নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" জল জোছনা "
জল থই থই পদ্মজলে
জোছনা যখন নামে।
পাতা ঝরা বাতাস তখন,
ভেসে বেড়ায়, তোমার আমার
ভালো বাসার দামে।।
জল থই থই পদ্ম জলে
জোছনা যখন নামে।
উঠোন জুড়ে জোড়া শালিক
রাঙ্গা পায়ে দোলে।
অপেক্ষাতে দাঁড়িয়ে আমি
শাপলা শালুক ফুলে।
সুখ-দুঃখ , কষ্ট-গাঁথা
থমকে গেছে
ভালোবাসার নামে।।
জল থই থই পদ্ম জলে
জোছনা যখন নামে।
ঘুরে বেড়াই তোমায় নিয়ে
স্বপ্ন ডাঙ্গার নীড়ে।
দু' কূল বেয়ে হ্রদয় নদী
বয়ে চলে ধীরে।
হাস্নাহেনার মাতাল সুবাস
ছড়িয়ে পরে
আঁধার যখন নামে।।
জল থই থই পদ্ম জলে
জোছনা যখন নামে।
এমন করে যাবেই যদি,
কেন তবে এলে?
কিছু নোনা জল জমে
থাক শুধু ,
চোখের কাজলে।
শীতল জলে শাপলা শালুক
ঘুমিয়ে পরে,
সন্ধ্যে যখন নামে।।
জল থই থই পদ্ম জলে
জোছনা যখন নামে।
-------
২| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৫৬
এম ডি মুসা বলেছেন: আমি দেখলাম, কবিতা ভালো হয়েছে, কেন এটা প্রথম পাতায় কি সমস্যা হলো?
৩| ০৮ ই মে, ২০২২ ভোর ৫:৩৯
খায়রুল আহসান বলেছেন: "জল থই থই পদ্মজলে জ্যোৎস্না যখন নামে" - কথাগুলো উচ্চারণের সাথে সাথে মনে একটা সুন্দর আবহের সৃষ্টি হয়। প্রতিটি স্তবকের শেষে এ কথাগুলো ফিরে আসায় কবিতার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাঝখানে বেশ ক'জায়গায় সে আবহে ছেদ পড়েছে এবং ছন্দ পতন ঘটেছে।
একটি কবিতা লিখার পর নিজে নিজেই তা কয়েকবার পড়ে নেবেন, বার দুয়েক আবৃত্তি করে নেবেন। তখন দেখবেন, নিজের কানেই অন্ত্যমিলের তারতম্য ধরা পড়ে যাচ্ছে। পড়ার সময় কিছু ভুল বানানও চোখে পড়ে যেতে পারে। তখন প্রয়োজনীয় সম্পাদনা করে নিজেই নিজের কবিতার শ্রীবৃদ্ধি করতে পারবেন। এ ছাড়াও, মন্তব্য পড়া ও প্রতিমন্তব্য লেখার সময়েও একবার করে দেখে নেবেন। এভাবে কয়েকদিন করলে লেখার মান আরও উন্নত হবে।
৪| ০৮ ই মে, ২০২২ ভোর ৫:৪৯
জিনাত নাজিয়া বলেছেন: ভালো, মন্দ আমাকে ধরিয়ে দেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই মে, ২০২২ ভোর ৫:৫০
জিনাত নাজিয়া বলেছেন: ভালো, মন্দ আমাকে ধরিয়ে দেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আজকেই কি নিরাপদ ব্লগার হলেন ? এটা কি প্রথম পাতার প্রথম পোস্ট ?