![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি,এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি..."
আজকের বিকেলটা অসাধারন ছিলো। গতকাল রাতে জোড় করে রাত জেগে পঁচা নাটক দেখার সুবাদে সকাল থেকেই মাথার যন্ত্রনায় ভুগছিলাম। অফিসিয়াল ডিউটি শেষ করে দুপুরে এক ঘুম দিয়ে দেখি মাথাটা হাল্কা লাগছে। তাই আর দেরী না করে সমূদ্র দেখতে বেরিয়ে গেলাম। এমনিতেই বিকেলের সমূদ্রের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে, তবে আজ যেনো একটু বেশীই সুন্দর ছিলো। সচরাচর যেদিকে যাই ওদিকে না গিয়ে আজ একটু অন্যদিকে গিয়েছিলাম। ওদিকটায় এতো বালি নেই। ঢেউগুলো যেনো পায়ে এসেই আছড়ে পড়ছে। ঢেউ সরে যাওয়ার পর সাদা ফেনায় ভড়ে যাচ্ছিলো পুরোটা তীর। সেই ঢেউ আর তীর ধরে একা একা হাঁটতে হাঁটতে অনেকদূর চলে গিয়েছিলাম। সূর্য ডুবে যাওয়ার পরেও ছিলাম। তখন আবার অন্যরকম সৌন্দর্য। সূর্যাস্তের সময় আজ আকাশ এত বেশী রঙ্গিন ছিলো যে মনে হচ্ছিলো হাজার রঙের তুলি দিয়ে কোনও শিল্পীর আঁকা নিখুঁত এক ক্যানভাস দেখছি। সাগর, আকাশ, সন্ধ্যা, বালুকাবেলা ধরে হেঁটে যাওয়া। সব মিলিয়ে অসাধারন কেটেছে সময়টুকু।
আর সেই অসাধারন সময়টুকুতে হাঁটতে হাঁটতে দিনশেষে আমি উপলব্ধি করলাম বিশাল এই সমূদ্র আর অন্তহীন এই আকাশ এর তুলনায় আমি খুবই ক্ষুদ্র, অসহায়, আর খুব একা একটি মানুষ।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১১
জামি১৭০৪ বলেছেন:
২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
ডরোথী সুমী বলেছেন: ঈর্ষা হচ্ছে। সমুদ্র আপনার এত কাছে।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
জামি১৭০৪ বলেছেন: হ্যাঁ, কিছুদিন সমূদ্রের খুব কাছেই আছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: