![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico
রসায়নে পর্যায় সারনীর গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষনা করেন আর আমরা বাংলাদেশ এ নাইন-টেন এর পোলাপাইন এটা মুখস্থ করি পরীক্ষায় উত্তীর্ন হওয়ার জন্য। তাই আমাদের দেশে পর্যায় সারনী মুখস্থ করার জন্য বিভিন্ন সময়ে ক্ষুদে বিজ্ঞানীরা যেসব চমৎকার লাইন এর আবির্ভাব ঘটিয়েছিলেন তা সব সংগ্রহ করিয়া এখানে দিলাম। যাতে বর্তমান প্রজন্মের মুখস্থ করতে সুবিধা হয়। এর মধ্যে কয়েকটা আমার বন্ধু মোহতেশামুল হক আর খালি একটা আমার বানানো। প্রথমটা কে বানাইসে তা অবশ্য জানিনা। ঐটা সংগ্রহ।
গ্রুপ – 1A
মুল লাইনঃ হায় লিনাকে রুবি সাইজে ফেলবে ।
হায় – H - Hydrogen
লিনা – Li-Na – Lithium- Sodium (Natrium)
কে- K- Potassium (Kalium)
রুবি – Rb - Rubidium
সাইজে – Cs - Caesium (Cesium)
ফেলবে- Fr - Francium
গ্রুপ 2A
মুল লাইনঃ বেরাইলাম মাগো কানাডা, শ্রীলঙ্কা, বার্মা, রাশিয়া।
বেরাইলাম – Be - Beryllium
মাগো – Mg - Magnesium
কানাডা – Ca - Calcium
শ্রীলঙ্কা- Sr - Strontium
বার্মা – Ba - Barium
রাশিয়া – Ra - Radium
গ্রুপ 3A
মুল লাইনঃ বোরন আইলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড
বোরন – B - Boron
আইলো – Al - Aluminium (Aluminum)
গেলো – Ga - Gallium
ইন্ডিয়া – In - Indium
থাইল্যান্ড – Th- Thorium
গ্রুপ – 4A
মুল লাইনঃ কাল সিলেট গিয়ে সোনা পাব
কাল – C - Carbon
সিলেট – Se - Selenium
গিয়ে – Ge - Germanium
সোনা – Sn - Tin (Stannum)
পাবো – Pb- Lead (Plumbum)
গ্রুপ- 5A
মুল লাইনঃ নানীর পিছনে আসে সব বিড়াল
নানীর – N - Nitrogen
পেছনে – P - Phosphorus
আসে – As - Arsenic
সব – Sb- Antimony (Stibium)
বিড়াল – Bi - Bismuth
গ্রুপ – 6A
মুল লাইনঃ ওরে শয়তান শিগগিরি টেকনাফ পলা
ওরে – O - Oxygen
শয়তান – S - Sulfur (Sulphur)
শিগগিরি – Se - Selenium
টেকনাফ- Te - Tellurium
পালা- Po - Polonium
গ্রুপ 7A
মুল লাইনঃ First Class British Indian Architect
First – F - Fluorine
Class – Cl - Chlorine
British – Br - Bromine
Indian – I – Iodine
Architect – Ar - Argon
নাইন-টেন এর বায়োলোজি বইয়ে উদ্ভিদের ম্যাক্রোমৌল (MGK Café for nice CHOPS) মনে রাখার উপায় আসে মাইক্রো মৌলটা নাই। কোন সমস্যা নাই। সেটার জন্য খুব গুরুত্বপূর্ন একটা লাইন আছে। এইটা আমার এক বন্ধু মোহতেশামুল হক প্রথমে বানাইসিল কিন্তু তাতে দুইটা মৌল বাদ পরসিল। পরে আমি আবার একটু মোডিফাই করসিলাম।
কইলাম শুনেন, কাফেরদের জীবনে বাঁচা মরার আসলে কোন মানে নাই।
কইলাম – (C)কপার
শুনেন- (Sc)স্ক্যান্ডিয়াম
কাফের– (C)কার্বন
জীবনে – (Zn) জিঙ্ক
বাঁচা- (B)-বোরন
মরার- (Mo)-মলিবডেনাম
আসলে- (Al)-আলুমিনিয়াম
কোন- (Co)-কোবাল্ট
মানে- (Mn)-ম্যাঙ্গানিন
নাই- (Na)-সোডিয়াম
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২২
জিকসেস বলেছেন: আমার এক স্যার খুব পেইন দিত। সে আমারে ১০৯ টাই মুখস্থ করতে বলসিল। টানা ১ থেকে ১০৯। আমি ৬০ টা মুখস্থ করসিলাম। আপচুস।
২| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৩
bangal manus বলেছেন: এটি শিখতে অনেক কষ্ট হয়েছিল
এখন আর লাগবো না।
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৪
জিকসেস বলেছেন: আফসুস।
৩| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩২
সপ্নবাজ_আমি বলেছেন: + দিলাম এবং প্রিয়তে নিলাম ছুডু ভাই বোনগো লাগবো
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫
জিকসেস বলেছেন: সেই জন্যই দিসি। যেই দেশ আমাগো। মুখস্থ না কইরা উপায় নাই।
৪| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩
স্পেলবাইন্ডার বলেছেন:
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫
জিকসেস বলেছেন: হে হে।
৫| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৪
নকীবুল বারী বলেছেন: মুখস্ত করার দরকার কি, প্রয়োজনের সময় চার্টটা দেখে নিলেই হয়...........
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫
জিকসেস বলেছেন: নাইন-টেন আর এইচএসসি বাংলা মিডিয়াম এ মুখস্থ না কইরা উপায় নাই।
৬| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪২
চুপিচুপি বলেছেন: সেই রাস্তা পারি দিয়া আসছি,মাফ চাই র দরকার নাই।
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৩
জিকসেস বলেছেন: আমিও আইসি। ছোট ভাইবোনদের দিয়েন।
৭| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৪
জিকসেস বলেছেন: হে হে।
৮| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭
মোঃ রাসেল হাওলাদার বলেছেন: ধন্যবাদ। অল্প জানতাম এখন অেনক কিছু জানেত পারবো। অ।মি রসায়ন নিয়ে অনার্স পরতেছি।
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০০
জিকসেস বলেছেন: আশা করি আপনি ভাল করবেন।
৯| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০২
গুরুজী বলেছেন: ইস এইডা যদি কেলাস নাইনে পাইতাম
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৩
জিকসেস বলেছেন: আপচুস।
১০| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৫
অদ্ভুত বলেছেন: আমিও মুখস্ত করসিলাম, তবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এভাবে। স্কুল প্রাইভেট যেখানে জায়তাম সবাই জিজ্ঞেস করত এর কথা। আমি অবশ্য কোন ভাব নিতাম না
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৯
জিকসেস বলেছেন: খিকজ।
১১| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২
সীমাহীন সমুদ্র বলেছেন: বাংলাদেশ – B - Boron
আওয়ামিলীগের– Al - Aluminium (Aluminum)
গান – Ga - Gallium
ইন্ডিয়ার – In - Indium
তরে – Th- Thorium
বিরানি – Be - Beryllium
মোগলাই – Mg - Magnesium
কাবাব – Ca - Calcium
সরিয়ে- Sr - Strontium
বাটিতে – Ba - Barium
রাখ– Ra - Radium
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২০
জিকসেস বলেছেন: এইটা ভাল হইসে।
বিরানি – Be - Beryllium
মোগলাই – Mg - Magnesium
কাবাব – Ca - Calcium
সরিয়ে- Sr - Strontium
বাটিতে – Ba - Barium
রাখ– Ra - Radium
১২| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২
মুভি পাগল বলেছেন: uh
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২১
জিকসেস বলেছেন: আফসুস।
১৩| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩২
অজানা এক পথিক বলেছেন: মুখস্ত না কইরাই পার করছি ..........তয় ধরাও খাইছি
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২১
জিকসেস বলেছেন: আবসুস।
১৪| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩৬
আবু বকর ইবনে ইসমাইল সম্পদ বলেছেন: আমার লাগব...... +
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২১
জিকসেস বলেছেন:
১৫| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৭
শুভ্রতার পূজারী বলেছেন: বেসিই জোস হইছে....খুবই দরকারই বাংলা মিডিয়ামের পোলাপাইনের লাইগা....অনেক ধইন্যা....
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২১
জিকসেস বলেছেন: খুবই দরকারই বাংলা মিডিয়ামের পোলাপাইনের লাইগা
১৬| ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪
অগ্নিলা বলেছেন: কল লিস্টটা একটু চেক করেন!
১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২০
জিকসেস বলেছেন: মোবাইলটা যে কই আসে। দাঁড়াও।
১৭| ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৩
স্পেলবাইন্ডার বলেছেন: নকীবুল বারী বলেছেন: মুখস্ত করার দরকার কি, প্রয়োজনের সময় চার্টটা দেখে নিলেই হয়...........
ব্যাপারটা আসলে সেরকমই হওয়া উচিত। কিন্তু বঙ্গদেশের শিক্ষকরা একটু বেশি মাত্রায় আঁতেল। সবকিছু মুখস্ত না করালে তাদের পেটের ভাত হজম হয় না।
১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪২
জিকসেস বলেছেন: যখন স্কুল এ পরতাম তখন মনে করতাম কলেজ এ মুখস্থ করতে হয় না। যখন কলেজ এ পরতাম তখন মনে করতাম ভার্সিটিতে মুখস্থ করতে হয় না। ফিজিক্স এর মত সাব্জেক্ট এ মাস্টার্স করতেসি। মনে হয় ইতিহাস হইল বুঝার জিনিষ আর ফিজিক্স মুখস্থ।
বাংলাদেশ এ মুখস্থ ছাড়া বেল নাই।
১৮| ১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৭
নাভদ বলেছেন: ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
জিকসেস বলেছেন: )
১৯| ১৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩২
ভালো মেয়ে বলেছেন: বাংলাদেশের এই মুখস্থ বিদ্যা বন্ধ করা উচিত...
১৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪১
জিকসেস বলেছেন: মাস্ট।
২০| ১৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫১
কি নাম দিব বলেছেন: আমি ৪০টা মুখস্থ করারপরে এই জিনিষ পাইসিলামঃ
গ্রুপঃ 1A
লি না কে রুবি ছেঁচে ফেলেছে
গ্রুপঃ2A
বিনয় ম্যাজিক করে শ্রাবন্তীকে বশে রাখে
গ্রুপঃ 3A
বাবা এলেন গেলেন ইন্ডিয়া ও থাইল্যান্ড
গ্রুপঃ 4A
কাল সিলেট গেলে সোনা পাবি
গ্রুপঃ 5A
নদীতে পানি আসে সকাল বিকাল
গ্রুপঃ 6A
ও এস এসসি তে পড়ে
১৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৬
জিকসেস বলেছেন: মিল আসে দেখি।
২১| ২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৭
নিশম বলেছেন: আমার গুলি অচলিল, তাই বললাম না !
২০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৮
জিকসেস বলেছেন: নিজের কাজে লাগলেই হইল
২২| ২১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬
আমি ভাল আছি বলেছেন: হায় সারণী! কোন পর্যায়ে পাব তোমায়!
২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১৮
জিকসেস বলেছেন: হে হে।
২৩| ২১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
আলিম আল রাজি বলেছেন: আমার বোনরে এই পোস্ট খাতায় লেখাইলাম।
২১ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
জিকসেস বলেছেন: হা হা হা। কাজে লাগলেই হইল।
২৪| ২২ শে আগস্ট, ২০১০ ভোর ৪:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: ওরে শয়তান শিগগিরি টেকনাফ পলা
মজা পেলাম অনেক ।
এই মূখস্থ বিদ্যার অবসান কবে হবে?
২২ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৯
জিকসেস বলেছেন: জীবনেও হবেনা।
২৫| ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: জিকো, কেমিস্ট্রি নিয়া বড়ই বিপদে ছিলাম, অনেক বিনোদন পাইলাম।
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪২
জিকসেস বলেছেন: আপনার ছেলের জন্য আগেই বানায় দিলাম।
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৭
মুভি পাগল বলেছেন:
আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন?
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৬
জিকসেস বলেছেন: হুম
২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৭
আজম বলেছেন: ওরে শয়তান শিগগিরি টেকনাফ পলা....হাহাহা
হাসতে হাসতে পরে গেলাম
ব্যাপারটা ভালো...কিন্তু এত্ত সব সায়েন্টিস্ট এত্ত কষ্ট করে একাটা চার্ট বানিয়েছেন...আমরা সেটার মহর্ত্য বুঝার চেয়ে মুখস্হ করার দিকে ঝুঁকি।
সুপারনোভা বিস্ফোরনে মৌল গুলো তৈরী হওয়ার সময় এরা কি জানত মানব প্রজাতির কোন এক সময়ের কোন এক গোষ্ঠির জন্য এটা একটা পেইন হয়ে দাড়াঁবে
এটা ঠিক এই চার্ট মুখস্থ না রাখা কোন উপায় নাই অন্তত আমাদের সময়ে আমাদের দেশে।
ব্যাপারটা উইনজিপের মত মনে হইল
ডাটা কম্প্রেশন করে মাথায় লোড...
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
জিকসেস বলেছেন: খিকজ।
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৪
গুল্লা বলেছেন: আমি হাসতে হাসতে শেষ ..
চাপা ব্যথা করছে
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩১
জিকসেস বলেছেন: খিকজ।
২৯| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩২
এলোমেলো রকস বলেছেন: আমি চিরকাল আর্টস এর ছাত্র, বাইচা গেছি মুখস্থের হাত থেকে
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৬
জিকসেস বলেছেন: আল্লাহ বাচাঁয় দিসেন।
৩০| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৮
শোভন বলেছেন: বিএনপি আওয়ামিলিগ গেলো ইন্ডিয়ার তলে
B Al Ga In Th
২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০৫
জিকসেস বলেছেন: দারুন।
৩১| ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৩
তানভীর আহমেদ খান বলেছেন: ভাল
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৭
জিকসেস বলেছেন: )
৩২| ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৪
Neelpoddo বলেছেন: হুম।ছোটবোনটার উপকার করলেন অনেক।
ধন্যবাদ।প্রিয়তে গেল।
২২ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৩
জিকসেস বলেছেন: ছোট বোনকে বেশি করে লেখাপড়া করতে বলবেন। এর কোন বিকল্প নাই। ধন্যবাদ।
৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
মোঃ মইনুল হাসান বলেছেন: আহারে! এই জিনিস যদি আরো আগে পাইতাম! বিরাট আপসুস!!
২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
জিকসেস বলেছেন:
৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:০৬
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: ভাইয়া আমার প্রথম ৬০টা ঠোটস্থ
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৩
জিকসেস বলেছেন:
৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২৪
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: ভাইয়া পর্যায় সারণীতে ১১ টা ল্যাটিন নামের মৌল আছে ঐগুলা হলো
একটা সোপ আমাগো সিলেটি
এ - এন্টিমনি-- ষ্ট্যাবিয়াম Sb
ক - কপার-- কিউপরাম Cu
টা - টাংষ্টেন-- ওলফ্রাম W
সো - সোডিয়াম-- ন্যাট্রিয়াম Na
প - পটাশিয়াম-- ক্যালিয়াম K
আ - আয়রন-- ফেরাম Fe
মা - মার্কারী-- হাইড্রারজাইরাম Hg
গো - গোল্ড-- অ্যাউরাম Au
সি - সিল্ভার-- অ্যার্জেন্টাম Ag
লে - লেড-- প্লামবাম Pb
টি - টিন-- ষ্ট্যানাম Sn
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪
জিকসেস বলেছেন: বাহ এটাও ভাল।
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২
নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: জটিল।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৪
জিকসেস বলেছেন:
৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৪
অজানার পথে বলেছেন: দারুন জিনিস। আমি এইটা কখনই পারতাম না। বরাবরই আমি কেমিস্ট্রিতে খারাপ। আগে জানলে লাভ হত। পোলাপানরে শিখাইতে পারুম এখন। ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৫
জিকসেস বলেছেন: আরে মন খারাপ করতে হবেনা।
৩৮| ০৮ ই মার্চ, ২০১১ রাত ৩:৪১
তামজীদ বলেছেন: যে মিস্ট্রি কোনদিন সলভ্ করতে পারি নাই, সেইটা এই কেমিস্ট্রি! এি ব্যাটা ইউনি পর্যন্ত ভোগাইসে
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৭:২৯
জিকসেস বলেছেন: হে হে
৩৯| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ৭:৩৮
ওয়াহিদ০০১ বলেছেন: মজারু!
তবে সারণী থাকতে মুখস্ত করার প্রয়োজন কী? সারণি তো তৈরীই হয়েছে যাতে আলাদা আলাদা করে সব মুখস্ত করার প্রয়োজন না হয়, রেফারেন্স হিসেবে প্রয়োজনে ব্যবহার করা যায়।
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:০৫
জিকসেস বলেছেন: বাংলা মিডিয়ামে পড়লে এটা মুখস্থ না করলে পার পাওয়া যেত না।
৪০| ৩০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০০
chin২ বলেছেন:
৪১| ৩০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩
সিস্টেম বলেছেন: রাজসোহান বলেছেন: এই জিনিস মুখস্থ করসিলাম তখন বহুত ভাব মাইরা বেড়ায়সী এইটা পারি বৈলা
)
অখন ভুইলা গেসি
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২১
রাজসোহান বলেছেন: এই জিনিস মুখস্থ করসিলাম
তখন বহুত ভাব মাইরা বেড়ায়সী এইটা পারি বৈলা
অখন ভুইলা গেসি