নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমার মন চাইলো তাই একখানা পোস্ট দিলাম

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

বাজরের ব্যাগ আমার সবসময় কৌতুহলের ব্যাপার ছিলো, বিশেষত "শুক্রবারের বাজরের ব্যাগ" কারণ ঐ দিন আব্বার হাত থেকে ঐ বস্তু নিজের হাতে স্পর্শ করার আর আমি বড় হইয়া গেছি অনুভব করার সুযোগ,দুইই পাইতাম!!

আব্বা ঐ সময় প্রায় বলতেন ''বড় হইলে নিস এখন আমারে দে''

কিন্তু আমার হাত থেকে ব্যাগ কেড়ে নেয় ঐ সাহস কার আছে!!

লিলিপুট আমি,আমরা থেকেও দ্বিগুণ বড় ব্যাগ টানতে টানতে বাসাই এনে আম্মার হাতে যখন দিতাম,মনে হইতো দুনিয়া জয় করে বাসায় ফিরলাম..আহ..হা



আর এখন শুক্রবারে আম্মা বাজরের ব্যাগ হাতে দিলে আমার মাথার ভেতর পুরা দুনিয়াটা কয়েকবার চক্কর দেয়!!!!!



মোরাল ওফ দ্যা স্টোরি:

বাচ্চারা...খেলার সময় খেলা, পড়ার সময় পড়া,খাওয়ার সময় খাওয়া আর ঘুমের সময় ঘুম..নো হাংকিপাংকি

হাংকিপাংকি করার অফুরন্ত সময় সামনে পইরা আসে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

আত্মকেন্দ্রিক বলেছেন: সুন্দর একখান স্মৃতি।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

ভেজাল মানুষ বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধইন্যা :D :D

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

মহাজাগতিক পাগল বলেছেন: সেইম কেস ;) পারত পক্ষে বাজার না করতে পারলে বাঁচি ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

ভেজাল মানুষ বলেছেন: মন্তব্যের জন্য ধইন্যা লন..আপনারে অনেক দিন পর দেখলাম..ঘটনা কি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.