![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত শুক্রবার থেকে দেখছি যে, শুধু শুধু ফেসবুক ব্লোগ এমনকি টিভি প্রিন্ট মিডিয়ায় গাফ্ফার চৌধুরীকে নিয়ে অশালিন বক্তব্যের ছড়াছড়ি হচ্ছে। মুল বিষয়টা হলো উনি কি কথাটাই না বলেছেন? এজন্য রাতদিন ঘুম মাটি করে তার কুৎসা রটানোর প্রয়োজন? আমি তার বক্তব্যটি পুরোপুরি শুনেছি, কিন্তু কোথাও তো এমন কিছু পেলাম না যে রাতদিন সকলে তার কুৎসা রটানোর কোন কারণ। হ্যা তিনি তার বক্তব্যের মধ্যে ধর্মিয় সংস্কারের বিবর্তন দিতে গিয়ে দু একটা বার আমাদের প্রাণ প্রিয় ইসলাম ধর্মকে উল্লেখ্য করে দু একটা উদাহরণ দিয়েছেন মাত্র। এতে ধর্মিয় অপব্যাখ্যার কিছুই হয়নি। কিছু কিছু মৌলবাদী গোষ্ঠি তার বক্তব্যর কিছু অংশের অপব্যাখা করে রাজনৈতিক উছিলা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে। তার ব্ক্তব্যের মাঝে তিনি বলেছেন যে ইহুদী গোত্রের কিছুনাম মুসলমানদের মধ্যে এসেছে। আল্লাহর কিছু নাম যা একসময় ইহুদীদের সন্তান/ ইহুদীদের ছিলো। স্বাভাবিকভাবে আমাদের অনেক নবীগণ ইহুদের বংশে জন্মগ্রহন করেছেন। জন্মের পর থেকে তাদের নামগুলোও কিন্তু তাদের বাবা মা রেখেছেন। পরবর্তিতে যখন নবুওত লাভকরেন তখন হয়তো তাদের নাম পরিবর্তন করা হয়নি।
সুতরাং এখন যারা তার পুরো বক্তব্য না শুনে কিছু অংশ শুনে অথবা কারো কাছথেকে শুনে অপব্যাখ্যা করে পানি ঘোলা করার চেষ্টায় আছেন, আসলে তারা পানি ঘোলা করার পর কখনো তারা সেখান থেকে মাছ ধরতে পারবেন না। শুধু রাজনৈতিক ফায়দা আদায় এবং রাজনৈতিক দৃষ্টি গোচর লাভ ছারা তাদের আর কোন ফায়দা হবেনা।
যারা তার বিরুদ্ধে অপব্যাখ্যা করতে গিয়ে ধর্মিয় অপব্যাখ্যা করছেন, তাদের মনে রাখা উচিত যে তারাও একজন মুসলিম। শুধু শুধু অন্যধর্মিয় মতানুসারিদের অপব্যাখার সুযোগ করে দেয়া হচ্ছে।
একজন মুসলমানের উছিলা নিয়ে পুরো ধর্মের ক্ষতি করা থেকে বিরত থাকুন।
২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১
তোতা পাখি বলেছেন: হ্যা আমি শুনেছি তার পুরো ভক্তব্য। সেখানে ধর্ম বিবর্তনের কিছু উদাহরণ দিয়েছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪
তাজ উদ্দীন বাবুল বলেছেন: ইউটিউব থেকে আগে তার বক্তব্য শুনে নিন। সব কিছুতে রাজনীতি মেশাবেন না। কেউ ধর্ম পালন না করলে ইসলামের কিছু যায় আসেনা। কিন্তু কটুক্তি করে ধর্মীয় অনুভূতি আঘাত দিলে মানুষ জীবন দিয়ে এর প্রতিকার করবেই।