![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico
হুমায়ুন আহমেদ একবার ভুত এর একটা গল্প লিখেছিলেন। নওয়াজেশ আলী খান (বিটিভির ডিরেক্টর) টেকনিকাল কারন দেখিয়ে সেটা বাদ দিয়ে দেন। হুমায়ুন আহমেদ এর মন তাতে বেশ খারাপ হল। তিনি একটা কাগজে লিখলেন “কোথাও কেউ নেই”। নওয়াজেশ আলী খান বললেন কি বলেন কোথাও কেউ নেই! এই যা আমি আছি আপনার পাশে। তখনও সম্ভবত কেউ জানতনা বাংলাদেশ এর ইতিহাসের সব থেকে আলোড়িত আর জনপ্রিয় নাটকটা বানানো হচ্ছে।
কোথাও কেউ নিয়ে কি হয়নি বাংলাদেশ এ? আমার বয়স তখন ৯ কি ১০। বাকের ভাইয়ের শেষ পর্বে ফাসি হল। লোকজন ভয়াবহ ক্ষ্যাপা। বদির মিথ্যা স্বাক্ষী দিল দেখে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হল। আবুল খায়ের এর সাদা গাড়ীতে ইট মারা হল। কুত্তাওয়ালীকে মৃত্যুর হুমকি দেওয়া হল। মনে আছে বাকের ভাইয়ের ফাসি আমিও সহ্য করতে পারিনাই। শেষ পর্বে ফজরের আযান এর সময় মুনা লাশ নিতে আসল। প্লে-ব্যাক এ তখন হাওয়ামে উড়তা যায়ে গানটা স্লোভাবে বাজছে। বাংলাদেশ এর আপামর জনগন মুনার কষ্টের সাথে সামিল হচ্ছে। তারা শ্লোগান দিচ্ছে হুমায়ুন এর চামড়া তুলে নিব আমরা। নোয়াখালীতে পরের দিন বাকের ভাইয়ের কুলখানি হয়।
মুনা ছিল সুবর্না মোস্তফা। যাকে নিয়েই ছিল আবর্তিত কাহিনী। যার পৃথিবীতে আগমনের প্রধান কারন সম্ভবত কষ্ট পাওয়া। যার প্রেমিক মামুন সাহেব তাকে ছেড়ে চলে যায়। যার নানা মারা যায়। যার মামী মারা যায় মামা জেল এ যায়।
আর বাকের ভাই। তখন লোকে মুখে একটাই নাম বাকের ভাই। আসাদুজ্জামান নুর নিজেও জানেননা তিনি কি দিয়ে গিয়েছিলেন। তাকে আসাদুজ্জামান নুর বলার থেকে বাকের ভাই বলতেই মনে হয় বেশি ভাল লাগে।
কোথাও কেউ নেই সম্ভবত মাহফুজ আহমেদ এর প্রথম নাটক ছিল। শহীদুজ্জামান সেলিম, তমালিকা কর্মকার দের উত্থানও মনে হয় এই নাটক দিয়েই।
যাই হোক এই নাটকের কিছু কিছু অংশ আমি তুলে দিলাম। এখানে ডায়লগ পড়ে আসলে কিছু বুঝা যাবেনা আমি খালি যতটুকু মনে থাকে ততটুকু দিলাম। কোথাও কেউ নেউ উপন্যাস এ ডায়লগ গুলা নেই।
মুনাঃ চশমাটা খুলুন। (বাকের ভাই চশমা খুললেন) এখন বলুন রিকশাওয়ালাটাকে মার খাওয়ালেন কেন?
বাকের ভাইঃ মারলাম কোথায়!? একটু টিপে দিয়েছি।
মুনাঃ আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখব
বাকের ভাইঃ তুমি Angry হচ্ছ কেনো? অকারনে Angry is bad for health.
মুনাঃ কথায় কথায় ইংরেজি বলবেননা। যে ভাষাটা জানেননা সেটা বলতে জান কেন?
বাকের ভাই (অবাক হয়ে): আমি ইংরেজি জানিনা!! Who told! Wrong information very wrong information.
বদিঃ যান কই বাকের ভাই।
বাকের ভাইঃ (মুনা কে) রিকশা ঠিক করে দিয়ে আসি। মেয়ে ছেলে সব কিছু করতে পারে কিন্তু রিকশা ঠিক করতে পারেনা।
বদিঃ বাকের ভাই সিগারেট উলটা হইসে।
(রিকশা ওয়ালা পাওয়ার পর)
বাকের ভাইঃ আই খালি স্টপ। স্টপ। নো মুভমেন্ট।
রিকশাওয়ালাঃ কই জাইবেন?
বাকের ভাইঃ কথা বলবেনা। কথা কম কাজ বেশি। less talk, more walk.
বাকের ভাইঃ মুনা মেয়েটা আমাকে খুব লাইক করে।
বদিঃ আপনাকে লাইক না করে উপায় আছে?
বাকের ভাইঃ মাঝে মাঝে অবশ্য খুব রাগ দেখায়।
বদিঃ মেয়েছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা।
বাকেরঃ কারেক্ট। আজিজ মিয়া গান দাও।
বদিঃ হাওয়ামে উরতা গানটা দাও। ঐটা বাকের ভাইয়ের হিট গান।
দাড়োয়ান (কুত্তাওয়ালীর) : কেমন আছেন বাকের ভাই? শরীরডা ভালা?
বাকের ভাইঃ শরীর ভালো। মন ভালো নাই। ওল্ড ব্লাইন্ড ম্যান মিসিং হয়ে গেছেন।
মুনাঃ কি ব্যাপার?
বাকের ভাইঃ ভাল আছো?
মুনাঃ মানে আপনি রাত ১২ টার সময় খবর নিতে আসছেন আমি ভাল আছেন কিনা?
বাকের ভাইঃ না মানে তোমার মামী কেমন আছেন?
মুনা; মামীর খবর তো বিকালে নিয়ে গেলেন!
বাকের ভাইঃ না মানে সিরিয়াস রোগী তো। তাই মনে মধ্যে ওল দা টাইম চিন্তা।
মুনাঃ চিন্তা দূর করুন মামী ভাল আছেন।
বাকের ভাইঃ গুড। আজ সকালে তোমার অফিসে গিয়েছিলাম।
মুনাঃ কেন?
বাকের ভাইঃ পাশ দিয়ে যাচ্ছিলাম তো। ভাবলাম একই পাড়ার মেয়ে খবর নিয়ে যাই।
মুনাঃ ওহ পাড়ার মেয়েদের জন্য তো আপনার খুব দরদ।
বাকের ভাইঃ কি যে বল দরদ থাকবেনা!! এই দুনিয়া থেকে সবই তো উঠে গেছে খালি দরদটাই তো বাকি আছে।
মুনাঃ তা আপনি আপনার সব দরদ নিয়ে বাসায় চলে যান।
বাকের ভাইঃ মামুন সাহেবের সাথে বিয়ে কবে হচ্ছে?
মুনাঃ খুব শিগগিরিই হচ্ছে। যখন হবে তখন আপনাকে দাওয়াত দিব আপনি এসে খেয়ে যাবেন।
বাকের ভাইঃ মামুন সাহেব লোক কেমন? খুব মাই ডিয়ার টাইপ?
মুনা কপাল কুচকায় তাকিয়ে থাকে
বাকের ভাইঃ মুনা এক গ্লাস পানি খাব।
মুনাঃ অকারনে যন্ত্রনা করবেননা। আপনি আপনার বাসায় যান। গিয়ে এক গ্লাস কেন! এক বালতি পানি খান। এখন যান।
বাকের ভাই গিয়ে আবার ফেরত আসল। মুনাও পানির গ্লাস নিল।
বাকেরঃ নাহ ভাবলাম পানি না খেয়ে গেলে তোমার অমঙ্গল হবে। তোমার অমঙ্গল হবে ভাবতেই খুব খারাপ লাগছে।
মুনা হাওয়ামে উড়তা যায়ে ক্যাসেটটা ফেরত দিল।
মুনাঃ গান হয় না। তিনজন মুর্তির মত বসে থাকেন দেখতে খুব খারাপ লাগে।
(উকিল হুমায়ুন ফরীদি)
বাকের ভাইঃ স্যার আমাকে চিনতে পারছেন?
উকিলঃ মানুষ চিনে রাখা আমার কাজ না আমার কাজ হল অপরাধ চিনে রাখা। কি অপরাধ করেছেন বলুন দেখি চিন্তে পারি কিনা।
বাকের: স্যার ঐ যে।
উকিলঃ হা চিনেছি। অস্ট্র মামলা।
বদিঃ স্যার মাই নেম ইজ বদি।
উকিলঃ এটা আপনার সেই গাধা এসিটেন্টটা না। ওকে দূরে যেতে বলেন বোকা লোক আমি একদম সহ্য করতে পারিনা।
এইবার বলেন কি ব্যাপার
বাকের ভাইঃ ব্যাপারটা হল
উকিলঃ আপনিও কথা বলবেন না। আমার ধারনা আপনিও বোকা প্রকৃতির লোক। যা বলার আপনি বলেন (মুনা কে দেখিয়ে)।
মুনাঃ আমার মামাকে গত রাতে।
উকিলঃ টাকা পয়সার অবস্থা কি?
মুনা; জ্বি।
উকিল। না মানে আমি প্রচুর টাকা নিয়ে থাকি। না জেনে থাকলে মঞ্জুর বলে দিবে।
বাকের ভাইঃ টাকা পয়সার ব্যাপারটা কন্সিডার করতে হবে স্যার। very poor, very needy।
মুনাঃ চুপ করুন তো বাকের ভাই। কোনো কিছু কনসিডার করতে হবেনা।
(কিছুকথা পর)
উকিলঃ চুরি চামারি কেস আমি নেই না। আমি চোরের উকিল ও না। আপনার মামা যদি কখনও খুন খারাপি করে তাহএল আসবেন।
বাকের ভাইঃ কেসটা আপনাকে নিতেই হবে স্যার।
বদিঃ না বললে হবেনা স্যার। আমি আপনার পায়ে পড়ি। I touch your foot.
বাকের ভাইঃ তোমার নানাজানের অবস্থা তো কেরোসিন।
মুনাঃ কি?
বাকের ভাইঃ ওল্ড মযান। সময় হয়ে এসেছে। কো কো করতেসে।
মুনাঃ এভাবে কথা বলবেন না তো বাকের ভাই।
বদি তার বিয়ের দাওয়াত দিতে মুনাদের বাসায় যায়।
বদিঃ সবাই যাবে। কেউ বাদ নাই। তোমাদের বাসায় যে কুত্তাটা আছে তারো দাওয়াত। তারো জীবন আছে। সাধ আহ্লাদ আছে। তাকে একটা হাড্ডি দিয়ে কোনায় বসায় দিব।
লীনা (শীলা আহমেদ)ঃ বদি ভাই আপনার বউ নাকি খুব সুন্দর?
বদিঃ আছে। সুইট আছে। বকুলের (আফসানা মিমি) থেকেও সুইট। বকুল আবার কিছু মনে করোনা।
সবাই হেসে উঠবে।
বদিঃ হাসতেসো কান? নো লাফিং।
মুনার সাথে বাকের ভাইয়ের শেষ দেখা।
বদি দাড়োয়ান কে দাওয়াত দিতে যায়।
বদিঃ চান মিয়া ভাল আছো? সেদিন মাথা কামায় দেওয়ানের পরে মনে দুঃখ পাইসিলা?
চান মিয়াঃ অল্প পাইসিলাম। বেশি না। গরীব মানুষের দূঃখ তো ভাইজান। বেশিক্ষন থাকেনা। বড়লোক এর দুঃখ হইলে সমস্যা। একেকটা দুঃখ ৩-৪ বছর থাকে।
বদিঃ ট্রুথ। মনে কোন দুঃখ রাখবানা। কারন বিবাহের আগে আমি সবার হাসি মুখ দেখতে চাই। কারন কবি বলেছেন………………… কি বলেছেন মনে আসতেসেনা। যখন মনে আসবে তোমাকে এসে বলে যাব। বিয়াতে আসবা।
চান মিয়াঃ আপনি লোক ভাল ভাইজান। আপনি লোক ভাল।
বদিঃ টাচি ডায়লগ দিবানা। আমি স্যাড হয়ে যাই।
বাকের ভাই জেলে, মুনা দেখতে গিয়েছে
বাকের ভাইঃ আরে মুনা! কি আশ্চর্য! কেমন আছ?
মুনাঃ ভাল আছি।
বাকের ভাইঃ তুমি আসবা চিন্তাই করিনাই। বস।
মুনাঃ কোথায় বসব? মেঝেতে?
বাকের ভাইঃ দাঁড়াও চেয়ার দিতে বলি।সেন্ত্রি।
মুনাঃ লাগবেনা বাকের ভাই।
বাকের ভাইঃ মুনা কেমন আছ।
মুনাঃ ভাল যে আছি একটু আগেইউ বলেছি।
বাকের ভাইঃ তুমি আসায় আমার কিজে ভাল আল্গছে। মাথাটা এলোমেলো হয়ে গেছে। মামুন সাহেব কেমন আছেন?
মুনাঃ আমি আপনার ধুঙ্কর (হুমায়ুন ফরীদী) এর কাছে গিয়েছি। সে বলেছে সে আপনার কেস নিবে। আপনাকে বের করে আনবেন।
বাকের ভাইঃ তাতো আনবেনি। জামিন তো ওর জন্য কিছু না। পানি ভাত।
মুনাঃ একাহ্নে হাজত ঘরে একা একা থাকতে আপনার খারাপ লাগেনা?
বাকের ভাইঃ কি আর করার। তবে ঐ হাওয়ামে উড়তা যায়ে গানটার জন্য মনটা খুব টানে।
মুনাঃ পৃথিবীতে এত গান আছে। ঐ একটা গান এর মধ্যে আপনি কি পেলেন বলেন তো?
বাকের ভাইঃ পৃথিবীতে এত পুরুষ মানুষ আছে। কিন্তু তোমার পছন্দের পুরুষ মানুষ তো একটাই। মামুন সাহেব।
মুনাঃ বাকের ভাই আমি যাই।
বাকের ভাইঃ আরেকটু থাকো। মুনা। ২ মিনিট।
মুনাঃ ২ মিনিটে কি হবে বাকের ভাই?
বাকের ভাইঃ ২ মিনিট কিন্তু কম না বাকের ভাই। ফাসির আসামীর জন্য ২ মিনিট অনেক সময়।
সুরুজ মিয়া কুত্তাওয়ালীকেঃ খারাপ বিশ্বাস করে খারাপে। আমিও খারাপ। আপনিও খারাপ।
মুনাঃ ঝগড়া টগড়া ছু হয়নি বাকের ভাই। মামুন বিয়ে করেছে (বিজরী বরকত উল্লাহ)। আপনার কাছে ছো্ট অনুরোধ। মামুন সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। ওহ! আপনাকে তো আসল কথাই বলা হয়নি। আমাদের বকুলের (আফসানা মিমি) বিয়ে। ১১ তারিখ গায়ে হলুদ।
বাকের ভাইঃ মুনা যাই।
মুনাঃ দাড়ান বাকের ভাই চা খেয়ে যান।
বাকের ভাইঃ মুনা চা খাবনা। আমার মনটা খুব খারাপ হয়েছে।
মুনাঃ জানেন বাকের ভাই। এ পৃথিবীতে কিছু কিছু ,মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমাকে দেখুন। আমি কখনো কারো কোনো ক্ষতি করিনাই। অথচ দেখুন আমি কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা কষ্টেই কেটে যাবে। আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?
বাকের ভাইঃ না মুনা। আমার চোখে কি জানি পড়েছে।
মুনাঃ আপনি একজন চমতকার মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় আমার বুঝি আপনাকে ভাল্বাসা উচিত ছিল।
বদিঃ খু স্যাড লাগতেসে। বাকের ভাই। বকুলের গায়ে হলুদ। আমাদের যেতে বললনা ক্যান?
বাকের ভাইঃ গায়ে হলুদ মেয়ে ছেলেদের অনুষ্ঠান।
বদিঃ বাকের ভাই গায়ে হলুদ ইংরেজি কি?
বাকের ভাইঃ বডি টারমারিক।
বদি লীনাকে (শীলা আহমেদ) : গান শুনতে চাইলে তোমার ভাবিকে চাইপা ধরবা। গান ছাড়া বডি টারমারিক অনুষ্ঠান জমেনা।
বদিঃ ছন্দা (বদির বউ) খাবার দাও food giving. এ হল মজনু। উনিশ বিশ হইলে ভুড়ি গালায় দেয়।
বদিঃ বাকের ভাই রান্না সব ছন্দা করসে। own hand cooking.
বদি আর বাকের ভাই গরম পানিতে ওয়াশিং করে চা দেওয়ার ওর্ডার দিত।
বাকের ভাইয়ের ফাসির আগের দিন রাতে পুলিশ ইন্সপেক্টর।
পুলিশঃ কিছু খাবেন? পছন্দের কিছু?
বাকের ভাইঃ খুব থান্ডা এক গ্লাস পানি। আর পছন্দের একটা গান ছিল, সেটা খুব শুনতে ইচ্ছা করছে।
(দাড়োয়ান চান মিয়া খুন হন। খুন করে সুরুজ মিয়া কিন্তু বাকের ভাইয়ের ফাসি হয়। বদি মিথ্যা স্বাক্ষী দেয়)
কোথাও কেউ নেই নাটকটির ডাউনলোড লিঙ্ক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬
জিকসেস বলেছেন: বইতে ডায়লগ নাই। আপনাকে আবার নাটকটা দেখতে হবে। বইটাতে কিছুই নাই।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
শ।মসীর বলেছেন: মনে পড়ে বাসার সবাই একসাথে বসে এটা দেখতাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬
জিকসেস বলেছেন: হা।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
নট ডিফাইন বলেছেন: কোথাও কেউ নেই এর সূচনা সংগীতটা দারুন ছিলো!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৭
জিকসেস বলেছেন: কষ্টে বুকটা ফাইট্টা যাইত।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫
নিশম বলেছেন: আমার কিচ্ছু খেয়াল নাই। ন্যাদা বাচ্চা ছিলাম, তবে যা শুছি আর যতোটুকুই দেখসি, মনে রাখার মতো !!
ভাইয়া, ডায়ালগ গুলো দেখে তো মনে হচ্ছে " গ্রাজুয়েট " নাটকের আইডিয়া পুররাই এইখান থেকে চুরি করা !
আর বদি মিত্থ্যা সাক্ষী দিসিলো ক্যন???
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫১
জিকসেস বলেছেন: বাংলাদেশ এর বেশিরভাগ মানুষ ই নাতোক সিনেমার কমেডি বলতে হুমায়ুন আহমেদ কেই কপি করে। ক্রিয়েটিভিটির সাথে ধৈর্য, পরিশ্রম এগুলা লাগে। সবাই এখন সস্তা জনপ্রিয়তা পাইতে চায়।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫
আরফার বলেছেন: মাইরের উপরে ভাইটামিন নাই.... লাইনটা কোথাও ঢুকান নি কেন??
ব্যাপক পোষ্ট। ভালো লাগলো। +++
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
জিকসেস বলেছেন: ঢুকাই। এইটা তো মনে হরয় মতিকে (মাহফুজর আহমেদ) মারার সময় বদি বলসিল।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬
নীল_পরী বলেছেন: আমি নাটকটা দেখিনি। এখন ডিভিডি পাওয়া যায় কিনা তাও জানিনা। তবে দেখার খুব ইচ্ছা। আপনার লেখা পড়ে ভালো লাগলো। যদি নাটকটার লিংক থাকে তাহলে দয়া করে লিংকটা দিবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৮
জিকসেস বলেছেন: আমার কাছে ১৯ টা পর্ব আছে কিন্তু বাকের ভাইয়ের ফাসিটা নাই। মুনার মামী মারা যাওয়া পর্যন্ত আছে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৮
bangal manus বলেছেন: =+
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫২
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
সপ্নীল বলেছেন: হুমমমম নস্টালজিয়াতে ভুগলাম কিছুক্ষন, আমরা কতটা আবেগী জাতি তা প্রমান করে এ নাটকটা, মিছিল মিটিং কিছুই বাদ যায়নি এ নাটকের কারনে। সব মনে পড়ে গেল।
পোস্টে প্লাস।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৩
জিকসেস বলেছেন: নাটকটাও সেইরম ছিল। রাস্তাঘাট খালি হইয়া যাইত।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৩
হা...হা...হা... বলেছেন: +
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১
জিকসেস বলেছেন: )
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
শ।মসীর বলেছেন: মুনাঃ পৃথিবীতে এত গান আছে। ঐ একটা গান এর মধ্যে আপনি কি পেলেন বলেন তো?
বাকের ভাইঃ পৃথিবীতে এত পুরুষ মানুষ আছে। কিন্তু তোমার পছন্দের পুরুষ মানুষ তো একটাই। মামুন সাহেব।
বদিঃ বাকের ভাই গায়ে হলুদ ইংরেজি কি?
বাকের ভাইঃ বডি টারমারিক।
এ পৃথিবীতে কিছু কিছু ,মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমাকে দেখুন। আমি কখনো কারো কোনো ক্ষতি করিনাই। অথচ দেখুন আমি কষ্ট পাচ্ছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১
জিকসেস বলেছেন: কমেন্ট এ প্লাস।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
গ্য।গটেম্প বলেছেন: রাজসাক্ষী হলে সুবিধা পাওয়া যায়,তাই বদি মিথ্যা সাক্ষী দিছিল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
জিকসেস বলেছেন: হা। বউ দিতে বলসিল।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
আকন্দ বলেছেন: বইটা পড়ছি। নাটক দেখিনাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০২
জিকসেস বলেছেন: নাটক অবশ্যই দেখবেন।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
এস বাসার বলেছেন: গায়ে হলুদ........... বডি টারমারিক
সেই সব ডায়লগ!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
জিকসেস বলেছেন: আরো মজার মজার ছিল। সব দেই নাই।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ। অনেক কিছু মনে পড়ে গেলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
জিকসেস বলেছেন: )
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই নাটকটা দেখা হয়নাই কিংবা স্মরণ করতে পারছিনা।
কিন্তু পরে যতই বাকের ভাই নিয়ে পত্রিকায় পড়েছি, দেখার আগ্রহ বেড়েই যাচ্ছে।
আজ আপনার দেয়া সংলাপগুলো পড়ে আগ্রহ নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে।
দেখি ডিভিডি পাওয়া যায় কিনা।
ধন্যবাদ , চমৎকার সংলাপগুলো শেয়ার করার জন্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
জিকসেস বলেছেন: আরো মজার মজার ছিল
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১১
বাবুনি সুপ্তি বলেছেন: হুম... অনেক হই হুল্লোড় হতো আগে এই নাটক নিয়ে...
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১০
জিকসেস বলেছেন: তা হইত।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
খেক খেক বলেছেন: হুমায়ুন আহমেদ বস
বইটার লিঙ্ক থাকলে দিন
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১
জিকসেস বলেছেন: দূর বইটা ভাল না। তারপরেও দিবনে। কিন্তু পারলে নাটকটা দেখো।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
আশাবাদী মানুষ বলেছেন: আহ চমৎকার নাটক ! সেইরকম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১
জিকসেস বলেছেন: হা।
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
অগ্নিলা বলেছেন: জান কেন?
যান বানান কি জান?
ফাসি=> ফাঁসি,
রিকশাওয়ালাঃ কই জাইবেন?=>যাইবেন
less talk, more walk=>work হবে কি?
উরতা=> উড়তা
অস্ট্র=> অস্ত্র
খারাপি করে তাহএল আসবেন=> তাহলে
ওল্ড মযান=> ম্যান
বাকের ভাইঃ দাঁড়াও চেয়ার দিতে বলি।সেন্ত্রি।=> সেন্ট্রি
বাকের ভাইঃ তুমি আসায় আমার কিজে ভাল আল্গছে=> নিজে দেখ, জ আর য মিলাচ্ছ কেন?
মাথা ধরে গেসে। আর ধরলাম না। কিন্তু আরও আছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
জিকসেস বলেছেন: হা আছে। পরে ঠিক করব।
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
বড় বিলাই বলেছেন: uponnash ta age pora chilo. Natok ta dekhe aro valo legeche. Ekta porbo o miss kortam na.
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
জিকসেস বলেছেন: বহুব্রীহি উপন্যাস হিসেবে কোথাও কেউ নেই এর থেকে ভাল ছিল। কোথাও কেউ নেই নাটকটাই বেশি সুন্দর ছিল।
কোথাও কেউ নেই ২০ এ ১৯ দশমিক ৫ পাইলে বহুব্রীহি ১৯ পাবে। একই স্কেল এ ফারুকীর সেরা নাটক ৭ দশমিক ৫ পাইতে পারে।
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
আলিম আল রাজি বলেছেন:
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
জিকসেস বলেছেন: আপছুস।
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
আশাবাদী মানুষ বলেছেন: যারা অতিমাত্রায় নষ্টালজিয়া ভুগছেন কিংবা দেখতে উৎসাহী দেখতে পারেন এখানে
সবগুলো পর্বই আছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
জিকসেস বলেছেন: লিঙ্ক পোস্ট এ দিয়া দিসি।
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
সাগর ঢাকা বলেছেন: ওহ পুরানো কথা মনে পড়ে গেল , আহ কি নাটক ছিল , এখন কার বেশির ভাগ নাটকের মতই চটকদার , ভাড়ামি না | এখন তো নাটক মানে মোবাইল এ কথা বলা , কোনো চরিত্র কে ফুটিয়ে তোলার জন্য যে পরিমান মেধা দরকার , সেটা বিজ্ঞাপন থেকে আসা, অভিনেতারা চিন্তাও করতে পারবেনা | এই জন্যই আজ এত দিন পরে, যারা নাটক তা দেখেসেন ভুলতে পারবেন না , আপনার পোস্ট পরে কিছু সময়ের জন্য সেই সময় ফিরে গিয়েছিলাম ! আমি বাকের ভাই এর ফাসির আগের কিছুদিন মনে করছি , একটা নাটক যে মানুষের মধ্যে কি পরিমান প্রভাব ফেলতে পারে সেটা কল্পনা করা কঠিন | এখন শত শত চানেল এ শত শত নাটক , কে দেখে কে জানে ! পোস্টে প্লাস
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০
জিকসেস বলেছেন: আমি এখনকার নাটক সহ্যই করতে পারিনা। বহুব্রীহি আর কোথাও কেউ নেই ডাউনলোড কইরা দেখি।
২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
সবাক বলেছেন: আমি অভাগা এ নাটকের একপর্ব্ও দেখিনি। আমাদের গ্রামে তখন টিভি ছিলো না। সারাজীবন খালি শুনেই গেলাম।
এখন ইউটিউব হাতাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১
জিকসেস বলেছেন: আফসুস।
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
বৃহস্পতি বলেছেন: আবারো নাটকটা দেখতে ইচ্ছা করতাছে
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২
জিকসেস বলেছেন: আমি এখন দেখতাসিরে বৃহ।
২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
েরজা , বলেছেন: মাইরের ভিতরে ভাইটামিন আছে ||
..জিকসেস, দিলেনতো মনটা খারাপ করে ..
যান , মাপ করে দিলাম ... পিলাচিত করা হইল ..|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২
জিকসেস বলেছেন: ঐটাও ঢুকাইতেসি খাড়ান।
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
শায়মা বলেছেন: এই বই আমি পড়িনি। নাটকটা মনে আছে।
বাকের ভাই এর জন্য মন খারাপ লাগছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩
জিকসেস বলেছেন: নাটকটাই আসল।
আগের পোস্ট এ উঁকি দিয়েন (মুন্নি)।
২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: কত্ত ছোট্ট থাকতে দেখেছি , ঠিক মত মনেও নাই ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
জিকসেস বলেছেন: ডাউনলোড লিঙ্ক দিসি তো। নামায় নেন।
২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
আলিম আল রাজি বলেছেন: কেনো যে এতো পরে হালার দুনিয়ায় আসলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
জিকসেস বলেছেন: খিক খিক।
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: থ্যাঙ্কিউ। কিন্তু নেট এর স্পীড ভালো না ।
ডিভিডি পাওয়া যেতে পারে কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
জিকসেস বলেছেন: দোকানে বহুব্রীহি ২৪০ টাকা, এইসব দিন রাত্রি (১৯৮৪ সালের, হুমায়ুন আহমেদ এর প্রথম) ৩০০ টাকায় পাওয়া যায়। কোথাও কেউ নেই এরটা বলতে পারতেসিনা।
৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
সুরঞ্জনা বলেছেন: খুব প্রিয় নাটক। তবে বিটিভিতে দেখানোর পর আর দেখিনি। ইচ্ছেও করেনি। বাকের ভাইএর জন্য আসলেই খুব কষ্ট হয়। নাটকের মুনাকেও খুব ভালো লেগেছিলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫২
জিকসেস বলেছেন: হুম।
আমি তো বাচ্চা ছিলাম তাই আবার দেখসি।
৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৩
সবাক বলেছেন:
ইউটিউবে বেশ কয়েকটা পর্ব দেখলাম। বাকের বাই অমর থাকবেন
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩১
জিকসেস বলেছেন: অবশ্যই।
৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১০
সাগর ঢাকা বলেছেন: এখন কার নাটক এর মধ্যে "মানবজমিন" দেখি , শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর গল্প অবলম্বনে , দেখতে পারেন |
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩২
জিকসেস বলেছেন: হুম।
৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৬
অ্যামাটার বলেছেন: আপনি দেখি জনগণকে বিনা নোটিশে নস্টালজিক করে দিলেন!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩২
জিকসেস বলেছেন: খিক খিক।
৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৮
ভুভুজিলা বলেছেন: নাটকটা দেখার ব্যপক ইচ্ছে কিন্তু ডাউনলোডে দিয়া দেখি শেষ হতে বছর পার হয়ে যাবে
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৯
জিকসেস বলেছেন: আফসুস।
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৩
জামিল আনসার বলেছেন: ভাইডি, বহুব্রীহি, এইসব দিন রাত্রি লিংক দেন।ব্যাপক প্লাস।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৪
জিকসেস বলেছেন: বহুব্রীহি ঐ লিঙ্ক এ আসে।
৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১২
ইশতে আশিক বলেছেন: আমি তখন খুবই ছোট। কিন্তু ঠিকই মনে আছে বাকের ভাই কে যখন ফাসি দেওয়া হল তখন মন কতটা খারাপ হয়েছিল। কিন্তু এর বেশি আর কিছুই মনে নেই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৬
জিকসেস বলেছেন:
৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৮
রাজসোহান বলেছেন: আহারে কি একটা নাটক ছিলো ! বাসার সবাই মিলে দেখতাম
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
জিকসেস বলেছেন: হা।
৩৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
আসিফ বলেছেন: বদি (মাহফুজকে): সিগারেট চাবাইয়া খাও, ভাইটামিন আছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০
জিকসেস বলেছেন: সুরুজ মিয়াকেও একবার বলে।
৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
প্রভাষক বলেছেন: আমি টিভি দেখতে কখন-ও-ই খুব উৎসাহী ছিলাম-না... এখন-ও না... তবে মিছিল করেছিলাম... হুজুগ-এ... বন্ধুরা সবাই করলো... তাই... আমি-ও গেলাম!!!... মিছিল-এ কুত্তা-ওয়ালির ফাঁসি চেয়েছিলাম...
খুব মজার কিছু ডায়লগ ছিলো তখনঃ (কোন-টা কোন নাটক-এর জানি-না... তবে আমরা তখন বলতাম...
১. মাইর-এ প্রচুর ভাইটামিন আছে
২. ভাই, আফনে কি খাইয়য়া বড় হইসেন? => ইছা মাছ!!!...
ধন্যবাদ ভাই... প্লাস...
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৩
জিকসেস বলেছেন: হা হা হা।
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৮
সোলায়মান বলেছেন: প্রথমেই জিকু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এ ধরনের পোস্টগুলো অনেক পুরোনো পুরোনো অনুভূতির সাথে দেখা করিয়ে দেয়। তখন আমার বয়স হবে ৭ কিবা ৮। অল্প অল্প করে মনে পড়ছে। নাটকটা আবার দেখলে হয়তো মনে পড়বে।
ধন্যবাদ আবারো জিকু ভাই।
এখানে এতো কমেন্ট পড়েছে যে, + বা - দেবার আইনদুটে এখনো লোডই হয় নি।
তবে +++++++++++++++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৭
জিকসেস বলেছেন: সমস্যা নেই। ভাল লেগেছে তাতেই খুশি।
৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: পুরানো কথা মনে পড়ে গেল। সবাই একসাথে দেখতাম। বাকের ভাইয়ের মৃত্যু কিছুতেই মানতে পারছিলামনা... +++
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৭
জিকসেস বলেছেন: )
৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৬
চতুষ্কোণ বলেছেন: কী একটা নাটক ছিল!! চমৎকার পোষ্ট! নষ্টালজিক কৈরা দিলেন পুরা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪৩
জিকসেস বলেছেন: )
৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বাকের ভাই জিন্দাবাদ। ++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪৫
জিকসেস বলেছেন: বাকের ভাই জিন্দাবাদ।
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জব্বর একটা নাটক!
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বাকের ভাই জিন্দাবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪৫
জিকসেস বলেছেন: বাকের ভাই জিন্দাবাদ।
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২৩
রেজোওয়ানা বলেছেন: সেই সময়কার হুমায়ূন আহমেদের সব গুলো ধারাবাহিকই খুব চমৎকার ছিল! কোথাও কেউ নেই, এই সব দিন রাত্রি, বহুব্রিহী, অয়োময়, আজ রবিবার...........কি যে দারুন সব নাটক ছিল!
সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম দেখার জন্য, আর যদি কোন পর্বে বিদ্যুৎ চলে যেতো, তাহলে দু:খের আর সীমা থাকতো না!!
ভালো লাগলো আপনার রিভিউ..............
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩২
জিকসেস বলেছেন: এইসব দিন্রাত্রি আমার জন্মের সময় তাই দেখিনাই।
বহুব্রীহি ১৯৮৮ সালের হলেও পরে দেখসিলাম কারন বিটিভি তে মনের মুকুরে হইত।
নক্ষত্রের রাত ও ভাল ছিল।
৪৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৩৫
রাত্রি২০১০ বলেছেন: কি কান্নাই না কেঁদেছিলাম---মনে পড়ে
বাকের ভাইয়ের জন্য একবুক ভালবাসা--- হিহি
আবারো বইটা পড়তে ইচ্ছা করছে। আপনার স্মরণ শক্তি তো দারুন।
হুমায়ুন কেন এখন ছাইপাশ নাটক বানান?
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৫
জিকসেস বলেছেন: ক্রিয়েটিভিটির সাথে মনের আনন্দের একটা মিল আছে। আপনি নিজে আনন্দ পাবার জন্য আর অন্যকে আনন্দ দেওয়ার জন্য লিখবেন সেটার মান ভাল হবেই।
আপনি যদি এই প্রেশার নিয়ে লিখেন যে বইমেলায় ৫ টা বই দিতে হবেই যেভাবেই হোক কারন টাকা আসবে তাহলে সেটা ক্রিয়েটিভিটি না। সৃজনশীল কাজের সাথে ধৈর্য এবং পরিশ্রম এর যোগ আছে। হুমায়ুন আহমেদ বাংলাদেশ এর সব থেকে ট্যালেন্টেড রাইটার। কিন্তু সে এখন নতুন কিছ্যুই করেনা। আগেরগুলা ব্লেন্ড করে। ইদানিংকালের জাফর ইকবাল স্যারের গুলাও ভাল লাগতেসেনা।
৪৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৬
জেরী বলেছেন: নাটকটি সম্প্রচারের সময় অনেক ছোট ছিলাম সব কাহিনী মনে ও নাই। আবার দেখতে হবে
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৯
জিকসেস বলেছেন: অবশ্যই।
৪৯| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:২৯
অগ্নিলা বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৫
জিকসেস বলেছেন:
৫০| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ২:৩৯
গরম কফি বলেছেন:
আহারে কি নাটক..এখনও মনে পরলে মনটা খারাপ হয়ে যায় ।
০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৩
জিকসেস বলেছেন:
৫১| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৮
আলফা-কণা বলেছেন: bro, that was , and is, my fav dramaserial, but dramaserial bollle valo lage na,,,ata amar kache kenu jani sottto mone hoy,,,,,kotokoti bar j dload kore dekhci,,,,bolte pabona,,,i respect ur feelings , i thinku r bit emotional,,,,,emotional people are not bad,,,,,,,good wishes for u
৫২| ০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
তাই... বলেছেন: নাটকের প্রততেকটা পর্ব ইউটিউব এ অ্যাভেলেবল।কিছুদিন আগে হটাত্ মন খারাপ বসত কারণে সার্চ করছিলাম।ছোটবেলার সেই নাটক আবার দেখতে পাইয়া কী যে আনন্দ লাগলো বুঝাইতে পারব না। লিঙ্ক View this link
৫৩| ৩১ শে মে, ২০১২ রাত ১০:৩৮
বাতিল প্রতিভা বলেছেন: বাকের ভাই নাটক শেষ করলাম কেবল । মন খুব খারাপ .।.।.।.।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
হাসান মাহবুব বলেছেন: বাকের ভাইয়ের ইংলিশ সেইরকম জোস। ডায়লগ গুলা পৈড়া আবার বইটা পর্তে ইচ্ছা কর্তাসে। পোস্টে +++++