবে তার সামর্থ্যের অনুপাতেই করে থাকেন। ঈমানদারদের জন্যে এটি একটি সান্ত্বনা ও আশা এবং আল্লাহর করুণা ও অনুকম্পার অভিব্যক্তি। কোরআনে এই রহস্যটি আল্লাহ তায়ালা উন্মোচন করেছেন এই মর্মেঃ

'... আমি (কখনো) কারো ওপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না, যখনি তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা (তোমাদের একান্ত) আপনজনের (বিরুদ্ধে)-ও হয়, তোমরা আল্লাহ তায়ালাকে দেয়া সব অংগীকার পূরণ করো (এ হচ্ছে আরো কতিপয় আদেশ); এর মাধ্যমে আল্লাহ তায়ালা তোমাদের আদেশ দিয়েছেন (তোমরা যেন এগুলো মেনে চলো), আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে।' (সূরা আল আনয়াম, আয়াত ১৫২)



'... যারা (আমার ওপর) ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি (তাদের) কারো ওপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না, এ (নেক) লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে।' (সূরা আল আ'রাফ, আয়াত ৪২)



'আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না, (প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত) একটি গ্রন্থ আমার কাছে (সংরক্ষিত) আছে, যা (তাদের অবস্থা ঠিক) ঠিক বলে দেবে, আর (এ ব্যবস্থাপনায়) তাদের ওপর কোনো যুলুম করা হবে না।' (সূরা আল মোমেনুন, আয়াত ৬২)







*** অনুবাদ করেছেনঃ আবুল বাশার ***

মন্তব্য ১০ টি রেটিং +২/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৬

নীতিশ বৈরাগী বলেছেন: সুরা অনুবাদ বাদ দিয়া আবার বাটপারের বই অনুবাদে লাগলেন ক্যা?

২| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯

বইপাগল বলেছেন: বৈরাগী সাহেব? কেমন আছেন? কোনো সমস্যা? @নীতিশ বৈরাগী

৩| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৪

দ্বীপবালক বলেছেন: পঞ্চমায়িত।

৪| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪০

সারওয়ারচৌধুরী বলেছেন: আসসালামু আলাইকুম

৫| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৬

বইপাগল বলেছেন: ধন্যবাদ @দ্বীপবালক

@সারওয়ারচৌধুরী - ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। ভালো আছেন তো সারওয়ারচৌধুরী ভাই?

৬| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৪

সারওয়ারচৌধুরী বলেছেন: জ্বি, আলহামদুলিল্লাহ।
বিরক্ত হয়ে গেছি একটা গানের লিংক দেয়ার চেষ্টা করতে করতে। সিস্টেম অনুযায়ীই করছিলাম। কিন্তু কম্পিউটার সাপোর্ট করছে না। একটা চটকনা মাইরা কম্পিউটারের দুইটা দাতও ফালাইলাম! তবু শালা কথা শুনে না! বুঝছি, এখন আর হবে না। অফ যেতে হচ্ছে।

আপনিও ভালো থাকুন।
আল্লাহ হাফেজ

৭| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬

প্রশ্নোত্তর বলেছেন: জ্বী নহে... আল্লাহ তা'লা বাঙ্গালীর বইবার ক্ষমতা নেই জেনেও তাদের উপর পাকিস্তানীদের চাপিয়ে দিয়েছিলেন!

৮| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২০

সারওয়ারচৌধুরী বলেছেন: ক্ষমতা ছিলো বলেই আমরা তাদের বেইজ্জত করে তাড়াতে সক্ষম হয়েছিলাম@প্রশ্নোত্তর

৯| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৭

প্রশ্নোত্তর বলেছেন: তাইলে আল্লাহই দিছিলো আবার আল্লাহই নিয়া গেলো... হুমমমম... চিনা চিনা লাগে কতাখান!

১০| ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪২

বইপাগল বলেছেন: ভালোই জবাব দিলেন। @সারওয়ারচৌধুরী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.