নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

নায়াগ্রা জলপ্রপাত

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:০৬



পৃথিবীর বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত। এর অবস্থান কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে, উচ্চতা ১৬৭ ফুট। নায়াগ্রা জলপ্রপাতের জল সরবরাহ নিয়ন্ত্রণ করে দুটি হাইড্রো ইলেকট্রক প্ল্যান্ট। এই প্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬,০০০০০গ্যালন জলরাশি পতিত হয়। নায়াগ্রা প্রপরতের আশেপাশে রয়েছে ইরি, সুপিরিয়র, ফ্রন্টারিও ও হিরন নামে ৫টি হ্রদ। ইরি ও ফ্রন্টারিও হ্রদের মাঝখানে নায়াগ্রা নদী। এ নদীর মোহনায় নায়াগ্রা জলপ্রপাত।

Onguiaahra শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি। যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। নায়াগ্রা জলপ্রপাত কখনো থামে না, প্রতিনিয়ত সচল। তবে ১৮৪৮ সালের ২৯ মার্চ থেমে গিয়েছিল কয়েক ঘন্টার জন্য। তখন ঝরনাটিই বরফ হয়ে গিয়েছিল। নায়াগ্রা জলপ্রপাতের চারপাশে রয়েছে কয়েক মাইল বিস্তৃত আইস ব্রিজ। এটা হলো বরফের রাস্তা। ষহীতে নায়াগ্রা জলপ্রপাত তার জৌলুস হারিয়ে ফেলে। হয়ে পড়ে অর্ধমৃত। নায়াগ্রা জলপ্রপাতকে জয় করতে গিয়ে গত কয়েক বছরে জীবন বিসর্জন দিয়েছেন বেশ কয়েকজন পর্যটক। ৬৩ বছর এক স্কুল শিক্ষিকা প্রথম এই নায়াগ্রা জলপ্রপাত জয় করেন। এই মহিলা পিপার ভেতর ঢুকে প্রপাতের মাঝে ঃরনা হয়ে নিচে পড়ে গিয়েছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে ছিলেন।



বিশ্ব ঐতিহ্য : | ১ | চলবে ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০০৯ সকাল ৭:১৬

ভুডুল বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.