নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মেদ জিয়াউল হক

স্বাধীনদেশে স্বাধীনভাবে কিছু লিখতে চাই।

মোহাম্মেদ জিয়াউল হক › বিস্তারিত পোস্টঃ

নবী করীম হযরত মুহাম্মাদ (সা) এর মহানুভবতা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

আমি গত ৪ দিন আগে নবী করীম (সা) জীবনী পড়া শুরু করি। আমি যত পরছি যত মুগ্ধ হচ্ছি। আজ খয়বার বিজয়ের সময়ের একটি কাহিনী শেয়ার না করে পারছিনা,



সপ্তম হিজরিতে খয়বার অভিযান চালান হয়। এখানে ইহুদীদের বড় বড় শক্তিশালী গুহা ছিল। প্রথমে আবু বকর (রা) ও পরে হযরত উমর (রা) এ দুর্গ গুলো জয় করার জন্য নিযুক্ত হন। কিন্তু তাঁরা বেরথ হলেন। হযরত রাসুলে করীম (সা) সবাইকে অবাক করে দিয়ে পরের দিন হযরত আলী (রা) কে দায়িত্ব দিলেন। হযরত আলী (রা) চক্ষু রগে ভুগছিলেন। হযরত রাসুলে করীম (সা) তাঁর মুখের লালা লাগিয়ে দিলেন, আর হযরত আলী (রা) চোখ ভাল হয়ে গেল। যুদ্ধে যাবার আগে হযরত আলী (রা) নবীকে জিজ্ঞেস করলেন, “ হে আল্লাহর রাসুল, আমি কি যুদ্ধ করে তাদের মুসলমান বানিয়ে নিব? হুজুর উত্তর দিলেন, “না, প্রথমে তাদের সম্মুখে ইসলাম পেশ করো, ইসলামের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করো, কারন তোমার প্রচেষ্টায় যদি এক বেক্তিও মুসলমান হয়ে যায় তাহলে তা তোমার জন্য সর্বোত্তম সম্পদ।



এমনি মহান ছিলেন আমাদের নবী করীম হযরত মুহাম্মাদ(সা)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.