নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসয়াত রহমান জিকো (Rashat Rahman Zico)

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

জিকসেস

লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico

জিকসেস › বিস্তারিত পোস্টঃ

চৌধুরি সাহেব!! আই লাভ ইউ। :#>

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৪৭

চৌধুরি সাহেব এর মন মেজাজ ইদানিং বেশ খারাপ। তার ব্যাবসার মন্দা অবস্থা। তার যে পরিমান সহায় সম্পত্তি তাতে তার ব্যাবসা নিয়ে এত চিন্তার কিছু থাকা উচিত না তারপরেও তার মন খারাপ। তার মানে বোঝা যাচ্ছে তার মন খারাপের কারন সহায় সম্পত্তি না। তাহলে কিসের জন্য তার মন খারাপ? ব্যাপারটা প্রথম তিনি শুনলেন যখন তার স্ত্রী বাংলা সিনেমা দেখছিলেন। এমনিতে তার স্ত্রী হিন্দি সিরিয়ালের পোকা। কিন্তু বাসার কাজের লোকদের আলাদা টিভি কিনে দেওয়ার পরেও তার স্ত্রী মাঝে মাঝে প্রিয় কাজের মহিলাকে নিয়ে বেডরুমের টিভিতে বাঙ্গলা সিনেমা দেখেন। এরকম একবার তিনি শুনতে পেলেন টিভিতে কে জানি বলছে চৌধুরি বংশের নামে কলঙ্ক। ব্যাপারটা তার খুব খারাপ লাগল। মনে কষ্ট পেলেন তিনি। এরপর তার অফিসের এমপ্লয়ীদের মাধ্যমে জানতে পারলেন বাংলা সিনেমায় তার বংশ নিয়ে নাকি অনেক ঝামেলা হয়। মাঝে মাঝেই তার বংশের নামে কলঙ্ক আসে। কিরকম কলঙ্ক? গরীব ঘরের ছেলেপেলে চৌধুরী বংশের মেয়েদের দিকে হাত বাড়ালেই মেয়েরা পটে যায়।বেরাট আফসুস এর ব্যাপার।



কয়েকদিন পর চৌধুরি সাহেব টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে হটাৎ এক চ্যানেল এ আসলেন। নায়ক ওমর সানি খুব উঁচু আওয়াজে বলছে, চৌধুরিইইই!! তুই আমার বাআআআবাকে মেএএএএএএরেছিস!! আজ তোর একদিন কি আমার একদিন!! চৌধুরি সাহেব বেশ অবাক হলেন। চৌধুরি বংশের এরুপ অবস্থা!! এত অধপতন! পরেরদিন অফিসে অনেক ব্যাস্ততার মধ্যে কাটল। টাকা পয়সার লেনদেন হল অনেক। টাকা পয়সার আগমনে চৌধুরি সাহেবের মন কিঞ্চিত ভাল। বাসায় ফিরলেন তিনি। নিজের বউয়ের সাথে গল্প গুজব করবেন। বউকে ভালবাসা সরুপ বলতে যাবেন যে তার সামনের জন্মদিনে বউ কি উপহার চায়। ঠিক তখনি টিভিতে আবার ডায়লগ। চৌধুরি সাহেব!! টাকা দিয়ে ভালবাসা কিনা যায় না। চৌধুরি সাহেব থেমে গেলেন।



এর মধ্যে একদিন খবর আসল চোধুরি সাহেবের ছেলে স্কুল এর পরীক্ষায় অঙ্কে পেয়েছে ১০০ তে ২৮। চৌধুরি সাহেব তেলে বেগুনে জ্বলে উঠলেন। নিজেই বাংলা সিনেমার ডায়লগ দিলেন। চৌধুরি বংশের নামে কলঙ্ক! যখন ছেলে মারতে যাবেন তখন আবার টিভিতে ডায়লগ দেখাল।“ বাবা তুমি তোমার গর্ভের সন্তানের গায়ে হাত তুলতে পারলে!!” কাহাতক আর সহ্য হয়।



পরেরদিন চোধুরি সাহেব আবার অফিসে গেলেন। লিফটে করে ১২ তালা উঠলেন। উঠার সময় তার আবার মনে পড়ল। চৌধুরি সাহেব। আপনারটা উপর তলার ভালবাসা। আমাদেরটা নিচের তলার। চৌধুরি সাহেব অফিসে গিয়ে পিএ কে খবর দিলেন। বললেন আমাদের এমপ্লয়ীদের মধ্যে বাংলা সিনেমা কারা কারা দেখেন তাদের সবাইকে খবর দাও। দারোয়ান পিয়ন সবাই আসল। তিনি তাদের কাছে জানতে চাইলেন কখনও কোন সিনেমায় আজ পর্যন্ত কোন নায়কের নাম চৌধুরি ছিল কিনা?? কেউ মনে করতে পারল না। তিনি জানতে চাইলেন বাংলা সিনেমার কোন নায়কের নাম কখনও চৌধুরি ছিল কিনা? জবাব আসল সোহেল চৌধুরি। কিন্তু সে বেঁচে নেই। চৌধুরি সাহেব জানতে চাইলেন একটা সিনেমা বানাতে কত লাগে? সবাই বলল সাকিব খানকে নিলে ২ কোটি।



চৌধুরি সাহেব বাংলা সিনেমার একজন ডাইরেক্টর কে নিয়ে আনলেন। নাম কাজী লায়াত। তিনি লায়াতকে বললেন, যা কিছুই হোক সিনেমার নায়কের নাম হতে হবে চৌধুরি। শুধু তাই নায়কের মুল নাম হওয়া লাগবে চৌধুরি। কাজী লায়াত বিপাকে পড়লেন। স্যার শাকিব খান এর সাথে তো চৌধুরি নাই!! চৌধুরি সাহেব বললেন, তাহলে হবেনা। তাকে বল সে ভিলেন হবে কিনা। কাজী লায়াতের মাথায় হাত। এসব কি বলেন স্যার!! শাকিব খান ভিলেন!! চৌধুরি সাহেব বললেন, আর কোন উপায় নাই, কারন নায়িকা হিসেবেও তাকে নেওয়া যাবেনা। নায়িকার নামের সাথেও চৌধুরি লাগবে। সবাইকে বলে দাও এ সিনেমা বানাতে আমি ৫ কোটি টাকা খরচ করব। কিন্তু সব ভাল চরিত্রে থাকবে খালি চৌধুরিরা। আর শাকিব খান কে বল তাকে এক কোটি টাকা দেওয়া হবে। সে ভিলেন হতে পারবে কিনা। কাজী লায়াত আবার মাথায় হাত। বলল উরিব্বাস। এরপর একটা ঝামেলা হল। চৌধুরি নামের নায়িকা পাওয়া যাচ্ছেনা। দুই একজন নায়িকা তাদের নাম এফিডেফিট করতে চাইল কিন্তু চৌধুরি সাহেব রাজি হলেননা। ঠিক হল বলিউড থেকে মহিমা চৌধুরি কে আনা হবে। নামের সাথে চৌধুরি আছে। এখন নায়ক?? নায়ক তো চৌধুরি পাওয়া কঠিন। এরপর কাজী লায়াত আবার এসে বললেন স্যার কোন সিনেমার কপি করব? চোধুরি সাহেব বললেন কপি মানে? স্যার বলিউড মারে হলিউড। আমরা মারি বলিউড। চৌধুরি সাহেব চিন্তায় পড়ে গেলেন। তিনি তার বাসায় এসে বউকে জিজ্ঞেস করলেন। বউ বললেন রবোট। এমন সময় কাজী লায়াত ফোন করে জানালেন স্যার নায়ক পাওয়া গেছে, নায়কের নামের সাথে চৌধুরি। চৌধুরি সাহেব বললেন, আমার বউয়ের ইচ্ছা রবোট সিনেমাটা। কাজি লায়াত খুশি। আরে বাহ। স্যার আমিও তো সেইরকম চিন্তা করসিলাম। স্যার নায়কও পেয়ে গেসি। নাম চৌধুরি। পুরা নাম জাফর উল্লাহ শারাফাত চৌধুরি। স্যার বিশ্বাস করবেন না উনি ডায়লগ চমতকার দেন। চোধুরি সাহেব বেশ খুশি হলেন। যাক নায়ক পাওয়া গেসে। সিনেমার বাজেট আরও বাড়ল। কারন জাফর উল্লাহ শারাফাতের প্লে-ব্যাক সিঙ্গিং এর জন্য অনেক কষ্ট হইসে। আবার ভিলেন শাকিব খান এর লিপেও নাকি গান থাকবে। সেটা ইভা রহমানকে দিয়ে গাওয়ানো হবে। সব নায়করা ভিলেন এর চরিত্রে অভিনয় করল আর সব চৌধুরিরা ভাল চরিত্রে। সিনেমা সম্পন্ন হল। চৌধুরি সাহেব ট্রেলার দেখলেন। নায়কের নাম চোধুরি। নায়িকা চৌধুরানি। জাফর উল্লাহ শারাফাত নায়ক। মহিমা চৌধুরি নায়িকা। ট্রেলারের কয়েকটা সিন।









#



মহিমা চৌধুরিঃ আমার সকল ইঞ্চিতে ইঞ্চিতে তোমার জন্য ভালবাসা।

জাফর উল্লাহ শারাফাত চৌধুরিঃ আমি তো বলব আমার সকল লোমে লোমে তোমার জন্য ভালবাসা।



#



জাফর উল্লাহ শারাফাত চৌধুরিঃ আজ আমার সব আশা আকাঙ্খা কামনা যাতনা বাসনা সবই কিন্তু চৌধুরানি তোমাকে ঘিরে।

মহিমা চৌধুরিঃ যা দুষ্ট।



#



জাফর উল্লাহ শারাফাত চৌধুরিঃ শাকিব খান। টাকা দিয়ে ভালবাসা কিনা যায় না।

শাকিব খানঃ চৌধুরি। বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না।



#



ট্রেলারে যে দুই-একটা গান ছিল,



কর্দমাক্ত আকাশের ভালবাসায়

মেঘমুক্ত মাঠে কাছে আসায়

তোমাকে চাই শুধু তোমাকে চাই



শাকিব খান এর জন্য একটা অশ্লীল গান ছিল



চোখেতে খুশবু, চুলেতে সেন্ট

মন আজ আমার, তোমার হাফপ্যান্ট



তবে চোধুরি সাহেবের এসবের বাইরে একটা জিনিশই ভাল লেগেছিল। যখন মহিমা চৌধুরি বলে, “ চৌউউউউধুরি সাহেএএএএএব। আই লাভ ইউ!!” চোধুরি সাহেব এর তখন মনে হল সিনেমা বানানো সার্থক হয়েছে। তার বড় ভাল লাগল।





















মন্তব্য ১৯০ টি রেটিং +৯৩/-১

মন্তব্য (১৯০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৫৪

জেরী বলেছেন: ফেসবুকের ফ্যান পেজটার পুরাই পাংখা হয়ে গেছি। মজার মজার সব ডায়লগ দেখি :)

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯

জিকসেস বলেছেন: হা। ঐ পেজটার কারনে সব একসাথে পাওয়া যাচ্ছে।

২| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৫৬

আলিম আল রাজি বলেছেন: ক্ষেক্ষেক ক্ষেক্ষেক ক্ষেক্ষেক।

ফাটাফাটি হৈছে।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৪

জিকসেস বলেছেন: এইডা কি হাসি দিলা!!

৩| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৫৬

শামীম শরীফ সুষম বলেছেন: হা হা প গে ........

জোশ........

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৬

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:৫৮

খেক খেক বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৫

যুধিষ্ঠির বলেছেন: ক্ষেক্ষেক ক্ষেক্ষেক ক্ষেক্ষেক।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

জিকসেস বলেছেন: :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৫

শায়মা বলেছেন: হা হা হা

++++++


জিকো স্টাইল গল্প।:)

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৮

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৬

শায়মা বলেছেন: হা হা হা

++++++


জিকো স্টাইল গল্প।:)

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৮

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩০

িনদাল বলেছেন: :D

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩২

জিকসেস বলেছেন: :)

৯| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩৫

পল্লী বাউল বলেছেন: জিকসেস.. আই লাভ ইউ টু =p~

জটিল হৈসে বস।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩৭

জিকসেস বলেছেন: খিক খিক।

১০| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩৮

সামিউর বলেছেন: জটিল.....। +

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৪১

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১১| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৪৬

গুরুজী বলেছেন: পুরা নাম জাগর উল্লাহ শারাফাত চৌধুরি।


কারন জাফর উল্লাহ শারাফাতের প্লে-ব্যাক সিঙ্গিং এর জন্য অনেক কষ্ট হইসে

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৪৮

জিকসেস বলেছেন: ওহ। ঠিক করি।

১২| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫১

গুরুজী বলেছেন: লেখা, চরম হৈছে, হাসতে হাসতে শেষ =p~

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫৬

নুভান বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক সেরাম :D

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫৯

জিকসেস বলেছেন: :)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০১

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসি তো আর থামে না ......

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০৩

জিকসেস বলেছেন: :)

১৫| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০৩

পরপারে একা বলেছেন: + দিতে লগ ইন করলাম, চরম হইসে,মাথা নষ্ট...

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০৪

জিকসেস বলেছেন: ধন্যবাদ। :)

১৬| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:১৮

পারভেজ আলম বলেছেন: বহুদিন পরে একটা ফানপোস্ট পইড়া হাসলাম। ++++++++

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

জিকসেস বলেছেন: :)

১৭| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:১৯

নিশাচর নাইম বলেছেন: ভালা অইসে =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

আহাদিল বলেছেন: খেকযযযযয...

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:২৯

জিকসেস বলেছেন: খিকজ।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: জোস্ হৈসে!

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৩৮

জিকসেস বলেছেন: ধন্যবাদ হামা ভাই। :)

২০| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরাই ফাটায়া দিলেন।
প্লাস না দিয়ে উপায় নাই!!

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬

ডেমিয়েন থর্ন বলেছেন: ভাগ্যিস নামের সাথে চৌধুরী বা খান কোন টাই নাই।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৪

জিকসেস বলেছেন: হে হে।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:০১

শোশমিতা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



চমৎকার +

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:০৪

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:০৫

লুকার বলেছেন:
নায়কের রোলে শরাফত চৌধুরীর নাম দেইখা হাসতে শুরু করছি, গানটা দেইখা প্রায় দম আটকায়া গেছিল!

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:১২

জিকসেস বলেছেন: খিক খিক।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:১৩

ভালো মেয়ে বলেছেন: হা হা প গে =p~

ফাটাফাটি হইছে...

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:১৯

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:১৭

চেনা মুখ বলেছেন: :P :P :P :#) :#) :#) :) :)
+++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:২০

জিকসেস বলেছেন: :P

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:২০

পুরাই কার্টুন বলেছেন:
PuraaiFataafaatee... :)
PuraaiPankhaaaaa... :D
PuraaiPi!i!i!in!i!i!i!k... :)

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:২৬

জিকসেস বলেছেন: হে হে। ধন্যবাদ।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

আধারে অপ্সরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ চৈধুরী সাহেব....টেকা দিয়া মুভি বানানো যায় কিন্তু ইজ্জত কেনা যায় না ;)

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৫২

জিকসেস বলেছেন: হে হে।

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪

বাবুল হোসেইন বলেছেন: এখন একটা সিনেমা বানান এইটা নিয়ে।


একেবারে মাত করে ফেলবে....

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৪

জিকসেস বলেছেন: ওকে ;)

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৫০

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চোখেতে খুশবু, চুলেতে সেন্ট
মন আজ আমার, তোমার হাফপ্যান্ট


=p~ =p~ =p~ =p~

চরম হইছে ভাই।+++++

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:০০

জিকসেস বলেছেন:
=p~ =p~ =p~ =p~

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:১৫

নাম তার সজীব বলেছেন: +++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:৩৭

জিকসেস বলেছেন: ধন্যবাদ%E

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:২৫

এন.আই.পি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সামুর কোন পোস্ট পড়ে এতো হাসি নাই, যেটা এই পোস্ট পড়ে হাসছি।

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:৪০

জিকসেস বলেছেন: :)

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:৫২

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: :)

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:০৪

জিকসেস বলেছেন: :)

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:০৪

ভালোবাসা মেঘ বলেছেন: চৌধুরিইইই!! তুই আমার বাআআআবাকে মেএএএএএএরেছিস!! আজ তোর একদিন কি আমার একদিন! B-)

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:০৫

জিকসেস বলেছেন: হে হে।

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১১

জিকসেস বলেছেন: # যাযাবর শফিক
# শুভ রকার
# উ লে লে...ছোতো বাবুতা
# আরাধ্য

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১২

জিকসেস বলেছেন: হুম।

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১২

কাঠঠোক্‌রা বলেছেন: ইট্টু ইডিট কত্তে মঞ্চায় বস, দ্যাকেন তো কিমুন লাগে..
খুশবু চোকেতে , সেন্ট চুলেতে
মনটা আজ আমার, তোমার হাপপ্যান্ট.. :-P :-P

এইটা পড়ে আর ১টার কথা মনে পড়ল, কই শুনছিলাম মনে নাই..
চোখে চশমা, হাতে লাঠি
চালাসনে তুই দাবার গুটি
ধরা পড়ে যাবি রে এ এ এ ..
আমার রঙ্গিন চশমাতে.... ইয়া :-& :-&

পোস্টে পেলাস.. দারুন হইছে :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১৮

জিকসেস বলেছেন: হে হে।

৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১২

কাঠঠোক্‌রা বলেছেন: ইট্টু ইডিট কত্তে মঞ্চায় বস, দ্যাকেন তো কিমুন লাগে..
খুশবু চোকেতে , সেন্ট চুলেতে
মনটা আজ আমার, তোমার হাপপ্যান্ট.. :-P :-P

এইটা পড়ে আর ১টার কথা মনে পড়ল, কই শুনছিলাম মনে নাই..
চোখে চশমা, হাতে লাঠি
চালাসনে তুই দাবার গুটি
ধরা পড়ে যাবি রে এ এ এ ..
আমার রঙ্গিন চশমাতে.... ইয়া :-& :-&

পোস্টে পেলাস.. দারুন হইছে :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১৯

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১২

কাঠঠোক্‌রা বলেছেন: ইট্টু ইডিট কত্তে মঞ্চায় বস, দ্যাকেন তো কিমুন লাগে..
খুশবু চোকেতে , সেন্ট চুলেতে
মনটা আজ আমার, তোমার হাপপ্যান্ট.. :-P :-P

এইটা পড়ে আর ১টার কথা মনে পড়ল, কই শুনছিলাম মনে নাই..
চোখে চশমা, হাতে লাঠি
চালাসনে তুই দাবার গুটি
ধরা পড়ে যাবি রে এ এ এ ..
আমার রঙ্গিন চশমাতে.... ইয়া :-& :-&

পোস্টে পেলাস.. দারুন হইছে :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৩০

জিকসেস বলেছেন: :-B :-B

৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১২

কাঠঠোক্‌রা বলেছেন: ইট্টু ইডিট কত্তে মঞ্চায় বস, দ্যাকেন তো কিমুন লাগে..
খুশবু চোকেতে , সেন্ট চুলেতে
মনটা আজ আমার, তোমার হাপপ্যান্ট.. :-P :-P

এইটা পড়ে আর ১টার কথা মনে পড়ল, কই শুনছিলাম মনে নাই..
চোখে চশমা, হাতে লাঠি
চালাসনে তুই দাবার গুটি
ধরা পড়ে যাবি রে এ এ এ ..
আমার রঙ্গিন চশমাতে.... ইয়া :-& :-&

পোস্টে পেলাস.. দারুন হইছে :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:২৩

জিকসেস বলেছেন: :-B :-B

৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১৪

যাযাবর শফিক বলেছেন: =p~ =p~ =p~ হাসতে হাসতে খিদা লাইগ্যা গেছে... =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:২৪

জিকসেস বলেছেন: খাইসে।

৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:১৬

কাঠঠোক্‌রা বলেছেন: বুঝলাম না এতগুলা কেম্নে গেল.. এক্সট্রা গুলা কাইটা দ্যান পিলিজ

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:২৪

জিকসেস বলেছেন: ব্যাপারনা।

৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:২৬

পাহাড়ের কান্না বলেছেন: প্লাস দেওয়া কর্তব্য মনে কর্লাম। জটিল হইছে।

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৩২

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৪২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৫০

কূপমন্ডুক বলেছেন: হা হা প গে..... =p~ =p~ =p~ =p~ =p~

মহিমা চৌধুরিঃ আমার সকল ইঞ্চিতে ইঞ্চিতে তোমার জন্য ভালবাসা।
জাফর উল্লাহ শারাফাত চৌধুরিঃ আমি তো বলব আমার সকল লোমে লোমে তোমার জন্য ভালবাসা।


জিকসেস ভাই আপনি একটা পিস...... =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৫৫

জিকসেস বলেছেন: :)

৪৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ ভোর ৪:০৮

অগ্নিলা বলেছেন: @পল্লী বাউল: জিকসেস'কে আই লাভ ইউ বলা যাবে না।সেই কপি রাইট অন্য কারও কাছে। কপিরাইট আইনে মামলা খাবার জন্য রেডি থাকেন!

@ জিকোঃ তুমি আমার প্রিয় নায়িকা শাকিব খানকে কে ভিলেনের চরিত্রে দিস কেন? লিখায় মাইনাস। আমার পরীক্ষার মধ্যে ডিষ্টার্ব দিসো তাই আরও একটা মাইনাস।

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৭

জিকসেস বলেছেন: কারন নায়িকা পোস্ট খালি নাই।

৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ ভোর ৪:১৩

অগ্নিলা বলেছেন: আমার ভাই টিকটিকির মত ক্ষেক্ষেক ক্ষেক্ষেক করে ক্যান? শেষ মেষ তুমি আমার ভাইটারে টিকটিকি বানায় দিলা? তুমারে শত কুটি মাইনাস!!!

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৮

জিকসেস বলেছেন: এটা বুদ্ধিজীবি হাসি।

৪৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৪২

বিলীন অরণ্য বলেছেন: হা হা চে উ প গে

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৯

জিকসেস বলেছেন: হে হে।

৪৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:১১

পুরাতন বলেছেন: হা হা হাহা জটিল :D :D

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:১২

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:১৩

চতুষ্কোণ বলেছেন: হা হা হা। জোস!

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:১৩

জিকসেস বলেছেন: হে হে।

৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:১৫

বড় বিলাই বলেছেন: :D :D :D :P

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:১৭

জিকসেস বলেছেন: :D :D

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪২

অনাবিল বলেছেন: ব্যাপক হইসে হি হি হা হা

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:১৮

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:৫০

অ্যামাটার বলেছেন: =p~=p~=p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:২২

জিকসেস বলেছেন: B-)

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:২৪

জাহিদ বেস্ট বলেছেন: সুন্দর হয়েছে আপনার লেখা। আশা করি ভবিষ্যতে আপনার প্রযোজিত বাংলা সিনেমা হলে গিয়ে দেখবো। +++

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫২

জিকসেস বলেছেন: হা হা হা। একটা সময় ইচ্ছে ছিউল সিনেমা বানাব।

এই দেশে সব কিছুই পলিটিক্স। কোন কাজেই শান্তি নাই।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:২৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: ব্যাপক!!! =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫২

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৩২

রেজোওয়ানা বলেছেন: উফ রে!!!
অনেক কষ্টে হাসি চেপে পড়লাম ...............





(বস জানি কেমন চোখে তাকাচ্ছে আমার পিসির দিকে X()

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৩

জিকসেস বলেছেন: হে হে।

বাচ্চাটা তো মাশাল্লাহ কিউট হইসে।

৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৩

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: ডাইরেক্ট পিলাস!!! :)

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৬

কানা-বাবা বলেছেন: মাইনাস দিবো কইলাম, আমার নামের লগে আবার চৌধুরী আছে কিনা! :P

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:০০

জিকসেস বলেছেন: হুর মিয়া রাখেন। দেখেন আপনাকে নায়িকা আই লাভ ইয়ু কইসে। =p~ =p~

৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৪

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: কানা-বাবা বলেছেন: মাইনাস দিবো কইলাম, আমার নামের লগে আবার চৌধুরী আছে কিনা! :P

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

জিকসেস বলেছেন: খাইসে। আরও একজন চৌধুরি।

৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৮

আকাশের তারাগুলি বলেছেন: হিঃ হিঃ

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪০

জিকসেস বলেছেন: :)

৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৪

আকাশটালাল বলেছেন: আমার নামের পড়েও কিন্তু চৌধুরী আছে X(X(X(

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:১০

জিকসেস বলেছেন: খেকজ। আউ লাভ ইউ বলসে তো।

৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:১৯

কি নাম দিব বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

জিকসেস বলেছেন: :)

৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:১৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: সেইরকম হইছে।

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:২৮

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:২৩

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
জিককুবাইগো, এইবার তুষার চৌধুরীর ঝামেলা মিটাও! :) :) :)

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:৩০

জিকসেস বলেছেন: খিকজ।

৬২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪০

শ।মসীর বলেছেন: বউকে ভালবাসা সরুপ বলতে যাবেন যে তার সামনের জন্মদিনে বউ কি উপহার চায়। ঠিক তখনি টিভিতে আবার ডায়লগ। চৌধুরি সাহেব!! টাকা দিয়ে ভালবাসা কিনা যায় না। চৌধুরি সাহেব থেমে গেলেন।


hahahaha

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৭

জিকসেস বলেছেন: হি হি।

৬৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

জিসান শা ইকরাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
খুবই ভাল লাগলো =p~ =p~ =p~

আক্কাস উদ্দিন: তুমি এই লিংকটা না দিলে - আমি দারুন একটা লেখা হতে বঞ্চিত হতাম। ;) ;)

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৮

জিকসেস বলেছেন: আক্কাস উদ্দিন কিডা!!

৬৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

স্নো হোয়াইট বলেছেন: কর্দমাক্ত আকাশের ভালবাসায়
মেঘমুক্ত মাঠে কাছে আসায়

=p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৯

জিকসেস বলেছেন: হে হে।

৬৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৯

জিকসেস বলেছেন: :)

৬৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জিকো ফাটাফাটি হইছে!!! তোমারে দিয়াই এইরকম লেখা সম্ভব। ইউ আর দ্যা বস্‌...

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৮:০১

জিকসেস বলেছেন: :)

৬৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১০:৪২

লুকার বলেছেন:
ব্লগের চৌধুরীরা অহন সমিতি বানায়া আপনের কুশপুত্তলিকা দাহ করব।

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:২০

জিকসেস বলেছেন: সব চৌধুরী কি আর চৌধুরী সাহেব নাকি!!

চাচা চৌধুরী এর মগজ তো কম্পিউটারের থেকেও প্রখর।

৬৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৩৯

অমাবশ্যার চামচিকা বলেছেন: সেইরকম হইসে! পিলাস!!!!

(ফেইসবুকের ফ্যান পেইজ থেকে আপনার এই ব্লগের সন্ধান পাইলাম। তো ভাইজান নিয়মিত বাংলা সিনেমা দেখেন বলেই মনে লয়, তো ভাই, সিনেমা হলে দেখেন, না কি বিটিভিতে? :) )

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৭

জিকসেস বলেছেন: বাঙ্গলা চ্যানেলের কি অভাব আসে নাকি!!

৬৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৬

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ফাটাফাটিরে ভাই। চালাইয়া যান।

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩২

জিকসেস বলেছেন: :)

৭০| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৮

রাজসোহান বলেছেন: হেহে ব্যাপক মজা পাইলাম

০৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:৪৭

জিকসেস বলেছেন: )

৭১| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৬

শ্রাবণমেঘ বলেছেন: জিকোভাই কি লিখলেন হাসতে হাসতে খিদা লাইগা গেছে !!!!!!

০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৫০

জিকসেস বলেছেন: খিকজ।

৭২| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৬

বিবেক সত্যি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩০

জিকসেস বলেছেন: =p~

৭৩| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৯

লালসালু বলেছেন: ক্ষেক্ষেক ক্ষেক্ষেক ক্ষেক্ষেক।

০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:০১

জিকসেস বলেছেন: হেহে হে হে হেহে।

৭৪| ০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১২

ফিরোজ খাঁন তুষার বলেছেন: জিকসেস , জাফরুল্লাহ কে অপমান করে ছোটো করা যায় না ....
খেখেখেখেখেক ......
;);););)

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৭

জিকসেস বলেছেন: সে নায়ক।

৭৫| ০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

আনাড়ী বলেছেন: চরম লেখা। ফেইসবুকে লিঙ্ক শেয়ার করলাম। কোন ছাগলা মাইনাস দিসে এই পোস্টে? মনে হয় জাফরুল্লাহ শরাফত নিজেই।

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫০

জিকসেস বলেছেন: তাকে নায়ক দেওয়া হইসে এরপরেও যদি মাইনাস দেয়।

৭৬| ০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: darun , darun

++++

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৭

জিকসেস বলেছেন: )

৭৭| ০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫১

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২১

জিকসেস বলেছেন: )

৭৮| ০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:১২

আমি সুখ পাখি বলেছেন: =p~ =p~ =p~

আজ হতে নামের শেষে চৌধুরী বাদ দিলাম :(( :((

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৭

জিকসেস বলেছেন: দূর মিয়া কি কন। চাচা চৌধুরী তেও চৌধুরী আসে।

৭৯| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

টেকিবাবা বলেছেন: মারাত্মক!!!

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩

জিকসেস বলেছেন: ধন্যবাদ টেকি।

৮০| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

নাফিজ তাহমিদ বলেছেন: হাহাহাহাহাহহাহাহা...... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৪

জিকসেস বলেছেন: =p~ =p~ =p~

৮১| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:০০

শিশিরবিন্দু বলেছেন: ভাই, সেইরকম হইসে! হাসতেই আছি!! চৌধুরী জাফরউল্লাহ শরাফত নায়ক! হা হা হা হা =p~ =p~ =p~

০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২৬

জিকসেস বলেছেন: :)

৮২| ০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৩

সীমান্ত আহমেদ বলেছেন: দারুণ , আমি এমনিতেই চৌধুরি জাফরের পাঙ্খা , এখন তো আপনারও পাঙ্খা হয়ে গেলাম।

০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:১৩

জিকসেস বলেছেন: ধন্যবাদ। :-B

৮৩| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৮

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

জিকসেস বলেছেন: :)

৮৪| ০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৩

ছোটমির্জা বলেছেন: পুরা ফাটাফ্ফাট্টি। ফেসবুকে জয়েন দিসি। =p~ =p~ :-B :-B :D :D :P =p~
...........................................।
............ভাই এইবার কি মির্জা নিয়ে শুরু কর্বেন?
...........................................।

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৪

জিকসেস বলেছেন: হে হে।

৮৫| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩১

আরফার বলেছেন: ব্যাপক তো।

০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৮৬| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৮

নষ্ট ছেলে বলেছেন: চৌধুরীরা দেখা যায় বাস্তবেও ভিলেন(যেমন সাকা চৌধুরী) ;)

০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:১৫

জিকসেস বলেছেন: হে হে হে হে।

৮৭| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৮

প্রভাষক বলেছেন: কন্ঠ শিল্পী কে ছিলেন???...

তপন চৌধুরী এর সামিনা চৌধুরী???... ;)

১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫১

জিকসেস বলেছেন: হা হা হা। এইটা আগে খেয়াল ছিলনা নাইলে এটাও দিয়ে দিতাম।

৮৮| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:১০

দু-পেয়ে গাধ বলেছেন: চৌধুরী রে নিয়া ফান????
চাচা চৌধুরীর অপমান???

জিকোওওওওওও ------- আইজ তোরে আমি খাইসি।

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:০২

জিকসেস বলেছেন: চাচাজীরে কৈ অপ করিলাম।

৮৯| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৪

দু-পেয়ে গাধ বলেছেন: এই লিখার লিঙ্ক নিয়া চললাম। যদি ক্ষমতা থাকে তো ফিরত নিয়া আসিস এইখান থিক্যা।
Click This Link

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:০৬

জিকসেস বলেছেন: হুম।

৯০| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪১

স্পেলবাইন্ডার বলেছেন: এই পোস্ট পড়সি আগেই। খুব মাইন্ড খাইসি কইলাম!
ভাবতাসি সব চৌধুরীদের নিয়ে 'জিকসেস' এর কুশপুত্তলিকা দাহ করব কিনা! X( X( X(

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৩

জিকসেস বলেছেন: হায় হায়।

৯১| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৮

দু-পেয়ে গাধ বলেছেন: স্পেলবাইন্ডার বলেছেন:ভাবতাসি সব চৌধুরীদের নিয়ে 'জিকসেস' এর কুশপুত্তলিকা দাহ করব কিনা!

তেব্র পতিবাদ---
জিকোরে আমি খাইসি। পুড়াইতে হয় যদি ত অন্য কিছু পুড়ান।

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৫

জিকসেস বলেছেন: খিকজ।

৯২| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৭

সবাক বলেছেন: বস! কি খাইবেন কন!!

স্যালুট ইউর সেন্স অব হিউমার।

০৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১৯

জিকসেস বলেছেন: ধন্যবাদ। :)

৯৩| ১৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: হাসতে হাসতে শেষ ভাইয়া।অনেক মজার হইসে...

১৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬

জিকসেস বলেছেন: :)

৯৪| ০৪ ঠা মে, ২০১১ রাত ৯:৩৯

জয়িতা বলেছেন: হাসতে হাসতে মারা গেলাম........... =p~ =p~ =p~

৯৫| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৪

নরাধম বলেছেন: নিজের নামের পিছনে চৌধুরী ছিল, চৌধুরীরা ভিলেন হত বলে মনোকষ্টে থাকতাম, আজ জীবনটা, না মানে নামটা সার্থক হল। পিলাস এবং প্রিয়তে!

৯৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

স্প্যারো চাচ্চু বলেছেন: হাসতে হাসতে চাচ্চুর লুঙ্গি খুলে গেসে =p~ =p~

৯৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.