নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

নতুন ব্লগারদের জন্য "সামহোয়্যার ইন ব্লগ ইউজার ম্যানুয়াল" এবং নটিফিকেশন সফটওয়্যারের লিংক

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

সামহোয়্যার ইন ব্লগে যখন নতুন লেখা শুরু করি, সামহোয়্যার এর ইন্টারফেস নিয়ে সমস্যায় পরেছি বহুবার। আমার বন্ধু ব্লগার ধলা মানুষের কাছ থেকে হেল্প নিয়েছি বিভিন্ন ছোটখাটো কারনে। সামান্য সেসব সমস্যা শুনে ও মাঝে মধ্যে হেসেছে, কিন্তু সমাধান বলে দিয়েছে।



আমার আজকের এই পোস্ট ঐসব নতুন ব্লগারদের জন্য যাদের হেল্প নেয়ার মত পরিচিত কেউ ব্লগে নেই, অথবা থাকলেও সময়মত হেল্প পাচ্ছেন না।

আরও আছে নটিফিকেশন সফটওয়্যারের লিংক, যা দিয়ে আপনি ব্লগ ওপেন না করেই জানতে পারবেন আপনার ব্লগপোস্টে কেউ মন্তব্য করেছে কিনা, বা আপনি যেসব ব্লগে মন্তব্য করেছেন তাতে উত্তর পেয়েছেন কিনা।









উপরের ছবিটা আমার ব্লগের ডিটেইল স্ক্রিনশট। নিজের ব্লগের স্ক্রিনশট উদাহরণ হিসেবে ব‍্যবহার করলাম। লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলে ঠিক উপরের ছবির মতই ইন্টারফেস আসার কথা।





এবার ব্যখ্যায় আসি।





(০১) প্রথম পাতাঃ এখানে ক্লিক করে সরাসরি প্রথম পাতায় যেতে পারবেন।

(০২) গ্রুপ ব্লগঃ এইটা হল গ্রুপ ব্লগের শর্টকার্ট। প্রচুর গ্রুপ আছে ব্লগে, যেকোনো গ্রুপে নিজেকে এড করতে চাইলে গ্রুপের প্রথম পাতায় গিয়ে রিকুয়েস্ট করতে হবে। গ্রুপের এডমিন আপনাকে এড করলেও করতে পারেন।

(০৩) সার্চ অপশনঃ এখানে যে কোন ব্লগারের নাম দিয়ে তাকে সহজেই খুঁজে নিতে পারবেন। অথবা যদি কোন পোস্ট খুঁজতে চান তাহলেও এখানে পোস্টের শিরোনাম লিখে সার্চ দিলে গুগল মামুর সাহায্যে সামু আপনাকে খুঁজে বের দিবে।

(০৪) তারিখঃ এটায় ক্লিক করে প্রথম পাতা অথবা নির্বাচিত পাতায় নির্দিষ্ট কোন তারিখের পোস্টগুলো একসাথে দেখতে পাবেন।

(০৫) সাহায্যঃ এখানে পাবেন সাধারন কিছু সাহায্য, যা সামু দিয়ে রেখেছে।

(০৬) অনুসারিত ব্লগঃ এটায় ক্লিক করে যেতে পারবেন আপনার অনুসারিত ব্লগারদের নতুন ব্লগ পোস্টে। অনুসরনে নিবেন কিভাবে? নিচে বর্ণনা দিচ্ছি।

(০৭) কমেন্ট মডারেশনঃ এখানে আপনি যদি মনে করেন যে আপনার ব্লগে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট দেখা যাবে কি যাবে না, অথবা আপনি অযাচিত কাউকে আপনার ব্লগপোস্টে মন্তব্য করতে দিতে না চাইলে এই অপশনে যেতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এই অপশনটা ইউজ না করাই ভাল।







উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, অন্য কারো ব্লগে ঢুকলে এমন দেখতে পাবেন।

অনুসারিত নয়ঃ[অনুসরন করুন]

এই লেখার উপর ক্লিক করে সহজেই আপনি কাউকে অনুসরনে নিতে পারবেন। আর যাকে অনুসরনে নিবেন তার যেকোনো পোস্ট আপনি প্রথম পাতায় না গিয়ে অনুসারিত ব্লগের পাতায় দেখতে পাবেন।









এখানে আপনার ডিফল্ট কিবোর্ড লেআউট পরিবর্তন করতে পারবেন।

আপনার ডিফল্ট ট্যাবও এখান থেকেই পরিবর্তন করতে পারবেন। ডিফল্ট ট্যাব টা হচ্ছে আপনি সামহোয়্যার ইন ব্লগে আইডি-পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর যেই পেইজ টা সরাসরি ওপেন হবে।









মডারেশন স্ট্যাটাসঃ নতুন হিসাবে আসলে আপনি থাকবেন ওয়াচে, তারপর হবেন জেনারেল, এবং তারপর আস্তে আস্তে সেফ হয়ে যাবেন।









আমার প্রিয় পোস্টঃ এটাকে অনেকে শোকেসও বলে থাকেন। এখানে আপনার পছন্দের পোস্টগুলো সেভ করে রাখতে পারবেন, যেগুলো আপনার কাজে লাগতে পারে। কিভাবে প্রিয় পোস্টের তালিকায় কোন পোস্ট রাখবেন? উত্তর নিচের ছবিতে।







কোন পোস্ট সম্পূর্ণ লোড হবার পর পোস্টের নিচে উপরের ছবির মত দেখাবে।

প্রথমেই দেখাবে পোস্টটি কতবার পড়া হয়েছে।

তারপর হাতের যে চিহ্নটি আছে তাতে ক্লিক করে আপনি পোস্টটি লাইক করতে পারবেন।

তারপর পোস্টের মোট কমেন্টের সংখ্যা দেখাবে।

তারপর স্টার এর উপর ক্লিক করে আপনি পোস্টটি প্রিয় তালিকায় নিতে পারবেন।











ব্লগার পরিসংখ্যানঃ এটা আপনার ব্লগের পারফরমেন্স রিপোর্ট হিসেবে মনে করতে পারেন। এই পরিসংখ্যান দেখে অনেকে আপনাকে মূল্যায়ন করতে পারবে। (তবে আপনার লেখার মূল্যায়ন আপনার লেখাতেই হবে, অন্য কোনভাবে নয়)











আমার গ্রুপ সমুহঃ গ্রুপ ব্লগে গিয়ে আপনি যদি কোন গ্রুপে জয়েন করার জন্য আবেদন করে থাকেন এবং যদি সেই গ্রুপের এডমিন আপনাকে গ্রুপে জয়েন করার পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনি এখানে তা দেখতে পাবেন।











ব্লগ ইনফরমেশনঃ এটা আপনার ব্লগ ইনফরমেশন প্যানেল।

পোস্ট পর্যবেক্ষণঃ আপনি যদি কোন পোস্ট পর্যবেক্ষণে রাখেন তার সংখ্যা এখানে দেখতে পাবেন এবং পরে গিয়ে দেখতে পাবেন আপনার করা মন্তব্যে লেখক উত্তর দিয়েছেন কিনা। (কিভাবে পোস্ট পর্যবেক্ষণে রাখবেন? বিস্তারিত নিচের ছবিতে)

অদেখা মন্তব্য সমুহঃ আপনার ব্লগের যেকোনো পোস্টে যদি নতুন কোন মন্তব্য আসে তাহলে এখানে আপনি তা দেখতে পাবেন।

সাম্প্রতিক মন্তব্যঃ এটায় ক্লিক করার দরকার নেই। আমার মতে প্রয়োজনহীন একটা অপশন।

আমার ড্রাফটঃ আপনি যদি কোন লেখা ব্লগে প্রকাশ করার আগে সেভ করে রাখেন অথবা আপনার কোন প্রকাশিত লেখা ড্রাফ্‌ট করে রাখেন তা এখানে দেখাবে। যা পরে আপনি চাইলে পুনরায় পোস্ট করে দিতে পারবেন।







অন্য কারো ব্লগপোস্টে যখন মন্তব্য করবেন তখন মন্তব্য প্রকাশ করুন লেখাটার পাশে দেখতে পাবেন লেখা আছে 'পোস্ট পর্যবেক্ষণ'। আপনার মন্তব্যটি লিখে, সেখানে ক্লিক করে তারপর মন্তব্য প্রকাশ করুন লেখাটার উপর ক্লিক করুন। তাহলেই আপনার পোস্ট পর্যবেক্ষণ অপশনে পোস্টটি অন্তর্ভুক্ত হবে।









সাম্প্রতিক মন্তব্যঃ এখানে আপনি দেখতে পাবেন আপনার ব্লগের কোন পোস্টের সাম্প্রতিক মন্তব্য কে করেছে তার লিস্ট।









পোস্ট আর্কাইভঃ এখানে আপনার এখন পর্যন্ত ব্লগে প্রকাশ করা পোস্টগুলো দেখতে পাবেন মাসের নাম অনুসারে।











আমার লিঙ্কসঃ এখানে আপনি যে কোন লিংক সেভ করে রাখতে পারেন। যাতে ক্লিক করলেই আপনি আপনার সেভ করা ওয়েব পেজে সহজেই চলে যেতে পারবেন।











আমার বিভাগঃ এখানে আপনি আপনার লেখাগুলোকে আলাদা আলাদা বিভাগে চাইলে প্রকাশ করতে পারেন।





সেক্ষেত্রে আপনাকে নতুন বিভাগ তৈরি করে লেখা প্রকাশ করার সময় সেই বিভাগে টিক চিহ্ন দিয়ে দিতে হবে।











আমার টেমপ্লেটসঃ এটা সম্পর্কে আমি আসলেই কিছু বলতে অপারগ। কেউ জানলে দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন।











সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেনঃ এখানে আপনার ব্লগপোস্টে সাম্প্রতিক কারা প্রবেশ করেছেন তার একটা লিস্ট দেখতে পাবেন।





সন্মানিত ব্লগার, এই ছিল আমার প্রস্তুতকৃত "সামহোয়্যার ইন ব্লগ ইউজার ম্যানুয়াল"।





সামহোয়্যার ইন ব্লগের নোটিফিকেশন সফটওয়্যারের জন্য দয়া করে নিচের লিংকে ক্লিক করুন।

সামহোয়্যারইনব্লগ ডেস্কটপ নোটিফায়ার







নতুন ব্লগারদের জন্য একটি বোনাস পোস্ট।

নার্ভাস নাইনটি , নতুন ব্লগারদের জন‍্য ফ্রি কোচিং ক্লাস :)



সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: গবেষক !! :):):)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, কমবেশি গবেষণা তো করতেই হইসে।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনে এতদিন আসিলেন কই? মেলা কাজে দিব আমার! আমি শুধু লেখা পোস্ট করে অন্যদের পোস্ট পড়ে মন্তব্য করতে পারি প্লাস বাটন চাপ দিতে পারি, আর প্রিয়তে নিক্ষেপ কর্তে পারি!


এই পোস্টটাও অতি সঙ্গত কারনে প্রিয়তে নিক্ষেপ করলাম।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
একেবারে নিক্ষেপ করলেন!!!

একটু আস্তে নিক্ষেপ কইরেন ভাই। ধইন্যা।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক কিছু জানলাম। সফটওয়ারটা বেশী কাজে লাগবে আশা করছি।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। আমার ভালই কাজে দিচ্ছে। :)

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কিছুই জন্তাম না.. আপনার কৃপায় আজ জানিলাম।

এ ঋণ শোধ হবার নয় ;)


+++

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:
মশকরা করার মত পোস্ট দেইনাই তো ভাই। ফাইজলামি করবেন না প্লিজ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
না পারভীন আপুর অনুমতি না নিয়ে ওনার ব্লগের স্ক্রিনশট দিয়েছেন বলে আপনারে মাইনাচ। :-P :-P :-P :-P


আমার টা দিতেন। :P :P :P ;) ;) ;)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: তাইত! না পারভীন আপুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।


তুমি তো আগে থেকেই অনুসারিত লিস্টে আছো। তাই দেইনাই :)

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

চৌধুরী_সাহেব বলেছেন: ব্লগে নতুনদের জন্য কাজের একটা পোস্ট। দারুন কাজ করেছেন মুবিন ভাই! যে পরিমান সময় খরচ করে কস্ট করে এই পোস্ট লিখেছেন, তার জন্য এই নেন ধনেপাতা!



চালিয়ে যান! 8-| 8-| 8-|

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: পুরা শিক্ষাসফর হইল আমার...... :-B

ধইন্যা.....।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকেও অনেকগুলা ধইন্যা।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

আশিকুর রহমান ১ বলেছেন: দরকারী পোষ্ট। পিলাচ +++

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ আশিকুর রহমান।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: আহমেদ সাব্বির পল্লব বলেছেন: পুরা শিক্ষাসফর হইল আমার...... :-B

ধইন্যা.....।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:



লেখক বলেছেন:
আপনাকেও অনেকগুলা ধইন্যা।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

shfikul বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ শফিকুল ভাই।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

না পারভীন বলেছেন: ভাইরে , আপ্নে কখন গিয়া আমার ছবি তুইলা আঞ্চেন , আমি তো কিছুই বুঝবার পারিনাই ।

আপ্নারে অনুসারিত করে রাখছি , না হলে তো বুঝতেই পারতাম না কোনদিন ।

আচ্ছা ক্ষেমা করে দিলাম ।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকে অনেকদিন খেয়াল করসি আপনি আইসা আইসা শুধু ঘুইরা যান, কমেন্ট করেন না। তাই আপনাকে অনুসরনে নেয়ার আগে আপনার ছবিটা দিয়া দিলাম। (একটু তেল মারার চেষ্টা আরকি!;) )
যাই হোক আমি সফল। আপনি অবশেষে কমেন্ট করলেন আমার ব্লগে :)
থেঙ্কু।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

মাক্স বলেছেন: মেগা পোস্ট! আমার এত ঝামেলায় যাইতে হয় না ;)
সফটওয়্যারটা কোন কাজেই লাগবো না :(

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:

কেন ভাই!!

আপনার কাসে আরও ভাল কিছু থাকলে দেন প্লিজ। :(

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: পুরো একটা বছরে ঠেকে ঠেকে যা শিখছি, আপনার এক পোস্টেই তারচেয়ে বেশি টিপস আছে ।


ভাইজান আপ্নে এতোদিন কৈ ছিলেন ;) B-)

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
মামুন ভাই, আপনার এই প্রশ্নের উত্তর আমার কাসে নাই :| :|

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

স্বপনবাজ বলেছেন: বালাইতো গবেষনা করসেন !

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, করসি কিছুটা :)

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁইঁরাঁ দেঁখঁতাঁছিঁ ! /:)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:
কি ব‍্যাপার ভূত!! মাইয়া মাইনষের মত মুখ ব‍্যাকা কর কেন!! কি হইসে!!

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে! পুরাই সেই জিনিস! ভালো ভালো।
সাধে কি কয় পুরান চাইল ভাতে বাড়ে ;) :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা মজা পাইলাম প্রচুর। ধন‍্যবাদ ভ্রাতা।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট। আচ্ছা বলেনতো মুছে ফেলা যেকোন মন্তব্য ফিরায় আনার সিস্টেম কী?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাইজান, আপনি সিনিয়র মানুষ, আপনি যদি ইট্টু কষ্ট কইরা বইলা দিতেন! আমার জানা নাই। :(

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার পোষ্ট নতুনদের অনেক কাজের দিবে এই পোষ্ট।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ ভাই।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনেক দিন ধরেই এমন একটা পোস্ট দিব ভাবছিলাম :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাবাভাবির কাম নাই। মনে আসবে আর পোস্ট দিয়া দিবেন। আমি তাই করি। :)

যাক দেননাই দেইখাই তো আমি দেওয়ার সুযোগ পাইসি :)

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

তারছেড়া লিমন বলেছেন: চমৎকার পোষ্ট ।আমার নতুন বেলায় আপ্নে কতি ছিলেন ভাই???? :( :( :( :( পোষ্টে পেলাস লাগে+++++++++++++++++++++++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
ছিলাম আশেপাশেই ;)

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
পুরাই সামু লেকচার শিট !!!

মুবিন ভাই চরম হয়েছে।

+++++++

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ ভ্রাতা :)

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

্্্আিরফুল ইসলাম বলেছেন: আমার দুইটা সমস্যা
১। আমার নামের ফ্রন্ট এ দেখতেছেন প্রবলেম আছে ওইটা কিভাবে ঠিক করব ?
২।আমি মোবাইল থেকে ইউজ করি ।আমার পোষ্টে কেউ কমেন্ট করলে মোবাইল থেকে রিপ্লাই দিতে পারি না ।রিপ্লাই দিতে হয় আলাদা একটা কমেন্ট আকারে ।এটার জন্য কি করা যায় ?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
১। আপনি যেই মেইল আইডি দিয়ে এই ব্লগে রেজিস্টার করেছেন, সেখান থেকে
[email protected]
[email protected]

এই এড্রেস দুটাতে আপনার সমস‍্যার বিস্তারিত লিখে পাঠান। খুব দ্রুত ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।


২। মোবাইল ভিউতে না ইউজ করে, মোবাইল থেকেই full view তে ক্লিক করে ডেস্কটপ ভিউতে গিয়ে কাজ করতে হবে। আমি নিজেও এভাবেই করি।

আশা করি উপকৃত হবেন। ধন‍্যবাদ।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

্্্আিরফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দাদা ওই সমস্যা গুলো আমারে আনেক প্যারা দিতেছিল ।আসাধারন একটা পোষ্ট নতুন ব্লগাররা অনেক উপকৃত হবে ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ আরিফুল :)

২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

শের শায়রী বলেছেন: সবার সাথে শুধু এইটুকু বলতে পারি আপনার আর একটি অসাধারন কাজ।

অসাধারন ভাই।

ভালো থাকুন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ শোভন ভাই।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

হাসান মুহিব বলেছেন: সুইট হইছে

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ মুহিব।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

শ্রাবণ জল বলেছেন: ভাল পোস্ট।
থ্যাংকস।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ প্রোপিক চেঞ্জ করায় উস্তাদ আপু। ;)

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: পোষ্ট যখন লেখা হয় তখন লেখার অংশের উপ্রে কিছু অপশন আসে ! সেগুলার বিবরন দিলে আরও ভালো হতো ভাই ।


ভালো লাগা দিলাম ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, দেখি এডাইয়া দিমুনে :)

আপনে না একটা পুস্ট দেওনের কতা!!

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ! কাজের জিনিস।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ ধন‍্যবাদ :)

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

রুদ্র মানব বলেছেন: চরম পোস্ট :) :) :)

নোটিফিকেশন সফট কাজ করলে বিস্তারিত জানায়া দিব।


+++++


১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:
আলবৎ কাজ করার কথা। আমার কাজে লাগছে :)

৩০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
পুরাই সামু লেকচার শিট !!!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। কিন্তু আপনি তো কিছুই বললেন না!! :(

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল কাজ করেছেন। নতুন যারা আসে তারা দ্রুত শিখে নিতে পারবে। পিলাচ!

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ, শুভ নববর্ষ ।

৩২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভালো লাগলো।

উপকারী পোস্ট।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ ভ্রাতা।

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

পড়শী বলেছেন: বাহ। অনেক কিছুই জানতাম না। +++++্

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

জাকারিয়া মুবিন বলেছেন:
তাই নাকি!! ধন‍্যবাদ।

৩৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

পড়শী বলেছেন: কোন একটা লেখা পড়ার পর আবার সেই আগের পেজে ফিরতে হলে কি করা লাগে?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

জাকারিয়া মুবিন বলেছেন:
ব্রাউজারে ব‍্যাক করে অথবা কিবোর্ডের ব‍্যাকস্পেস বাটনে ক্লিক করেন, ব‍্যস। :) :)

৩৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

আমি তুমি আমরা বলেছেন: আপনারা আছেন বলেই আমরা নতুন ব্লগাররা ব্লগে আসার সাহস পাই। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা। হাসাইলেন।

আপনি ব্লগে নতুন!!!!!!!!

জোক্স অব মাই ব্লগিং হিস্ট্রি :) :) :)

তবে ধন‍্যবাদের জন‍্য কৃতজ্ঞতা।

৩৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

ইরানপন্থী বলেছেন: :D

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:

:) :) :)

৩৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: :P :P :P

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
:D :D

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ওরে জাকারিয়া, তুই মহান !!

কঠিন কাজ করেছিস দোস্ত !! মারহাবা, মারহাবা !!

সেদিনের সেই পিচ্চি মবিন, যারে হাতে ধরায়া সামু ইউজ করতে শিখাইলাম, আজ সে নিজেই নিউ নাদান দের সবক দিতাসে !!

গর্বে বুক টা আড়াই হাত ফুইল্যা উঠল। :D

+++++++++++++++++++++

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা, মহান একুশে ফেব্রুয়ারি নাকি মহান বিজয় দিবস!!

আমি কোনটা সেটাই তো বুঝলামনা!!

মনে রাখবি, "ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব না, আমার মত কিছু কিছু শিশুর অন্তরে।" :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.