নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

OMG: Oh My God! (2012) একটি ভিন্নধারার ছবির মুভি রিভিউ

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩





অনেকের মত আমিও আগে কাস্টিং পছন্দ হলে মুভি দেখতাম। কিন্তু সামুতে আসার পর রিভিউ পড়ে মুভি দেখা শুরু করেছি। কিছুদিন আগে এক মুভিখোর বন্ধুর কাছ থেকে প্রশংসা শুনে ছবিটি সংগ্রহ করে দেখে ফেললাম।



কাঞ্জি লালজি মেহতা (পরেশ রাওয়াল) একজন মূর্তি ব্যবসায়ী এবং নাস্তিক, মুম্বাইয়ের চর বাজারে তার দোকান। তিনি বিভিন্ন মন্দিরের সামনে থেকে কমদামে মূর্তি কিনে আনেন আর সহজ সরল ধর্মভীরু লোকদের কাছে অতিরিক্ত চতুরতার সাথে তা অত্যধিক দামে বিক্রি করেন।

হঠাৎ একদিন এক ভুমিকম্পে চর বাজারের একমাত্র তার দোকানটিই ধ্বসে পরে। সে নাস্তিক বলেই স্রষ্টা তাকে এমন শাস্তি দিয়েছেন, এটাই ছিল অন্যদের মতামত। কিন্তু এতেও কাঞ্জিলালের স্রষ্টায় বিশ্বাস হয়না। তিনি ইন্সুরেন্স কোম্পানির কাছে তার ক্ষতিপূরণ দাবি করতে যান। কিন্তু ইন্সুরেন্স কোম্পানি বলে যে, ভুমিকম্প, ঝড় বা যে কোন প্রাকৃতিক দুর্যোগে সম্পদ ক্ষতিগ্রস্থ হলে তা “Act of God” ক্যাটাগরিতে পরে এবং এর জন্য কোম্পানি কোন ক্ষতিপূরণ দেয় না। উত্তেজিত কাঞ্জিলাল ইন্সুরেন্স কোম্পানির এজেন্টকে মারধোর করে চলে আসেন।

এইবার তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পরে। দোকানে চল্লিশ লাখ টাকার জিনিস ছিল যা ভুমিকম্পে নষ্ট হয়ে গেছে, বাড়িটাও বন্ধকে দেয়া। দোকানের জমি বিক্রি করে বন্ধকী থেকে বাড়িটা রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু জমিতে মূর্তি ভেঙ্গে পরায় সেই জমি নাকি অশুভ হয়ে গেছে তাই কেউ আর এই জমি কিনতেও প্রস্তুত নয়। চোখে অন্ধকার দেখতে থাকেন কাঞ্জিলাল।

এইসময় তার চিন্তায় আসে তিনি স্রষ্টার বিরুদ্ধে হাইকোর্টে কেস করবেন। কিন্তু কোন এডভোকেট তার কেস নিতে রাজী হয়না। অবশেষে তিনি খোঁজ পান একজন গরিব মুসলিম এডভোকেট হানিফ কোরেশীর (ওম পুরি)। এক নির্দোষ হিন্দু পরিবারের পক্ষে ওকালতি করায় যাকে তার নিজ ধর্মের মানুষরাই পঙ্গু করে দিয়েছিল।

কাঞ্জিলালকে হানিফ ভাই বুদ্ধি দেন, কোন এডভোকেট যদি তার কেস নিতে রাজী না হন তাহলে আইনের মতে তিনি নিজেই তার কেসের ওকালতি করতে পারবেন। কিন্তু লিগ্যাল নোটিশ কোন ঠিকানায় পাঠাবেন, তিনি তো স্রষ্টার ঠিকানা জানেন না, হানিফ ভাই এর এমন প্রশ্নে কাঞ্জিলাল বলেন, “স্রষ্টার ঠিকানা জানিনা কিন্তু স্রষ্টাকে মানুষ কোথায় খোঁজে তা তো জানি।" তিনি নোটিশ পাঠান দেশের তিনজন বড় হিন্দু পণ্ডিতকে , সিদ্ধেশ্বর মহারাজ (গোবিন্দ নামেরু), গোপী মাইয়া (পুনাম ঝাওর) এবং গ্রুপের প্রধান লিলাধর স্বামীকে (মিঠুন চক্রবর্তী)।

শুরু হয় স্রষ্টার বিরুদ্ধে কাঞ্জিলালের যুদ্ধ। কিন্তু প্রিলিমিনারি হিয়ারিং এর দিনেই এমন মনে হচ্ছিল যে কাঞ্জিলালের কেস হয়ত কোর্ট খারিজ করে দেবে, কারন ক্ষতিগ্রস্থ কাঞ্জিলালকে তার ক্ষতিপূরণ কে দেবে? স্রষ্টা তো ক্ষতিপূরণ দিতে আসবেন না। এই পয়েন্ট ধরেই প্রতিপক্ষ উকিল সারদেশাই (মহেশ মাঞ্জরেকার) জুরিকে অনুরোধ করেন কেস ডিসমিস করে দিতে। কিন্তু কাঞ্জিলাল যুক্তি দেন, এইসব হিন্দু পণ্ডিতেরা যেহেতু স্রষ্টার কথা সবাইকে বলেন সেহেতু স্রষ্টা কর্তৃক সংঘটিত ক্ষতির জন্যও তারা জবাবদিহি করতে বাধ্য। জুরি কাঞ্জিলালের যুক্তি মেনে নিয়ে কেসটি গ্রহন করেন।

কোর্ট থেকে বের হয়েই তিনি ঐসব পণ্ডিতদের চ্যালাদের খপ্পরে পরেন। এহেন পরিস্থিতিতে তাকে মোটরসাইকেলে এসে উদ্ধার করেন কৃষ্ণ বাসুদেব ইয়াদাভ (অক্ষয় কুমার)। যিনি পরে স্রষ্টার দূত হিসেবে নিজেকে পরিচয় দেন।

ধর্মভীরু সাধারন মানুষের মত কাঞ্জিলালের স্ত্রীও তাকে ঘৃণা করতে থাকেন এবং দুই ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান।

একাকীত্বের বোঝা নিয়ে কাঞ্জিলাল যখন আরও ভেঙ্গে পরেছেন এমন সময় হাজির হন কৃষ্ণ বাসুদেব ইয়াদাভ। কাঞ্জিলাল যার কাছে বাড়ি বন্ধক রেখেছিল, তার কাছ থেকে বাড়িটি কিনে নিয়েছেন তিনি। কাঞ্জিলালকে তিনি থাকতে দিতে রাজী হন কাঞ্জিলালেরই বাড়িতে।

এদিকে হানিফ ভাই ও কাঞ্জিলালের দারস্থ হয় “Act of God” এর শিকার আরও ৩০ টি পরিবার। কাঞ্জিলাল এবার সব ধর্মের প্রতিনিধিদের কাছে পাঠান লিগ্যাল নোটিশ। এবার মামলা সাড়ে চারশ কোটি টাকার।

অন্যদিকে হিন্দু পণ্ডিতেরা কাঞ্জিলালের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেন। তা দেখে কৃষ্ণ কাঞ্জিলালকে বুদ্ধি দেন তাকেও জনগনের কাছে যেতে হবে। এইসব ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে দিতে হবে জনগনের সামনে। কাঞ্জিলাল একটি টিভি অনুষ্ঠানে যান এবং চমৎকার সব যুক্তির মাধ্যমে জনগনকে বুঝিয়ে দেন এসব ধর্ম ব্যবসায়ীদের ভণ্ডামি। একধাক্কায় বেড়ে যায় কাঞ্জিলালের জনসমর্থন।

কিন্তু জনসমর্থন দিয়ে নেতা হওয়া যায়, কেস জেতা যায় না। কেস জিততে হলে প্রয়োজন উপযুক্ত প্রমাণ। বিপক্ষের উকিল স্রষ্টাই যে ভূমিকম্পের জন্য দায়ী, যার ফলে কাঞ্জিলালের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে তার লিখিত প্রমাণ কোর্টে পেশ করতে বলেন। জুরিও একই মত প্রকাশ করেন এবং কাঞ্জিলালকে একমাস সময় দেন লিখিত প্রমাণ পেশ করার জন্য............................



কাঞ্জিলাল কি পারবে স্রষ্টার অস্তিত্ব এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য স্রষ্টার দায়ভারের প্রমাণ লিখিত আকারে পেশ করতে? পারবে কি ধর্ম ব্যবসায়ীদের ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে? নাকি পরাজয় ঘটবে কাঞ্জিলাল সহ ৩০ টি পরিবারের যারা “Act of God” এর শিকার।

উত্তরগুলো পেতে হলে দেরী করবেন না। এই নিন ডাউনলোড লিঙ্ক।



ছবিটিতে চমৎকার সব হাস্যকর দৃশ্য রয়েছে যা লেখার ভাষায় প্রকাশ করার মত লেখনিশক্তি আমার নেই :( । ছবিটির IMDB রেটিং 8.1, আর আমার রেটিং 9।





মন্তব্য ৭০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন: দেখেছেন নাকি ভাই, অসাম লেগেছে আমার কাছে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

যুবায়ের বলেছেন: চমৎকার রিভিউ লিখেছেন ভাই...
সময় পেলে মুভিটা অবশ্যই দেখবো।
পোষ্টে প্লাস++

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।

দেইখেন, আশা করি নিরাস হবেন না।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া....

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

আপনার লেখা রিভিউটার মত হয়ত লিখতে পারিনি। কিন্তু চেষ্টা করেছি পাঠকের আগ্রহ ধরে রাখার।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

s r jony বলেছেন: ডাউনলোড লিংক আগে দেখি, তারপর কমেন্টামুনে

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক আছে ভাই।

না দেখলে পুরাই মিস। চরমসসসসস একটা মুভি।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

bangal manus বলেছেন: ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

নতুন বলেছেন: সবার দেখা দরকার এই ছবিটা...

আমাদের সমাজেও ভন্ডধম`গুরুরা মানুষকে এই ভাবে ধোকা দিতেছে...

এদের বিরুদ্ধেও এই রকমের মামলা করা উচিত

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: সবার দেখা দরকার এই ছবিটা...

সহমত।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

নতুন বলেছেন:

ছবিটার ট্রেলার..

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

মাক্স বলেছেন: মুভিটা দেখি নাই। দেখার ইচ্ছা আছে।
রিভিউ ভালো হইছে+

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ। দেইখেন ছবিটা।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

গনি নাজমুল বলেছেন: ছবিটি খুব ভালো মানের

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: সহমত।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

সুখী চোর বলেছেন: ছবিটা বেশ ভালো লেগেছে।সমাজের মধ্যে লুকায়িত ধর্মকে কলুষিত করা মানুষগুলোর চেহারা ফুটে উঠেছে।।

আপনার রিভিউটাও ভালো হইছে।+++

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ দোস্ত। চিনতে পারনাই মনে হয়।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

সুখী চোর বলেছেন: অ:ট: চিনতে না পারার কোন কারন নাই দোস্ত।

লেখা তো ভালোই হইতাছে

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।

অঃটঃ পোস্ট দেও না কেন ?

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: বাহ, তোর সুলেখনীর প্রমাণ রিভিউতেও রাখলি। কিপ ইট আপ দোস্ত।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় রিভিউ লেখক।

চমৎকার মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: অক্ষয়ের ছবি !!! আমি খুব আগ্রহ করে দেখি । কারন অক্ষয়ের ছবিকে আমি বড়দের কার্টুন হিসেবে বিবেচনা করি । দেখব সময় করে :)
রিভিউ ভাল হৈছে :)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: হা হা হা "অক্ষয়ের ছবিকে আমি বড়দের কার্টুন হিসেবে বিবেচনা করি ।" চরম বলছেন ভাই।

তবে এই ছবিটায় অক্ষয় তেমন জোকারি করতে পারেনাই। ক্যারেক্টারটাই এমন যে এর সাথে জোকারি যায় না।

যাই হোক দেইখেন।
ধন্যবাদ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অসাম মুভি।


ভারতীয় সেন্সর বোর্ড মুভিটা কিভাবে রিলিজ দিলো সেটা ভাবার মতো।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: আরিইইইই। হাসান ভাই, ভাল আছেন। আপনার অনেক লেখা পড়েছি। এই প্রথম মনে হয় আপনি আমার ব্লগে আসলেন। স্বাগতম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: মুভিটা আমিও দেখেছি অসাধারন একটা মুভি শেখার মত অনেক ম্যাসেজ আছে এই মুভিটাতে ধন্যবাদ রিভিউটার জন্য আমার মতে সবার এই মুভিটা দেখা উচিত।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ আকাশ ভাই।

"অসাধারন একটা মুভি শেখার মত অনেক ম্যাসেজ আছে এই মুভিটাতে" সহমত।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

লোনলিফাইটার বলেছেন: দেখি নাই । :(

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন: আরে ফাইটার ভাই, আমার ব্লগে আপনাকে স্বাগতম। দেইখা নিয়েন ভাই, নাইলে পুরাই মিস। ধর্ম ব্যবসায়ীগো কাপর ধইরা টান মারছে।


অঃটঃ হাচা কই আপনেরে আমি বিরাট ডরাই। যেই ভাবে মাইনসেরে দেন না ভাই। ডর লাগে কুনসুম আমার উপ্রে বিলা হয়া যান।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

ইভ বলেছেন: I have watched the movie---OSADHARON----

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: U r absolutely right. Thanks.

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আজকেই কালেক্ট করতেছি খারান । ঠাকানা আমার জানাই আছে কৈ পাব আপনার link থেকে নিলে হবে না ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

জাকারিয়া মুবিন বলেছেন: আমি যেই লিঙ্ক দিয়েছি সেটা একটা টরেন্ট লিঙ্ক।

টরেন্ট ডাউনলোড করতে না চাইলে এইখানে গুতা দিয়া দেখতে পারেন।

অনলাইন ওয়াচ বা ডাউনলোড করতে পারবেন।

সবচে ভাল হইল গুগল মামুরে জিগান।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: "ঠিকানা" হবে :!>

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

জাকারিয়া মুবিন বলেছেন: লজ্জা পাওয়ার কিছু নাই। Man is Mortal = মানুষ মাত্রই ভুল করে।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিষাদ সময় বলেছেন: আমার এক বন্ধু ছবিটা জোর করে দেখিয়েছিল। ছবি দেখা শেষে অবশ্য বন্ধুর পছন্দের প্রশংসা না করে পারিনি।ছবটির সব কিছুই গতানুগতিক ধারার ব্যতিক্রম।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর বলেছেন।

আসলেই একটা ভিন্নধর্মী ছবি।
ধন‍্যবাদ।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: দেখেছি, বক্তব্য ভাল্লাগছে

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ ভাই।

আমার ব্লগে স্বাগতম।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তানভীরসজিব বলেছেন: রিভিও পড়ে না দেখে যাই কই.....দেখতে হবে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

জাকারিয়া মুবিন বলেছেন: আপনি তো ভাই লজ্জা দিলেন। রিভিও কি আসলেই অতটা ভাল হয়েছে?

অনেক ধন‍্যবাদ।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ফরিদ আলম বলেছেন: আমাকেও ভালো লেগেছিল।
হিন্দু ধর্মের অনেক কুসংস্কার আর কিছু মুসলমানদের মাজার পুজার ধিক্কার জানাই এই ছবি। খুব মজা পেয়েছিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

জাকারিয়া মুবিন বলেছেন: আসলে সব ধর্মেই ধর্ম ব‍্যবসায়ী আছে।

সবগুলারে সাইজ করা দরকার।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আদিম পুরুষ বলেছেন: কাহিনী বর্ণনা ভালো হয়েছে। এখনো দেখিনি। সংগ্রহে আছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: দেইখা ফেলেন। আশা করি খারাপ লাগবে না।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

শিপু ভাই বলেছেন:
রিভিউ পড়ে ছবিটা দেখার আগ্রহ হচ্ছে!!!


থ্যাঙ্কু!!!++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, আপনার মন্তব‍্য দেখে মনে হচ্ছে আমার রিভিউ লেখা সার্থক।

ধন‍্যবাদ।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মুখভাঙা০০৭ বলেছেন: মাস খানেক আগে অন্যের কাছ থেকে ধার নিয়ে দেখেছিলাম। খুব ভাল একটি মুভি। যারা দেখবেন না তারা মিস করবেন।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক। যারা দেখবেন না চরম মিস করবেন।

মন্তব‍্যের জন‍্য ধন‍্যবাদ।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

শিপু ভাই বলেছেন:
টরেন্ট ডাউনলোড চলতাছে!!! আগামীকাল সন্ধ্যানাগাদ নেমে যাবে!!! B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

জাকারিয়া মুবিন বলেছেন: দেইখা বইলেন ভাই কেমন লাগল?

ভাল থাকবেন।
ধন‍্যবাদ।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন: দেখতে গেছিলাম। গিয়া দেখি পোস্ট সরাইয়া ফেলছে।

রিপোর্ট করতে পারলাম না।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিটা এখনো দেখা হইনি

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

জাকারিয়া মুবিন বলেছেন: দেইখেন ভাই। সত‍্যি ভাল্লাগবো।

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

কিংবদন্তী হাসিব বলেছেন: হিন্দি সাধারনত দেখা হয় না। তবে আপনার রিভিঊ পড়ে ভালো লাগল। দেখতে হবে। ধইন্যা

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার ভাল লেগেছে এতেই আমার সার্থকতা।
ধন‍্যবাদ, হাসিব ভাই।

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

তারছেড়া লিমন বলেছেন: দেইখাফালাইসি.............. সেইরাম মুভি....আর আপনার রিভুটা ও সেইরাম হয়চে........পুষ্টে লাইক সহ পেলাছ........

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ লিমন ভাই।

দোয়া করবেন যেন আরো ভাল লিখতে পারি।

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

কাউসার রুশো বলেছেন: অ-সা-ধা-র-ন একটা মুভি।
মাঝে মাঝে এমন কিছু হিন্দি মুভি দেখে ভালো লাগে

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন: অবশেষে রুশো ভাই।

বিশ্বাস করেন, আপনার অপেক্ষা করছিলাম। ধন্যবাদ ব্লগে আসার জন্য।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

অপূর্ণ রায়হান বলেছেন:

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ অপূর্ণ ভাই।

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর রিভিউ । ছবিটা দেখার ইচ্ছে আছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ মামুন ভাই।

দেখে ফেলেন, ভাল লাগবে।

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল মুভি শুনলাম, দেখা উচিত।

ধন্যবাদ সুন্দর রিভিউয়ের জন্য। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন: এখনও দেখেন নাই!

দ্রুত দেইখা ফেলেন। জটিল একখান মুভি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.