নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই, জানাতে চাই....

আমি একজন সাধারন মানুষ।

জীবরান

কেন এই নি:সঙ্গতা, কেন এই মৌনতা, আমাকে ঘিরে....

জীবরান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি...

০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৭

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি...

আপা,

আসসালামুয়ালাইকু ম। আপনার এই জনসমক্ষেব্যক্তিগত নাম্বার প্রকাশে সত্যিই আনন্দিত হয়েছি, সত্যিই যেন এরপরে আপনি জনগণের নেত্রী হয়ে গেলেন, জনতার যেন খুব কাছাকাছি এসে পড়লেন, অন্তত মনে বল পাচ্ছি খুব বিপদে কেউ একজনকে ফোন দেয়া যাবে। আমার চাকরী চলে গেছে- পনেরো তারিখের মধ্যে চাকরীর কোন খোঁজ না পেলে ভাবছি আপনাকে একটা ফোন দেবো, কালকে রাতে বাসায় আসার সময় পুলিশ আমার সাথে বাজে ব্যবহার করেছে- তারপরেই ভেবেছিলাম আপনাকে একটা ফোন দেই, কাল রাতে সাবেক গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছিলো, একবার ভেবেছিলাম আপনার সাথে ফোনে এ ব্যাপারটা নিয়ে একটু কথা বলি- অন্তত স্বান্ত্বনা তো দিতে পারবেন। তবু ফোন দেয়া হয়নি, দেশের এতো এতো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সামলাতে হয় আমার এই ছোটখাট সমস্যার কথা বলে আর আপনাকে বিরক্ত করতে চাইনি, ফোনে টাকা ছিলো না সেটাও একটা কারন অবশ্য।

তবে একটা বিষয় দেখে খুব ব্যথিত হয়েছি আপা, সেটা হচ্ছে আপনার কোন টেলিটক সীম নেই, অনেককেই দেখেছি তারা টেলিটক বলে যে একটা সীম কোম্পানি আছে সেটাই জানেনা, কিন্তু আপনি নিশ্চয়ই টেলিটকেরব্যাপারে জানেন, সেটাতো আমাদের দেশী কোম্পানী, আপনি নিজেই হয়তো সেটার ব্যাপারে মাঝে মাঝে বিভিন্ন সিদ্ধান্ত টিদ্ধান্ত দেন। আপনাকে কেউ সেই সীম কিনে দেয় নাই দেখে মনে বড় ব্যাথা পেলাম। সেই সীমের দাম বেশী না আপা, দুইশো টাকার মাঝেই কিনতে পাবেন, আরআমি নিজেই আপনাকে একটা সীম দিতে চাচ্ছি, আমাকে আরেকজন একটা টেলিটক সীম দিবে বলেছে- সেটা দিলে আপনি আমার পুরাতনটা নিয়ে যাইয়েন।

আপা আপনি ভাবতে পারেন আপনি টেলিটক নিলে লাভটা কি হবে, আপা আমি আপনারে বুঝাই। ধরেন আপনি একটা টেলিটক সীম নিলেন, আপনি তো আবার আমাদের প্রধানমন্ত্রী। আপনি বাংলাদেশের যে এলাকায়ই যান আপনার আগমন উপলক্ষ্যে সেইএলাকা নতুন করে রঙ করা হয়, রাস্তাঘাট ঠিক করা হয়, আশেপাশের ফুটপাত উঠিয়ে দেয়া হয়। টেলিটক সীম নিয়ে আপনি বাংলাদেশের যে এলাকায়ই যাবেন সেই এলাকার রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে টেলিটকের নেটওয়ার্কটাও উন্নত হয়ে যাবে, আর আপনি ঢাকায় ফিরে আসার সময় তো আর সেই টাওয়ার খুলে নিয়ে আসবেন না, এভাবে দেশের বিভিন্ন জায়গায় টেলিটকের নেটওয়ার্ক স্ট্রং হয়ে যাবে, লাগলে আপনি সেখানকার লোকেদের টেলিটক ব্যবহার করার ব্যাপারে বলে আসবেন।

আপা টেলিটকতো আমাদেরই ফোন, সেটার দিকে আপনার সামান্য সুদৃষ্টি কামনা করছি, টেলিটক কিংবা এই মোবাইল ফোন শিল্প একটি উতপাদনশীল খাত, এখানে যথাযথ বিনিয়োগ করলে এই বিনিয়োগ বৃথা যাবার সম্ভাবনা কম। ঠিকমতো নেটওয়ার্ক দিলে, সামান্য একটু বিজ্ঞাপন করে মানুষকে জানালে ভীনদেশী কোম্পানি আমাদের টেলিটকের কাছে টাইমই পাবেনা, আর আমরা তরুণ প্রজন্ম তো আছিই- দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে কেজি দরে সীম বিক্রি করে আসবো!

ঠিক আছে আপা, আজ তাহলে ৮০, আজ R৯, আসসালামুয়ালাইকু ম, ভাল থাকবেন।

ইতি,

আমজনতার একজন

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০

মো রেজাউল করিম বলেছেন: "সেই সীমের দাম বেশী না আপা, দুইশো টাকার মাঝেই কিনতে পাবেন, আরআমি নিজেই আপনাকে একটা সীম দিতে চাচ্ছি, আমাকে আরেকজন একটা টেলিটক সীম দিবে বলেছে- সেটা দিলে আপনি আমার পুরাতনটা নিয়ে যাইয়েন।"

ভাল লিখেছেন । নিচু আর ভদ্র সুরে দারুন রম্য হয়েছে ।

২| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০

রাহী আবদুল্লাহ বলেছেন: সরকারী অফিস অর্ডারে বলা হয়েছিল-মাননীয় প্রধানমন্ত্রীকে "স্যার" সনবোধন করতে হবে।

৩| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১

রক্তে ক্রীতদাস বলেছেন: Uni airtel byaboharer pokkhe kotha bolte raji.

৪| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪২

বল্লাগোষ্ঠী বলেছেন: চমৎকার পোষ্ট। ভালো লাগলো।

৫| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৫

আহসান২০২০ বলেছেন: গতকাল দেখলাম রাস্তায় দুই কুত্তায় মরা মুরগি নিয়া ঝগড়া করতাছে। প্রধানমুনতি রে একটা ফোন দিয়া জানাইতে অইব যে অইহানে কোন ধুর - নীতি অইতাছে কিনা দেখার জন্য। না তারা আবার পরদান মুনতির পরিবার এর নাম ভাঙগাইয়া মরা মুরগি খাইতাছে।

৬| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৯

s r jony বলেছেন:
:-0 :-0 ++++্

৭| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৫

জহির উদদীন বলেছেন: টেলি সামাদ নিয়া এতো মাতামাতি ক্যান....
টেলি সামাদের উপর এতো বিলা ক্যান আফনে....
জানতে মুন্চায়....

৮| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৮

লুৎফুল কাদের বলেছেন: "নীল খামে বন্ধ চিঠি" দিলে খবর আছিলো :) :)

৯| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৯

আলী আহামমদ (সুমন) বলেছেন: +

১০| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৬

প্রভাব বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখলেন, আবার আপা বলে সনমোধন করলেন। কাজটা কি ঠিক হলো?

১১| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৮

সারথী মন বলেছেন: কি হবে চিঠি লিখে- চিঠির জামানা শেষ!

১২| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

নীল দূত বলেছেন: চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে মেইল করেছেন?

১৩| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১:০৫

কামরুল হাসান শািহ বলেছেন: +++

১৪| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: +++

১৫| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৫

জসিম উদ্‌দীন বলেছেন: বস্ আপনার ইচ্ছা পূরণ হইছে..... View this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.