নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল পথের পথিক

আমি সরল পথের পথিক

জোবায়ের হোসেন

I have no comment .

জোবায়ের হোসেন › বিস্তারিত পোস্টঃ

নামাযের ওয়াজিব ও নামায ভঙ্গের কারণ ১৯টি

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২

নামাযের ওয়াজিব ১৪টি

১। সূরা ফাতিহা পুরা পড়া।

২। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো।

৩। রুকু-সিজদায় দেরি করা।

৪।রুকু হেত সোজা হয়ে দাঁড়ানো।

৫। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।

৬। প্রথমে বৈঠক করা।

৭। উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।

৮। ইমামের জন্য কিরাআত আস্তে এবং জোরে পড়া।

৯। বিতরের নামাযে দূ’আয়ে কুনূত পড়া।

১০। দুই ঈদের নামাযে ছয়টি করে তাকবীর বলা।

১১। ফরয নামাযের প্রথম দুই রাক‘আতকে কিরাআতের জন্য নির্ধারিত করা।

১২। প্রত্যেক রাক‘আতের ফরযগুলোর তারতীব ঠিক রাখা।

১৩। প্রত্যেক রাক‘আতের ওয়াজিবগুলোর তারতীব ঠিক রাখা।

১৪। সালাম বলে নামায শেষ করা।



নামায ভঙ্গের কারণ ১৯টি

১. নামাযে অশুদ্ধ পড়া।

২. নামাযের ভিতরে কথা বলা।

৩. কোন লোককে সালাম দেয়া।

৪. সালামে উত্তর দেয়া।

৫. উহ্-আহ্ শব্দ করা।

৬. বিনা ওযরে কাশি দেয়া।

৭. আমলে কাছীর করা।

৮. বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা।

৯. তিন তাসবীহ পরিমাণ সময় সতর খুলে থাকা।

১০. মুত্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা গ্রহণ করা।র ১১. সুসংবাদের বা দুঃসংবাদের উত্তর দেয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন বলা।

১২. নাপাক জায়গায় সিজদা করা।

১৩. কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া।

১৪. নামাযে কুরআন শরীফ দেখে পড়া।

১৫. নামাযে শব্দ করে হাসা।

১৬. নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা।

১৭. হাঁচির উত্তর দেয়া। (জাওয়াবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা)

১৮. নামাযে খাওয়া বা পান করা।

১৯. ইমাম হতে এগিয়ে মুক্তাদির খাড়া হওয়া।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪

পংবাড়ী বলেছেন: একটু যোগ বা বিয়োগ করা যাবে?

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬

পংবাড়ী বলেছেন: নামাজ পড়ার সময় কানাচোখে টেলিভিশনে ভারতীয় সিরিয়াল দেখলে, নামাজের কি ঘটবে?

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫০

আ আ খান বলেছেন: প্রায় সবই জানা ছিল।
ধন্যবাদ।

৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮

আদম_ বলেছেন: নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা
Not clear. pls give example.

thanks for good post.

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

জোবায়ের হোসেন বলেছেন: যেমন নামাজের মধ্যে দোয়া করলেন যে , আল্লাহ্‌ আমাকে চাকুরি দেন, সন্তান দেন ।

৫| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্যে ধন্যবাদ

৬| ১৩ ই মে, ২০১৪ ভোর ৪:০৭

কালের সময় বলেছেন: সবার জানা থাকা ভাল

৭| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩

আদম_ বলেছেন: দোয়া তো করা হয় নামাজের শেষে। সালাম ফিরানোর পরে। তখন কি দুনিয়াবি জিনিস চাওয়া যাবেনা ? আপনি কি নামাজরত অবস্থায় দোয়া করার কথা বলছেন? নামাজরত অবস্থায় দুআ করা যায় কিনা? দুনিয়াবি জিনিস তাহলে কখন কিভাবে চাইতে হবে?

প্লিজ ক্লিয়ার। থ্যাংস।

৮| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৭

সৃজনশীলপ্রয়াস বলেছেন: "১৬. নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা" এটা কই পায়ছেন? দলীল দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.