নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিশ্বাস"
একটা বিশ্বাসের হাত চাই।
যে হাতে হাত রেখে
বদলে যাবে আমার
পুরো জীবন টাই।।
একটা...... চাই।
নিশিথীনি একাকিনী আসে
যদি কখনো,
নির্ভয়ে চুপিসারে ভরে
দেবে তখনও।... ( ২)
যদি না কখনো আমি,
এলোমেলো হয়ে যাই।।
একটা...... চাই
জীবনের সুর যদি
ধরে রাখা যায়,
ভরে যাবে দুটি মন
সুরের ছোয়ায়।...(২)
জানি না এমন কোথাও
আমি, পাই কিনা পাই।।
একটা...... চাই।
-------
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪
জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,ভালো থাকবেন।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর।
ধুলো বালি ভাইয়া এটা সুর করে দিবেন হয়তো
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪
জিনাত নাজিয়া বলেছেন: ফাতেমা ছবি আপু তোমাকে অনেক ধন্যবাদ। ধুলো বালি ভাই সুর করতেই পারেন,যদি ওনার পছন্দ হয়।
অপেক্ষায় রইলাম।অনেক শুভকামনা তোমার জন্য।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: ধরা দাও সেই হাত
যে হাতে দিন রাত
নিশ্চিন্ত থাকা যায়
একটা ..... চাই
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৯
জিনাত নাজিয়া বলেছেন: অচিরেই হয়তো বা ধরা দেবে
সেই হাত,নিশ্চিত থাকুন।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৮
পাগলাগুড়ু বলেছেন: ভালো হয়েছে জনতা বলছে তাই।
আপনার কবিতা সুর হয়ে গান হয়ে যাকনা ❤️
তাতে আমার কোনোও আপত্তি নাই....
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫০
জিনাত নাজিয়া বলেছেন: গান হলে তো মনে হয় ভালোই হতো।
তবে পাগল করা সুর হতে হবে।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫০
জিনাত নাজিয়া বলেছেন: গান হলে তো মনে হয় ভালোই হতো।
তবে পাগল করা সুর হতে হবে।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
মৌন পাঠক বলেছেন: খুব সুন্দর!
মনে মনে একটা সুর করে গেয়ে ফেললাম, শুনলে হার্ট এটাক ও করতে পারেন
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।