নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫২

" আহবান "
তোর জীবনে অল্প হলেও
আমায় একটু জায়গা দিস।
দু:খের ভাগটা আমায় দিয়ে
সুখের ভাগটা সংগে রাখিস।
তোর জীবনে.........দিস।
তোর থেকে আজ চলে যাচ্ছি,
দূর বহু দূরে।
সংগে আমার নাইবা যাবি,
থাকবি হ্রদয় জুড়ে--২
সুখেই না হোক দু:খে আমায়,
একটু মনে করিস।।
তোর জীবনে......দিস।
এলোমেলো স্মৃতি গুলো
ধরে রাখিস না।
ভুলতে যদি পারিস আমায়
মনে রাখিস না --২
দোষগুলো সব আমার ছিলো,
ক্ষমা করে দিস।
তোর জীবনে.......দিস।
আঁকাবাঁকা নদীর জলে, সেই
যে পথচলা।
জোছনা মাখা চাঁদের আলোয়
কেবল কথা বলা--২
মন কাঁদানো স্মৃতিরা থাক
আমার কাছেই, তুই ভালো
থাকিস।
তোর জীবন........দিস।
হাজার বছর যদি বাঁচতে
আমি পারি।
তুই যে আমার সংগী হবি
এটা বলতে পারি-২
যখন কাউকে পাবি না তুই,
শক্ত করে হাতটা
আমার ধরিস।
তোর জীবনে.......দিস।

জিনাত নাজিয়া

১৫-৪-২৩ইং




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২৩

স্মৃতিভুক বলেছেন: যে সকরুণ মিনতি, ভদ্রলোক জায়গা না দিয়ে যাবেন কোথায়!

তবে পত্র-পড়ার পর হয়তো একটু কনফিউজড হওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে। যেমন ধরেন - একবার বললেন এলোমেলো স্মৃতি মনে না রাখতে, ভুলতে পারলে ভুলে যেতে এবং পরক্ষনেই আবার সেই পুরোনো আহ্বান!

কবিতা ভালো হয়েছে। রসিকতা করার চেষ্টা করলাম, আশাকরি কিছু মনে করবেন না।

ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১১

জিনাত নাজিয়া বলেছেন: যে একবার মনের ভিতর জায়গা করে নেয়,
তাকে কি কখনো সরানো যায়? যায়না। মিশে থাকে
মন প্রান জুড়ে।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো
থাকবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪

ডার্ক ম্যান বলেছেন: যখন কাউকে পাবি না তুই,
শক্ত করে হাতটা
আমার ধরিস।
তোর জীবনে.......দিস।

ইশ কেউ যদি আমাকে এমন করে বলতো। আপনার কবিতা ভালো হয়েছে

৫| ১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৮

ডার্ক ম্যান বলেছেন: ২নং মন্তব্যে লেখক বলেছেন,

যে একবার মনের ভিতর জায়গা করে নেয়,
তাকে কি কখনো সরানো যায়? যায়না। মিশে থাকে
মন প্রান জুড়ে।
সবার ক্ষেত্রে এ কথা সত্যি নয়। কিছু মানুষ অল্পতেই সব ভুলে যায়।

৬| ১৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কাউকে না পেয়ে কেমন প্রেম হলো। অগণিত মানুষের ভীড়ে ও প্রেমের জয় হওয়ার কথা।

৭| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২১

জিনাত নাজিয়া বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাপ্তি সবসময় সফলতা
পায়না। অনেক সময় অপ্রাপ্তি ও মানুষকে নিবিড় ভাবে কাছে টানে।
one side love is beautiful love.

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

মৌন পাঠক বলেছেন: ভালো লাগে নি, দুখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.